Search This Blog

TIP'S CETAGORY WITH LANGUAGE

Tips 4 pc

Update Software

Wednesday, January 26, 2011

কম্পিউটার বিষয়ক বাংলা টিউটোরিয়াল ব্লগ

কম্পিউটার বিষয়ক বাংলা টিউটোরিয়াল ব্লগ

কম্পিউটার বিষয়ে বেশকিছু বাংলা টিউটোরিয়াল সাইট আছে। সম্প্রতি বিডি টিউটোরিয়াল২৪ নামে নতুন একটি ব্লগসাইট আত্মপ্রকাশ করেছে। এতে বেশ কয়েকজন তরুণ ব্লগার কম্পিউটার এবং তথ্যপ্রযুক্তির ওপর বিভিন্ন বিভাগে ধারাবাহিক টিউটোরিয়াল লিখে থাকেন। এছাড়া সাম্প্রতিক তথ্যপ্রযুক্তি এবং কম্পিউটার বিষয়ক লেখাও থাকে। নতুন কোনো বিষয়ে কেউ ধারাবাহিকভাবে টিউটোরিয়াল লিখতে পারেন। সাইটটির ঠিকানা : www.bdtutorial24.com

All Tips: Computer Tips, Internet Tips, Printing Tips, Health Tips, Life Tips, Household Tips, Career Tips, Earn By Internet, Phone Tips, Photography Tips, Fashion Tips, Hair Tips, Summer Tips, Travel Tips, Winter Tips etc.

All Blog: All Travel Way, Recipe BD, All Health BD, Dhaka All, Bangla Poetry, Bird sanctuary bd, Wallpaper All Free, Free Treatment Bd etc.

Thursday, January 20, 2011

ফেসবুকের ফ্রেন্ড লিস্ট লুকানোর সহজ পদ্ধতি

ফেসবুকের ফ্রেন্ড লিস্ট লুকানোর সহজ পদ্ধতি

আমরা অনেকেই চাই আমাদের ফ্রেন্ড লিস্ট লুকানো থাকুক সবার কাছ থেকে। এর জন্য প্রথমে ফেসবুকে প্রবেশ করুন। তারপর প্রোফাইলে ক্লিক করুন। তারপর ফ্রেন্ড লিস্টের পাশে পেন্সিলের আইকনের ওপর ক্লিক করুন এবং Show friend list to everyone-এর পাশের টিক মার্ক তুলে আনচেক করুন। ব্যস, হয়ে গেল আপনার ফ্রেন্ড লিস্ট লুকানো।

All Tips: Computer Tips, Internet Tips, Printing Tips, Health Tips, Life Tips, Household Tips, Career Tips, Earn By Internet, Phone Tips, Photography Tips, Fashion Tips, Hair Tips, Summer Tips, Travel Tips, Winter Tips etc.

All Blog: All Travel Way, Recipe BD, All Health BD, Dhaka All, Bangla Poetry, Bird sanctuary bd, Wallpaper All Free, Free Treatment Bd etc.

Saturday, January 15, 2011

নিজেই হোন নিজের বস

নিজেই হোন নিজের বস আরাফাত শাহরিয়ার বসের ঝাড়িঝুড়ি কিংবা কারো কর্তৃত্ব নেই, এমন অফিস ভাবা যায়? এসব কারণে চাকরি ছেড়েছেন এমন লোকের সংখ্যাও নেহাত কম নয়। স্বাধীনচেতা অনেকেই চান নিজের মতো করে পেশাজীবনটাকে সাজাতে, যেখানে কারো কর্তৃত্ব নেই। মোবাইল ফোন মেরামত, কম্পিউটার মেরামত , গ্রাফিক ডিজাইন, ভিডিওগ্রাফি, আউটসোর্সিং, সাংবাদিকতাসহ অনেক পেশায়ই আছে মুক্তভাবে কাজ করার সুযোগ। এ ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হলো, বেশির ভাগ পেশার জন্যই দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের দরকার হয় না; নেই উচ্চতর ডিগ্রির বাধ্যবাধকতাও। মুক্ত পেশা হিসেবে নেওয়া যায় এমন ১০টি পেশা নিয়েই এ আয়োজন।

গ্রাফিক ডিজাইনার
হাল সময়ের অন্যতম চাহিদাসম্পন্ন পেশা গ্রাফিক ডিজাইনার। ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার কেজি মুস্তাফা জানালেন, এ পেশায় মাসে ৩০-৪০ হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব। নির্ভর করবে দক্ষতার ওপর। গ্রাফিক ডিজাইনের চার মাস, ছয় মাস বা এক বছরের কোর্স আছে। গ্রাফিক ডিজাইনার হতে চাইলে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, কোয়ার্ক এক্সপ্রেস প্রভৃতি প্রোগ্রাম শিখতে হবে। সৃজনশীলতা যাঁর মধ্যে যত বেশি, এ পেশায় তাঁর সফল হওয়ার সম্ভাবনা তত বেশি। মুক্তভাবে কাজ করার আগে কোনো প্রতিষ্ঠানে কিছুদিন কাজ করার অভিজ্ঞতা থাকলে ভালো। গ্রাফিক ডিজাইন বিষয়ে প্রশিক্ষণ দেয় এমন কিছু প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো :
গ্রাফিক আর্টস ইনস্টিটিউট, সাতমসজিদ রোড, মোহাম্মদপুর, ঢাকা। ফোন : ৯১১৩৮৯৬।
সিস্টেক কম্পিউটার এডুকেশন
বাড়ি নং-২৫/বি, রোড নং-৯/এ, ধানমণ্ডি, ঢাকা।
হাইটেক প্রফেশনাল
৬৯২/বি বড় মগবাজার,
ঢাকা-১২১৭। ফোন : ৯৩৪৪৪১২-৩, ০১৭১১৫৯০১৭৪।

ছবি তোলা
মুক্ত পেশা হিসেবে অনেকেই ছবি তোলার কাজ বেছে নেন। কোন ছবি কোন অ্যাঙ্গেলে, কতটুকু আলোয় তুলতে হবে_এ বিষয়গুলো সম্পর্কে ধারণা না থাকলে ভালো ছবি তোলা সম্ভব নয়। ভালো ছবি তোলা জানলে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ তো রয়েছেই, নিজেরও থাকতে পারে একটি ফটো স্টুডিও। বিভিন্ন মিডিয়া ও বিজ্ঞাপনী সংস্থায়ও রয়েছে কাজ করার সুযোগ। আর বেশির ভাগ আলোকচিত্রীই মুক্তভাবে কাজ করে, জানালেন বেগ আর্ট ইনস্টিটিউট অব ফটোগ্রাফির পরিচালক ইমতিয়াজ আলম বেগ। ফটোগ্রাফি বিষয়ে প্রশিক্ষণ দেয় এমন কিছু প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো :
পাঠশালা, ১৬ শুক্রাবাদ, পান্থপথ, ঢাকা।
ফোন : ৯১২৯৮৪৭, ৯১৩৬৮৯৫।
বেগ আর্ট ইনস্টিটিউট অব ফটোগ্রাফি
৮৩ ল্যাবরেটরি রোড, ঢাকা। ফোন : ০১৭১৬৬৬৩৭৫৭।
ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়। ফোন : ০১৭১১৫৮৮১৪২।
চঞ্চল মাহমুদ ফটোগ্রাফি, বাড়ি নং-১, সড়ক নং-২, ধানমণ্ডি, ঢাকা। ফোন : ৯৬৬০৬৫১।
ঢাকা ফটোগ্রাফিক ইনস্টিটিউট, ২১৮
এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫। ফোন : ৯০১৪২১৩।

ভিডিওচিত্র ধারণ
এ পেশায় রয়েছে মুক্তভাবে কাজ করার বিশাল ক্ষেত্র। তবে এর জন্য শুধু ভিডিও ক্যামেরা হাতে তুলে নিলেই চলবে না, সেটি কিভাবে পরিচালনা করতে হবে, সেটিও জানতে হবে। মুক্ত ভিডিওগ্রাফার সৈকত দেব রায় জানালেন, ভিডিওগ্রাফার হতে চাইলে সবার আগে ভিডিও ক্যামেরা পরিচালনা জানতে হবে। ভিডিওগ্রাফির জন্য কালার ব্যালেন্স, লাইট ব্যালেন্স_অনেক কিছুই শিখতে হয়। এ জন্য কোনো প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিতে হবে। এ পেশায় দিন হিসেবে পারিশ্রমিক দেওয়া হয়। অর্থাৎ একজন ক্যামেরাম্যানকে প্রতিদিন ক্যামেরা চালানো বাবদ দেড় থেকে দুই হাজার টাকা সম্মানী দেওয়া হয়। ভিডিওচিত্র ধারণ বিষয়ে প্রশিক্ষণ দেয় এমন কিছু প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো :
নিমকো, ১২৫/এ দারুসসালাম, মিরপুর রোড,
ঢাকা-১২১৬, বাংলাদেশ। ফোন : ৯০০৭৪১০-৪।
তানভীর মোকাম্মেল ফিল্ম ইনস্টিটিউট, ১৬০ লেক সার্কাস (চতুর্থ তলা), কলাবাগান, মিরপুর রোড, ঢাকা। ফোন : ০১৭১১৯৪০১৬৩, ০১৭১২০৮৬১০২।

মোবাইল ফোনের ডাক্তার
বর্তমানে নিম্ন আয়ের মানুষের মুঠোয়ও শোভা পাচ্ছে মোবাইল ফোন। ব্যবহারকারীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মোবাইল ফোন মেরামতকারীর চাহিদাও। ঢাকার ইস্টার্ন প্লাজার সাইম টেলিকমের কর্ণধার ও মোবাইল যোগাযোগ বিশেষজ্ঞ মো. কামাল হোসেন জানালেন, মোবাইল ফোন মেরামত পেশায় আসতে চাইলে প্রথম শর্তই হচ্ছে আগ্রহ ও ধৈর্য থাকতে হবে। নূ্যনতম এসএসসি পাস হলে ভালো হয়। কোনো মোবাইল সার্ভিস সেন্টারে ছয় মাস শিক্ষানবিশ হিসেবে কাজ করলে পরবর্তী সময় সুবিধা হয়। মোবাইল ফোন মেরামত বিষয়ে প্রশিক্ষণ দেয় এমন কিছু প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো :
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, ইলেকট্রনিকস ডিপার্টমেন্ট, সাতরাস্তা মোড়, তেজগাঁও, ঢাকা। ফোন : ৯১১২২২৯।
সিয়াম টেলিকম, ৩২০ বড় মগবাজার, ঢাকা। ফোন : ৯৩৪৭৬৩৫, ০১৭১১৬৬০৫৮৭।
আপন টেলিকম, ১৮ বঙ্গবন্ধু স্কয়ার পাতাল সড়ক মার্কেট, গুলিস্তান, ঢাকা। ফোন : ৯৫৭২০০০, ০১৭১১৪৭৭২০৯।

কম্পিউটার সারাইয়ের কাজ
কম্পিউটার ব্যবহারকারীর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কম্পিউটার মেরামতকারীর চাহিদাও। এ পেশায় আসতে চাইলে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ ও সফটওয়্যার সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠান এ বিষয়ে তিন থেকে ছয় মাস তত্ত্বীয় ও এক বছর হাতে-কলমে কাজ করিয়ে থাকে। বলছিলেন বিসিএস কম্পিউটার সিটির কমট্রেড ও মাল্টিকনের প্রধান নির্বাহী মাহবুবুর রহমান মাসুম। তিনি আরো জানালেন, শুধু কোর্স করলেই হবে না, কোনো কম্পিউটার ফার্মে কয়েক মাস কাজ করতে হবে। এরপর নিজস্ব এলাকায় মুক্তভাবে কাজ শুরু করা যায়। কম্পিউটার মেরামত বিষয়ে প্রশিক্ষণ দেয় এমন কিছু প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো :
সফটেক কম্পিউটার, চ-১০০/১ নর্থ বাডডা, ঢাকা-১২০২। ফোন : ০১৮১৩১২০১৩০
স্মার্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ১ ইন্দিরা রোড, চৌরঙ্গী সুপার মার্কেট, ফার্মগেট, ঢাকা। ফোন : ৯১৩৪৬৯৬, ০১৭১১০৫৪৪০৪।

মুক্ত সাংবাদিকতা
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকে ঘিরে রয়েছে স্বাধীনভাবে কাজ করার অনেক সুযোগ; বিশেষ করে সংবাদপত্রের ফিচার বিভাগে প্রদায়ক হিসেবে কাজ করে অনেকেই মোটামুটি ভালো অঙ্কের টাকা রোজগার করেন। পত্রপত্রিকায় লেখালেখির পাশাপাশি অনুবাদ করেও আয় করা সম্ভব। রেডিও-টেলিভিশনেও রয়েছে মুক্তভাবে কাজ করার অনেক সুযোগ। বেসরকারি স্যাটেলাইট চ্যানেল বাংলাভিশনের কর্মী ও নাট্যকার ফজলুল হক আকাশ জানালেন, টিভি চ্যানেলগুলোতে ভিডিও এডিটিং, স্ক্রিপ্ট লেখা, নাটক লেখা ও পরিচালনাসহ অনেক কাজের সুযোগ রয়েছে। সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ দেয় এ রকম কিছু প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো :
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, ১২৫/এ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা। ফোন : ৯০০৭৪১০-৪।
বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেকট্রনিকস মিডিয়া, ২৫৭/৮ এলিফ্যান্ট রোড, কাঁটাবন ঢাল, ঢাকা। ফোন : ৮৬০৭৯১২।
প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি), ৩ সার্কিট হাউস রোড, ঢাকা। ফোন : ৯৩৩০০৮১-৪।
অদ্রি, ১৩ আজিজ সুপারমার্কেট, শাহবাগ, ঢাকা। ফোন : ০১৭১১৪০৭৪৯৫।
তৈরি, ২/৪ নবাব হাবিবুল্লাহ রোড, শাহবাগ, ঢাকা। ফোন : ০১৫৫২৪৪৯৯৪৭।

কল সেন্টার কর্মী
বর্তমানে চাকরি যেখানে প্রার্থী খুঁজে নেয়, এমন একটি পেশার নাম কল সেন্টার কর্মী। প্রার্থীর তুলনায় এখানে চাকরির সংখ্যাই বেশি। সম্ভাবনাময় এ পেশায় ভালো বেতনের পাশাপাশি রয়েছে দিন কিংবা রাতে কাজ করার স্বাধীনতা। এখানে কাজ করতে হলে অবশ্যই ইংরেজিতে ভালোভাবে কথা বলা জানতে হবে। একজন কল সেন্টার কর্মীকে দৈনিক চার থেকে পাঁচ ঘণ্টা সময় দিতে হয়। মাসিক হিসাবে তাঁদের বেতনের পরিমাণ ছয় থেকে বারো হাজার টাকা। কল সেন্টার কর্মী নিয়োগ করে এমন কিছু প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো :
ম্যাক্সসেল, বাড়ি-৪৪বি, রাস্তা-১১৬, গুলশান, ঢাকা। ই-মেইল-hr@mexcall.net
তাজ রোজ ভ্যালি রিসোর্ট, বাড়ি-২৮, নিউ ডিওএইচএস, মহাখালী, ঢাকা। ফোন : ৮৮৬১৩৬৩।
ইনস্টিটিউট অব কল সেন্টার টেকনোলজি
১৩বি সেন্টার পয়েন্ট, কনকর্ড (১১ তলা), ফার্মগেট, ঢাকা। ফোন : ৯১৩৯৬৩৩, ০৬৬৬-২৬১৭৭২৭, ০১৭৩৬৭১৩১১৬, ওয়েব : www.iectglobal.com
ওয়ান কল
বাড়ি-১২১ (তৃতীয় তলা), রোড নং-১৯/এ, ব্লক-ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন : ০১৭১৩১৯০০৪৫-৯।
হিরো মাইন্ডমাইন
ধানমণ্ডি শাখা_স্ট্যামফোর্ড ইনস্টিটিউট অব ক্যারিয়ার ডেভেলপমেন্ট, বাড়ি-৩৫/বি, রোড-৯/এ, ধানমণ্ডি, ঢাকা। ফোন : ৯১৪৫১৩৮-৩৯।
উত্তরা শাখা_বাংলাদেশ আউটসোর্সিং সেন্টার, ২৫ সোনারগাঁ জনপথ, সেক্টর-৯, উত্তরা, ঢাকা। ফোন : ০১৮২০২২২২১১।

ডেটা সংরক্ষণ
'আমাদের মতো পাঁচ থেকে ছয় হাজার প্রোভাইডার আছে, যারা ডেটা এন্ট্রির কাজ দিয়ে থাকে।' বলছিলেন মাল্টিওয়ে ইনফো সিস্টেমের পরিচালক মশিউর রহমান। তিনি জানান, ডেটা এন্ট্রি শিল্পে প্রধানত অনলাইন ও অফলাইনভিত্তিক দুটি উপায়ে কাজ করার সুযোগ রয়েছে। অনলাইনভিত্তিক ডেটা এন্ট্রির কাজে ইন্টারনেটের মাধ্যমে সরাসরি ডেটাগুলো দিতে হয় এবং অফলাইনে দেওয়া ডেটাগুলো নির্দিষ্ট সময় অনুযায়ী সম্পাদন করতে হয়। মাইক্রোসফট ওয়ার্ড ও এক্সেল এবং ইংরেজিতে দক্ষতা থাকাটা এ পেশার জন্য খুবই দরকারি। ডেটা সংরক্ষণের কাজ করে এমন কিছু প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো :
বিনিময় টেলিসফট, ৫৩/এ সাউথ খুলশী, চট্টগ্রাম। ফোন : ০১৭১৬১৪২৪২৯।
রিলায়েন্স আইটি, ৭৮ ইন্দিরা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, ঢাকা। ফোন : ০১৭১১৭৬৪৩৭৯।

ঘরে বসেই বিদেশি মুদ্রা
আউটসোর্সিংয়ের মাধ্যমে সহজেই দেশে বসে বিদেশি মুদ্রা আয় করতে পারেন। এর জন্য প্রয়োজন ইন্টারনেট সংযোগসহ কম্পিউটার। আউটসোর্সিংয়ের কাজ করেন এমন একজন আল-আমিন জানালেন, কাজ বুঝে উঠতে সময় লাগে, তাই এর জন্য ধৈর্য ধরে কাজ করতে হবে। আউটসোর্সিংয়ে প্রোগ্রামিং, গেম ডেভেলপিং, ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট, আর্টিকেল রাইটিং, মার্কেটিং, সফটওয়্যার টেস্টিং, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ভিডিও প্রজেক্ট তৈরি প্রভৃতি বিষয়ের ওপর অনেক কাজের সুযোগ রয়েছে। ব্লগ লিখেও এখানে মুক্তভাবে অনেক টাকা আয়ের সুযোগ রয়েছে। আউটসোর্সিংয়ের কোনো সাইটে নিবন্ধন করার আগে নিয়মকানুন ও শর্তগুলো ভালোভাবে জেনে নিতে হবে। মুক্তভাবে আউটসোর্সিংয়ের কাজ করতে চাইলে ঘুরে আসতে পারেন নিচের ওয়েবসাইটগুলোতে_
www.rentacoder.com
www.getacoder.com
www.odesk.com
www.joomlancer.com

বিদেশি ভাষা শিখেই নানা কাজ
বিদেশি ভাষা শিখেও সাজিয়ে নিতে পারেন আপনার পেশাজীবনকে। ইংরেজি, ফরাসি, জার্মান, রুশ, জাপানি, চীনা, কোরিয়ান ইত্যাদি কোনো ভাষা যদি আপনার জানা থাকে, তাহলে অনেক ক্ষেত্রেই আপনি মুক্তভাবে কাজ করতে পারেন। বিভিন্ন অনুবাদকেন্দ্রে বিদেশি ভাষা জানা এমন লোকের অনেক চাহিদা রয়েছে।
এ ছাড়া ট্যুরিস্ট গাইড হিসেবেও পর্যটনশিল্পে মুক্তভাবে কাজ করতে পারেন। বিভিন্ন বিদেশি ভাষা শেখা যায় এমন কিছু প্রতিষ্ঠানের ঠিকানা_
আধুনিক ভাষা ইনস্টিটিউট
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকা।
ফোন : ৯৬৬৭৯০০ এক্স-৮৫২১।
আধুনিক ভাষা ইনস্টিটিউট
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ফোন : ৭০৩১-৭১৬৫৫২,
এক্স-৪৩৪৪।
ভাষা শিক্ষা কেন্দ্র
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা।
ফোন : ০১৭৩৮৪২৮০৬।
ঢাকা ল্যাঙ্গুয়েজ ক্লাব
রোড-১০, বাড়ি-২৫, ব্লক-ই, বনানী, ঢাকা।
মোবাইল : ০১৭১৬-৫০০২৩০
একুশে
রোড-১১, বাড়ি-১/২, ১১/এ, মিরপুর, ঢাকা।
মোবাইল : ০১৭১৬০২০৯০৯।

Tuesday, January 4, 2011

সঞ্চয় : কেন করবেন কোথায় করবেন

সঞ্চয় : কেন করবেন কোথায় করবেন

সাইদুর রহমান খান

আপনার আজকের সাধ্যমত সামান্য সঞ্চয়, আপনার এবং আপনার পরিবারকে নিরাপদ রাখার পাশাপাশি জন্ম দেবে ভবিষ্যতের অসামান্য সম্ঙ্দ ৷ টাকার ভবিষ্যত্ মহৃল্যমানে সঞ্চয় খুব বেশি লাভজনক না হলেও, যারা ঝুঁকিমুক্ত বিনিয়োগে আগ্রহী তাদের জন্য ব্যাংক সঞ্চয়ের বিকল্কপ্প নেই বলে জানান শাহ&জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্ট্হাপনা পরিচালক মুহাম্মদ আলী, মানুষকে সঞ্চয়ে আগ্রহী করতে বাণিজ্যিক ব্যাংকগুলো নতুন নতুন প্যাকেজ তৈরি করছে ৷ অতি সম্ঙ্রতি তালিকাভুক্ত ব্যাংকগুলোর প্রদত্ত ঋণের উপর সুদের হার পুনঃনির্ধারণ করায় সঞ্চয়ের ক্ষেত্রেও এসেছে ব্যাপক পরিবর্তন ৷ চলুন জেনে নেই কিছু ব্যাংকের সঞ্চয়ী হিসাবের খোঁজখবর ৷ ডাচ বাংলা ব্যাংক লিমিটেড ডিপোজিট পেনশন স্টিকম (ডিপিএস)-মাসিক কিস্টিস্ন : ৫শ\', ১ হাজার, ২ হাজার, ৩ হাজার, ৫ হাজার ৷ মেয়াদকাল : ৩, ৫, ৮ এবং ১০ বছর ৷ সুদের হার : শতকরা ৭ টাকা ৷ ফিক্সড ডিপোজিট রিসিড (এফডিআর) : মেয়াদকাল : ১, ৩, ৬ মাস এবং ১ বছর ৷ সুদের হার : যথাকদ্ধমে ৭.৫০, ৮.৫০, ৮.৭৫ এবং ৯ টাকা হারে ৷ সঞ্চয়ী হিসাব : শতকরা ৪.৫০-৫.৫০ টাকা ৷ শাহ&জালাল ইসলামী ব্যাংক লিমিটেড ডিপোজিট পেনশন স্টিকম- মাসিক কিস্টিস্ন : ৫শ\', ১ হাজার, ২ হাজার, ৩ হাজার, ৪ হাজার, ৫ হাজার, ১০ হাজার টাকা ৷ মেয়াদকাল : ৫, ৮ এবং ১০ বছর ৷ সুদের হার : ৯.৩০, ৯.৩৫, এবং ৯.৪০ টাকা ৷ এফডিআর মেয়াদকাল : ৩, ৬ মাস এবং ১ বছর ৷ সুদের হার : ৯.৫ ভাগ ৷ সঞ্চয়ী হিসাব : শতকরা ৫ টাকা ৷ মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ডিপিএস : মাসিক জমা : ২৫০, ৫শ\', ১ হাজার, ১৫শ\', ২৫শ\', সর্বোচ্চ ৫ হাজার ৷ মেয়াদকাল : ৫, ৮ এবং ১০ বছর ৷ সুদের হার : ৯.৫০ ভাগ ৷ এফডিআর- মেয়াদকাল : ১, ৩, ৬ বা তদহৃধর্ব, সুদের হার : ৬.৫০, ৭.০০ এবং ৯.৫০ ভাগ শতকরা ৷ সঞ্চয়ী হিসাব : শতকরা ৬ টাকা হারে ৷ ট্রাস্ল্ট ব্যাংক লিমিটেড ডিপিএস-মাসিক জমা : ৫শ\' থেকে ঊধের্ব , মেয়াদকাল : ৩, ৫, ৮ এবং ১০ বছর ৷ সুদের হার : ৯.৫৮ এবং ৯.৫২ টাকা এফডিআর- মেয়াদকাল : ১, ৩, ৬ মাস ও ১ বছর, সুদের হার : ৮-৯.৫০ টাকা শতকরা, সঞ্চয়ী হিসাব : সুদের হার ৭ টাকা ৷ প্রাইম ব্যাংক লিমিটেড ডিপিএস- মাসিক জমা : সর্বনিল্ফম্ন ৫শ\' থেকে ২৫ হাজার টাকা পর্যল্পস্ন ৷ মেয়াদকাল : ৩, ৫ বছরসহ বিভিল্পম্ন মেয়াদে, সুদের হার : ৯.৮৫ টাকা ৷ এফডিআর- মেয়াদকাল : ১ মাস থেকে ১ বছর মেয়াদি ৷ সুদের হার : ৬.৭৫-৯.৫০ টাকা ৷ সঞ্চয়ী হিসাব : সুদ শতকরা ৬ টাকা ৷ আইসিবি ইসলামী ব্যাংক ডিপিএস- মাসিক জমা : ৫শ\' থেকে ঊধের্ব ৷ মেয়াদকাল : ৫ এবং ১০ বছর সুদের হার : ৯.৫০ টাকা ৷ এফডিআর- মেয়াদকাল : ১, ৩, ৬ মাস এবং ১ বছর ৷ সুদের হার : ৯.৫০ টাকা শতকরা ৷ সঞ্চয়ী হিসাব : সুদ শতকরা ৬ টাকা ৷ পহৃবালী ব্যাংক লিমিটেড ডিপিএস- মাসিক জমা : ১শ\', ২৫০, ৫শ\', ১ হাজার, ২ হাজার, ৫ হাজার টাকা ৷ মেয়াদকাল : ৫ বছর, সুদের হার : ১০ টাকা হারে ৷ এফডিআর- মেয়াদকাল : ৩, ৬ মাস এবং ১ বছর ঊধের্ব ৷ সুদের হার : ৯.০, ৯.২৫ এবং ৯.৫০ টাকা ৷ সঞ্চয়ী হিসাব : ৫ টাকা ৷ ঢাকা ব্যাংক লিমিটেড ডিপিএস- মাসিক জমা : ৫শ\' থেকে ২০ হাজার পর্যল্পস্ন ৷ মেয়াদকাল : ৪, ৫, ৬, ৮ এবং ১০ বছর সুদের হার : ৯.২৫ টাকা ৷ এফডিআর - মেয়াদকাল : ৩, ৬ মাস এবং ১ বছর ৷ সুদের হার : যথাকদ্ধমে ৮.৫০, ৮.৭৫ এবং ৯.৫০ টাকা ৷ সঞ্চয়ী হিসাব : সুদ শতকরা ৫.৫ টাকা ৷ মিউচুয়াল ট্রাস্ল্ট ব্যাংক লিমিটেড ডিপিএস- মাসিক জমা : সর্বনিল্ফম্ন ৫শ\' টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার পর্যল্পস্ন ৷ মেয়াদকাল : ৫, ৮, ১০ বছর ৷ সুদের হার : শতকরা ১০ টাকা ৷ এফডিআর - মেয়াদকাল : ১,৩, ৬ মাস এবং ১ বছর ৷ সুদের হার : ৭.৯, ৯.২৫ এবং ৯.৫০ টাকা শতকরা ৷ সঞ্চয়ী হিসাব : সুদ শতকরা ৫.৫০ টাকা ৷ ন্যাশনাল ব্যাংক লিমিটেড ডিপিএস- মাসিক জমা : ৫শ\' টাকা থেকে ১০ হাজার টাকা পর্যল্পস্ন ৷ মেয়াদকাল : ৩, ৫ এবং ৮ বছর ৷ সুদের হার : ৮.৭ এবং ৯.১০ টাকা ৷ এফডিআর- মেয়াদকাল : ৩, ৬ মাস এবং ১ বছর ৷ সুদের হার : যথাকদ্ধমে ৮.৭৫ টাকা শতকরা ৷ সঞ্চয়ী হিসাব : সুদ শতকরা ৫.৫০ টাকা ৷ সিটি ব্যাংক লিমিটেড ডিপিএস- মাসিক জমা : সর্বনিল্ফম্ন ৫শ\' থেকে ঊধের্ব ৷ মেয়াদকাল : ৩, ৫, ৭ এবং ১০ বছর ৷ সুদের হার : শতকরা ৮.৫০ টাকা থেকে ৯.৫০ টাকা পর্যল্পস্ন ৷ এফডিআর- মেয়াদকাল : ১, ৩, ৬ মাস এবং ১ বছর ৷ সুদের হার : ৬.৫০, ৮.৫০ এবং ৯.০ এবং ৯.৫০ টাকা ৷ সঞ্চয়ী হিসাব : সুদ শতকরা ৬ টাকা ৷ এখানে কয়েকটি ব্যাংকের ডিপিএস, এফডিআর ও সঞ্চয়ী হিসাবের সার্বিক চিত্র তুলে ধরা হলেও বর্তমানে বাংলাদেশে প্রায় ৫০টির মতো তালিকাভুক্ত ব্যাংক চালু আছে ৷ তাই হিসাব খোলার আগে জেনে নিন বিভিল্পম্ন ব্যাংকের প্রদত্ত সুদের হার ৷ তবে দেখা যায়, গ্রাহক সেবাসহ গ্রাহককে বেশি লাভ/মুনাফা দিচ্ছে বেসরকারি আধুনিক ব্যাংকগুলো ৷

All Tips: Computer Tips, Internet Tips, Printing Tips, Health Tips, Life Tips, Household Tips, Career Tips, Earn By Internet, Phone Tips, Photography Tips, Fashion Tips, Hair Tips, Summer Tips, Travel Tips, Winter Tips etc.

All Blog: All Travel Way, Recipe BD, All Health BD, Dhaka All, Bangla Poetry, Bird sanctuary bd, Wallpaper All Free, Free Treatment Bd etc.

Monday, January 3, 2011

নতুন পিসি কেনার আগে...নতুন পিসি কেনার আগে...

নতুন পিসি কেনার আগে...

আহসান হাবিব
হুট করে পিসি কেনা ঠিক নয়। পিসি কেনার আগে যাচাই-বাছাইয়ের প্রয়োজন। কারণ, পিসিটি আপনার জন্য উপযুক্ত না হলে তা পরে সমস্যার সৃষ্টি করতে পারে। পিসি কেনার আগে যা যা দেখা উচিত তা হচ্ছে— ১. বাজেট, ২. কি কাজে কম্পিউটার ব্যবহার হবে। কম্পিউটার কেনার সময় বিক্রেতার কাছে আপনার বাজেট বললেই সে আপনাকে সেই বাজেটের মধ্যে একটি যন্ত্রাংশের তালিকা বা পিসি কনফিগার করে দেবে। কিন্তু তার বানানো তালিকা আপনার পছন্দ নাও হতে পারে। তাতে কিছু পরিবর্তন করতে পারলে ভালো হতো, এমনটি যদি চিন্তা করেন তবে আপনি কি কাজে পিসিটি ব্যবহার করবেন সে অনুযায়ী কিছু যন্ত্রাংশ বদলে নিতে পারেন। অফিসের সাধারণ কাজ বা গান শোনা, মুভি দেখার কাজে ব্যবহার করা হবে এমন কম্পিউটার খুব কম মূল্যেই পাবেন। গ্রাফিক্স ডিজাইন বা গেমিংয়ের জন্য পিসি কেনার বাজেট একটু বেশি হতে হবে।

যন্ত্রাংশের তালিকা

প্রাথমিকভাবে যেসব যন্ত্রাংশের প্রয়োজন হবে সেগুলো হচ্ছে—ভালোমানের পাওয়ার সাপ্লাইসহ একটি ক্যাসিং, কাজের ধরন অনুযায়ী প্রসেসর, প্রসেসর সমর্থিত মাদারবোর্ড, হার্ডডিস্ক র্যাম। মাধ্যমিকভাবে যেসব যন্ত্রাংশ রয়েছে সেগুলো হলো—মনিটর, কীবোর্ড, মাউস, গ্রাফিক্স কার্ড, সাউন্ড কার্ড, স্পিকার, ল্যান কার্ড বা মডেম, সিডি/ডিভিডি রম বা রাইটার, ফ্লপি ড্রাইভ (যদিও এখন তেমন একটা ব্যবহার করা হয় না) ইত্যাদি। এরপরে আরও কিছু আনুষঙ্গিক জিনিসের মধ্যে রয়েছে কম্পিউটার টেবিল, ইউপিএস, কুলিং ফ্যান বা হিট সিঙ্ক, প্রিন্টার, স্ক্যানার, পেনড্রাইভ, হেডফোন, মাইক্রোফোন, ওয়েবক্যাম, জয়স্টিক বা গেমপ্যাড ইত্যাদি।
এবার আসুন একটি তালিকা তৈরি করা যাক নতুন পিসির জন্য আমাদের কী কী যন্ত্রাংশের প্রয়োজন হবে।
১. প্রসেসর, ২. মাদারবোর্ড, ৩. চেসিস বা ক্যাসিং, ৪. মনিটর, ৫. র্যাম, ৬. হার্ডডিস্ক, ৭. সিডি/ডিভিডি রম বা রাইটার, ৮. কীবোর্ড, ৯. মাউস ।
এটি হচ্ছে নতুন পিসি কেনার ন্যূনতম কনফিগারেশন। এখানে গ্রাফিক্স কার্ড, সাউন্ড কার্ড, ল্যান কার্ডের নাম উল্লেখ করা হয়নি, কারণ এখন এই তিনটি যন্ত্রাংশ মাদারবোর্ডেই বিল্ট-ইনভাবে দেয়া থাকে। তবে সেগুলোর ক্ষমতা কিছুটা কম মানের, তাই আপনি পিসির পারফরমেন্স আরও বাড়াতে চাইলে আলাদাভাবে এই যন্ত্রাংশগুলো আপনার তালিকায় যোগ করে নিতে পারেন। আমাদের দেশের প্রেক্ষাপটে যেভাবে লোডশেডিং হয় তাতে করে পিসি নিয়ে অনেক ঝামেলা পোহাতে হয়, যদি না পিসির জন্য ইউপিএস ব্যবহার করা হয়। তাই সম্ভব হলে অবশ্যই আপনার তালিকায় ইউপিএস যুক্ত করে নেবেন।

All Tips: Computer Tips, Internet Tips, Printing Tips, Health Tips, Life Tips, Household Tips, Career Tips, Earn By Internet, Phone Tips, Photography Tips, Fashion Tips, Hair Tips, Summer Tips, Travel Tips, Winter Tips etc.

All Blog: All Travel Way, Recipe BD, All Health BD, Dhaka All, Bangla Poetry, Bird sanctuary bd, Wallpaper All Free, Free Treatment Bd etc.

সহজেই জিমেইলে ব্যাকআপ রাখা

সহজেই জিমেইলে ব্যাকআপ রাখা

মনিরুল হক ফিরোজ
ই-মেইলের অনলাইন ভাণ্ডারে বিভিন্ন তথ্য রাখা বেশ নিরাপদ। কিন্তু লগইন করে ফাইলগুলো সংযুক্ত (অ্যাটাচ) করা বেশ ঝামেলার। কিন্তু জিমেইল লগইন না করেই কোনো ফাইল বা ফোল্ডারে এক ক্লিকেই যদি জিমেইলে পছন্দের ফাইল/ফোল্ডার যুক্ত করে রাখা যেত তাহলে কেমন হতো! জিমেইলের জিড্রাইভ ভালোভাবে কাজ না করাতে সাধারণত অনেকই জিমেইলে দরকারি ফাইলগুলো সংযুক্ত করে রাখেন। তবে এজন্য জিমেইলে লগইন করতে হয় এবং ফাইলগুলোকে সংযুক্ত করে নিজের অন্য মেইলে বা উক্ত মেইলেই মেইল করতে হয়। এসবের সমাধান দেবে ব্যাকআপ টু ই-মেইল সফটওয়্যার। সফটওয়্যারটি ইনস্টল করে জিমেইলের ইউজার, পাসওয়ার্ড দিয়ে রাখলে যেকোন ফাইল বা ফোল্ডারের উপরে মাইসের ডান বাটনে ক্লিক করে ইধপশঁঢ় ঃড় বসধরষ-এ ক্লিক করলেই আপলোড হতে শুরু করবে। ফোল্ডারের ক্ষেত্রে ফোল্ডারটি জিপ (ুরঢ়) হিসেবে সংযুক্ত হবে। আপলোড হওয়ার পরে তা প্রদেয় মেইলের ইনবক্সে চলে আসবে। ইচ্ছে করলে ইধপশঁঢ় ঃড় বসধরষ মেইলগুলোকে ফিল্টার করে ইনবক্স এড়িয়ে নির্দিষ্ট লেবেলে নিয়ে আসা যাবে। আর পরবর্তীতে অন্য কাউকে তো ফরওয়ার্ড করা যাবেই। মাত্র ১.৭৬ মেগাবাইটের ফ্রি সংস্করণটি www.backup2e.com থেকে ডাউনলোড করা যাবে। তবে সফটওয়্যারটি চালাতে জাভা ইনস্টল থাকতে হবে।
ইন্টারনেট ছাড়াই জিমেইল ব্যবহার
ই-মেইল ক্লাইন্টের নাম আমরা সবাই শুনেছি, অনেকেই আউটলুক, ইউডোরা, থান্ডারবাডের মতো ইমেইল ক্লাইন্ট ব্যবহার করে থাকেন। মেইল ক্লাইন্টের মাধ্যমে পপ সুবিধা থাকা মেইলগুলো ওয়েব মেইল থেকে ডাউনলোড হয়ে মেইল ক্লাইন্টে চলে আসে, ফলে ইন্টারনেট ছাড়াই ই-মেইল পড়া এবং লিখে সেভ করে রাখা যায়। কিন্তু সমস্যা হচ্ছে মেইল ক্লাইন্টে ওয়েবমেইলগুলো ডাউনলোড হয়, ফলে ওয়েবমেইলে তা আর থাকে না, অন্য কোথাও থেকে আর পড়াও যায় না। যদিও জিমেইল পপ সুবিধা সঙ্গে অনলাইনে মেইলের কপি রাখার ব্যবস্থা আছে। ফলে জিমেইল ব্যবহারকারীরা পপ সক্রিয় করে অন্য মেইল ক্লাইন্ট ব্যবহার করলে যে সুবিধা পেয়ে থাকে তাই পাওয়া যাবে জিমেইল অনলাইন দ্বারা। মূলত এটা জিমেইলকে অনলাইনের সঙ্গে অফলাইনের যোগসূত্র তৈরি করে দিয়েছে। অফলাইনে জিমেইল ব্যবহার করতে হলে গুগল গিয়ার ইনস্টল করতে হবে। এজন্য http://gears.google.com থেকে গুগল গিয়ার ডাউনলোড করে ইনস্টল করে নিন। এবার জিমেইল খুলে সেটিংস থেকে খধনং ট্যাবে যান এবং Offline-এর Enable অপশন বাটন নির্বাচন করে Save Changes বাটনে ক্লিক করে সেভ করুন। সেভ হওয়ার পরে জিমেইল পুনরায় সক্রিয়ভাবে লোড হওয়ার পরে উপরের ডানে Offline0.2 এ ক্লিক করুন, তাহলে Install offline access for Gmail ডায়ালগ বক্স আসবে। এখানে Next করুন (যদি Gears Security Warning ডায়ালগ বক্স আসে তাহলে I trust this site চেক করে Allow বাটনে ক্লিক করুন।) এবং কোথায় কোথায় শর্টকাট নেবেন তা নির্বাচন করে Ok করুন, তাহলে ডাউনলোড (Finishing offline installation এবং পরে Synchronizing…) শুরু হবে। এটি মূলত ইউজারের Local Settings\Application Data-এর মধ্যে সেভ হয়। সবশেষে Go into Flaky Connection Mode-এ ক্লিক করুন। এরপরে ইন্টারনেট সংযোগ না থাকলেও তৈরি হওয়া শর্টকাটে ক্লিক করে অথবা https://mail.google.com/mail সাইটে গিয়ে মেইল পড়তে, লিখে সেভ করতে পারবেন। একই কম্পিউটারে, একই ব্রাউজারে, এভাবে একাধিক ইউজারের তথ্যও অফলাইন করে রাখা যাবে। এমনকি একই অ্যাকাউন্ট একাধিক কম্পিউটারে অফলাইন করে রাখা যাবে। আর পোর্টেবল ফায়ারফক্সে ব্যবহার করলে তো কথাই নেই, ইচ্ছেমত বহন করা যাবে (সিডিতে রাইট করেও রাখা যাবে) আর অপারেটিং সিস্টেম পরিবর্তন বা নতুন করে ইনস্টল করলেও সমস্যা নেই। জিমেইল অফলাইন আপাতত উইন্ডোজ (এক্সপি+), ম্যাক এবং লিনাক্সে ইন্টারনেট এক্সপ্লোরার ৬+, ফায়ারফক্স ১.৫+, সাফারিতে সর্মথন করবে। এছাড়াও সব ধরনের তথ্যই জিমেইলের অফিসিয়াল ব্লগ http://gmailblog.blogspot.com থেকে পাওয়া যাবে।

All Tips: Computer Tips, Internet Tips, Printing Tips, Health Tips, Life Tips, Household Tips, Career Tips, Earn By Internet, Phone Tips, Photography Tips, Fashion Tips, Hair Tips, Summer Tips, Travel Tips, Winter Tips etc.

All Blog: All Travel Way, Recipe BD, All Health BD, Dhaka All, Bangla Poetry, Bird sanctuary bd, Wallpaper All Free, Free Treatment Bd etc.

The only 5 diet rules you need

The only 5 diet rules you need

by The Editors of Prevention, on Mon Dec 20, 2010

Lots of diets work for lots of people—the key is to find what works best for you. But if you’re not sure where to begin, these 5 science-proven tips (that are easy to fit into any lifestyle) will get you started:

1. Snack on almonds
When salty cravings strike, bypass the pretzels or popcorn. In a study of 65 men and women who were following a low-calorie diet, California researchers found that those who noshed on the nuts shrank their waistlines nearly 50% more than dieters who didn't eat them, despite consuming the same number of calories. Likewise, Spanish researchers found that even without increasing exercise, a diet enriched with monounsaturated fatty acids (aka MUFAs, found in foods such as almonds and avocados) decreased the accumulation of abdominal fat, compared with a carbohydrate-heavy diet, which increased it.

2. Fill up on fiber
"When you slow digestion, you slow the delivery of glucose [blood sugar] to the bloodstream," says Marie Savard, MD, author of The Body Shape Solution to Weight Loss and Wellness. "That means less insulin is released, and with lower insulin release comes lower visceral [belly] fat storage." In a study of more than 2,900 adults, those who ate the most fiber weighed less and had lower insulin levels and slimmer waistlines than those who ate the least. Aim for at least 25 g a day from such foods as vegetables, fruits, beans, lentils, brown rice, and whole grain bread, cereal, and pasta.

3. Stay satisfied with protein
Gram for gram, protein has the same number of calories as carbs (and half that of fat), but takes longer to digest, so you feel full longer. It also seems to help lower levels of the hormone ghrelin, which is known to stimulate appetite. In a Danish study of 60 men and women, those following a diet that included 25% of calories from protein lost nearly twice as much fat after 6 months than those eating a diet with 12% protein. Include a serving of lean protein with each meal and snack—eggs for breakfast, a turkey sandwich for lunch, low-fat or fat-free yogurt or milk for a snack, and grilled fish and vegetables for dinner.

4. Skip the sweetener
In a 5-week study by Purdue University researchers, rats given unlimited access to artificially sweetened yogurt consumed more calories, gained more weight, and packed on more fat than those that ate sugar-sweetened yogurt. Researchers believe artificial sweeteners may hinder your body's ability to regulate calories based on taste, so you end up overeating. Go with a little bit of natural sweetener, such as raw sugar or honey, instead.

5. Dump one high-cal item from your diet
Exercise works best when you don't offset your hard work with empty calories. By eliminating just one high-calorie item from your daily diet, such as a large latte, or substituting cereal and low-fat milk for a bagel and cream cheese, you can easily reduce your intake by 250 calories.

Source: Yahoo Health

Sunday, January 2, 2011

ঘর দুয়ার : ঘরের সৌন্দর্যে পর্দা

ঘর দুয়ার : ঘরের সৌন্দর্যে পর্দা

আমিনা আক্তার অহনা
ঘর সাজাতে আদিকাল থেকেই মানুষ কত কিছু করে আসছে। কীভাবে অতিথির সামনে নিজের ঘরের ও নিজের উন্নত রুচির পরিচয় তুলে ধরবেন তা নিয়ে সবারই কম-বেশি মাথাব্যথা রয়েছে। দেয়ালের রং থেকে শুরু করে মেঝের টাইলস পর্যন্ত সবকিছুই হওয়া চাই পারফেক্ট ও রুচিশীল। ঘর সাজাতে এটা-সেটা কতকিছুই না করি আমরা। যারা এর সাজগোছ করতে চান তাদের মাথায় এসব কিছুর পাশাপাশি রয়েছে ঘরের পর্দার ভাবনা। ঘরের দরজা-জানালার পর্দা কেমন হবে তা নির্ভর করে সবার কেনার সামর্থ্য ও পছন্দের ওপর।
বাজারে বিভিন্ন সাইজের ও রংয়ের কাপড়ের পর্দা পাওয়া যায়। সুতি, চায়নিজ, সেরেয়ারস, বার্শ বা বেত, নেট, পার্টি চিক, মাদুর বা ভার্টিক্যাল ব্লাইন্ড ইত্যাদি। পর্দার কাপড় কেনার সময় অবশ্যই দরজা-জানালার আকার-আকৃতি মেপে নেবেন। তা না হলে ছোট-বড় হলে ব্যাপারটা ভালো দেখায় না।
কেমন হবে পর্দার রং—গুলশান, নিউমার্কেট, বসুন্ধরা সিটি, মৌচাক, এলিফ্যান্ট রোড সব জায়গায়ই পর্দা পাওয়া যায়। ভালো হয় যদি ঘরের দেয়ালের রংয়ের সঙ্গে মিল রেখে পর্দা কেনা যায়। ঘরকে উজ্জ্বল করতে চাইলে সাদা, নীল, আকাশি রংয়ের বিকল্প নেই। আর যদি চান ঘরের ভেতরটা থাকবে একটু আবছা তাহলে লাল, বেগুনি, খয়রি যেকোন গাঢ় রং ব্যবহার করতে পারেন। তবে ঘরের পর্দায় অতিরিক্ত হিজিবিজি ডিজাইন না থাকাই ভালো। হালকা কাজের মধ্যেই পর্দাগুলো হয়ে ওঠে অসাধারণ।
পর্দা তো কিনলেন যত্ন নেবে কে শুনি? হস্ পর্দার যত্ন তো অনেক বড় একটি বিষয়। অনেক পর্দাই ধোয়ার পর মলিন দেখায়। যে পর্দা সব সময় ব্যবহার হচ্ছে হিসাব করলে প্রতি সপ্তাহেই ধোয়া লাগে। কিন্তু পর্দার ক্ষেত্রে কখনোই তা করা উচিত নয়। পর্দা পরিষ্কার করার জন্য একটি ব্রাশ নিন এবং তা দিয়ে পরিষ্কার করুন। আর আমাদের দরজা-জানালায় লেগে থাকা ময়লা সাধারণ পর্দায় বেশি লাগে। তাই দরজা-জানালা পরিষ্কার রাখুন, এতে আপনার সুন্দর পর্দাটি ময়লা হওয়া থেকে বেঁচে যাবে। আর ছোট সোনামণি থাকলে তাকে বুঝিয়ে বলুন সে যেন পর্দায় হাত মুছে এর সৌন্দর্য নষ্ট না করে।
ব্যস আর কী চাই। সৌন্দর্য, ফ্যাশন, প্রয়োজন সব কিছুতেই আপনার পছন্দের পর্দাটি তুলে ধরবে নিজে নিজেই।

All Tips: Computer Tips, Internet Tips, Printing Tips, Health Tips, Life Tips, Household Tips, Career Tips, Earn By Internet, Phone Tips, Photography Tips, Fashion Tips, Hair Tips, Summer Tips, Travel Tips, Winter Tips etc.

All Blog: All Travel Way, Recipe BD, All Health BD, Dhaka All, Bangla Poetry, Bird sanctuary bd, Wallpaper All Free, Free Treatment Bd etc.

পেনড্রাইভের নানা ব্যবহার

পেনড্রাইভের নানা ব্যবহার

এম হারুন অর রশিদ
পেনড্রাইভ একটি পোর্টেবল ইউএসবি মেমোরি ডিভাইস। এটি দিয়ে খুব দ্রুত ফাইল, অডিও, ভিডিও, সফটওয়্যার এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ট্রান্সফার করা যায়। এই ডিভাইসটি এতই ছোট যে, যেকেউ পকেটে বা ব্যাগে করে সহজে বহন করতে পারেন এবং মূল্যবান তথ্য সবসময় পেনড্রাইভে রেখে ব্যবহার করেন।
পেনড্রাইভ বর্তমানে অনেকেই ব্যবহার করে থাকেন। আর এই পেনড্রাইভ দৈনন্দিন জীবনে একটি বড় অংশ হিসেবে কাজ করছে, যা আমাদের ছোট পোর্টেবল হার্ডডিস্কের সুবিধা দিয়ে থাকে। যারা নিয়মিত কম্পিউটার ব্যবহার করে থাকেন বা যাদের দরকারি ফাইল সবসময় প্রয়োজন হয় তাদের অনেকেই পেনড্রাইভ ব্যবহার করে থাকেন। পেনড্রাইভ দিয়ে শুধু তথ্য আদান-প্রদানই নয়, এর বাইরের অনেক কাজেও ব্যবহার করা যায়। তাই এবারের লেখায় পেনড্রাইভের নানাবিধ সুবিধা ও ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

পোর্টেবল অ্যাপ্লিকেশন

অনেককেই বিভিন্ন কাজে বাইরে ভিন্ন পরিবেশের কম্পি উটারে কাজ করতে হয়। সেক্ষেত্রে ভিন্ন পরিবেশের কম্পিউটারের অ্যাপ্লিকেশন বা টুলগুলো অনেক অচেনা মনে হতে পারে। সেক্ষেত্রে আপনি পোর্টেবল অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন। বেশ কয়েক সংখ্যা আগে পোর্টেবল অ্যাপ্লিকেশনের ওপর বিস্তারিত আলোচনা করা হয়েছিল। এই পোর্টেবল অ্যাপ্লিকেশনের কাজ হচ্ছে এটি এমন একটি অ্যাপ্লিকেশন, যার ভেতর অনেক ধরনের টুল বিল্টইন অবস্থায় থাকে। যেমন : এন্টিভাইরাস, ওপেন অফিস, ইনস্ট্যান্ট মেসেঞ্জার, ফায়ারফক্স, গেমস, ভিডিও-অডিও প্লেয়ারসহ বেশ কয়েক ধরনের টুল। এই টুলগুলো আপনার পেনড্রাইভে নিয়ে যেকোনো কম্পি উটারে বসে পেনড্রাইভ থেকে ব্যবহার করতে পারেন। এতে আপনাকে পরিবেশ ভিন্ন হওয়ার পরও অ্যাপ্লিকেশনগুলোকে অচেনা মনে হবে না।

পেনড্রাইভ দিয়ে লগইন-লগআউট

ইউজার সিকিউরিটি বর্তমানে একটি প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে অনেকেই কম্পিউটারের লগইন পাসওয়ার্ডকে সিকিউর ভাবেন না, কারণ হ্যাকারদের কাছে কম্পিউটারের পাসওয়ার্ড বের করা তেমন কষ্টকর নয়। সেক্ষেত্রে পেনড্রাইভ দিয়ে এর সিকিউরিটি দেয়া সম্ভব। বর্তমানে অনেক ফ্ল্যাশড্রাইভ বা পেনড্রাইভের সঙ্গে সফটওয়্যার আসছে, যা দিয়ে লগইন-লগআউট অপশন সেট করা যায়। Blue Micro USB Flash Drive Logon এমন একটি থার্ড পার্টি সফটওয়্যার, যা আপনাকে ওপরের সুবিধাটি দিতে পারে। এই সফটওয়্যারের ব্যবহার দিয়ে আপনার পেনড্রাইভকে কম্পিউটারের জন্য একটি চাবি হিসেবে ব্যবহার করতে পারবেন। যেমন ধরুন আপনি কম্পিউটারে লগইন করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার নির্দিষ্ট পেনড্রাইভ ইউএসবি পোর্টে সংযোগ এবং কম্পিউটারে পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। পেনড্রাইভ ছাড়া কম্পিউটারে লগইন করতে পারবেন না। এই পদ্ধতি যেমনি সিকিউরিটি বাড়িয়েছে, তেমনি একটি সমস্যাও রয়েছে। কোনো কারণে পেনড্রাইভটি হারিয়ে গেলে আপনি নিজেই কম্পিউটারে লগইন করতে পারবেন না।

ক্যাস বাড়াতে পেনড্রাইভ

কিছু প্লাগইন আপনার কম্পিউটারের স্পিড বাড়াতে সক্ষম হবে। Windows Ready Boost নামে একটি ফিচার রয়েছে, যা উইন্ডোজ ভিসতাতে কাজ করে এবং উইন্ডোজ এক্সপির জন্য রয়েছে eBoostrer। অনেক ব্যবহারকারীর কম্পিউটারের র্যমের সাইজ কম থাকে। যার ফলে কম্পিউটারের স্পিড কমে যায়। কম্পিউটারের স্পিড বাড়ানোর জন্য পেনড্রাইভ ব্যবহার করতে পারেন। আপনার পেনড্রাইভটি ইউএসবি পোর্টে যুক্ত করুন। নরমাল কম্পিউটারে উইন্ডোজের মেমরির পেজ ফাইল সি ড্রাইভে সেভ হয়ে থাকে। আপনি তা পরিবর্তন করে পেনড্রাইভের লোকেশন দেখিয়ে দিতে পারেন। এতে পেজ ফাইলের স্টোরের সাইজের পরিমাণ বাড়বে।

এনক্রিপটেড ডাটা

আপনার ব্যবহারের সব ফাইল, ফোল্ডারকে পেনড্রাইভে নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং ভিন্ন পরিবেশের কম্পিউটারে ব্যবহার করছেন। অনেক সময় আপনার খুব পার্সোনাল ফাইল বা পাসওয়ার্ডগুলোর তথ্য পেনড্রাইভে থাকতে পারে। কিন্তু যদি কোনো কারণে পেনড্রাইভটি হারিয়ে যায়, তাহলে আপনার পার্সোনাল তথ্যগুলো অন্যের কাছে চলে যেতে পারে। এক্ষেত্রে আপনি আপনার পার্সোনাল ডাটাগুলোকে এনক্রিপটেড করে রাখতে পারেন। এনক্রিপটেড করার জন্য True Crypt, Dekart Private Disk Light টুলগুলো ব্যবহার করতে পারেন। এনক্রিপ্ট করার আগে এর ব্যবহারবিধি পড়ে নেবেন।

সিস্টেম অ্যাডমিনের ড্রাইভার

অনেক সিস্টেম অ্যাডমিন রয়েছে, যাদের কম্পিউটারে নিয়মিত ড্রাইভার আপডেট বা ইনস্টল করতে হয়। সেক্ষেত্রে ড্রাইভারগুলোকে এক্সটারনাল হার্ডডিস্কে সেভ করে নিয়ে কাজ করে থাকেন অথবা সিডি বা ডিভিডিতে রাইট করে নিয়ে ব্যবহার করে থাকেন। কিন্তু ড্রাইভারগুলোকে পেনড্রাইভের একটি নির্দিষ্ট ফোল্ডারে রেখে ব্যবহার করা হয় তাহলে অনেক সুবিধা পাওয়া যাবে। যেমন : পেনড্রাইভ ওজনে হালকা হওয়াতে সব সময় এটি বহন করা যাবে এবং বিভিন্ন ড্রাইভের আপডেট বের হলে তা পেনড্রাইভে খুব সহজে আপডেট এবং ব্যবহার করা যাবে।

পোর্টেবল অপারেটিং সিস্টেম

বর্তমানে পোর্টেবল অ্যাপ্লিকেশনের পাশাপাশি পোর্টেবল অপারেটিং সিস্টেম বের হয়েছে। অনেকেই আছেন, যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের পাশাপাশি লিনআক্স ব্যবহার করতে চাচ্ছেন, কিন্তু পার্টিশনের ভয়ে লিনআক্স ব্যবহার করতে পারছেন না। সেক্ষেত্রে পেনড্রাইভে পোর্টেবল লিনআক্সকে নিয়ে খুব সহজে ব্যবহার করতে পারেন। আপনার কম্পিউটারের প্রয়োজনীয় ফাইলগুলোকে পোর্টেবল অপারেটিং সিস্টেম দিয়ে ব্যবহার করতে পারবেন।
অনেক ক্ষেত্রে দেখা যায়, ভিন্ন পরিবেশে কম্পিউটার ব্যবহার করতে গেলে কম্পিউটারের ব্যবহারবিধির ওপর অনেক রেস্ট্রিকশন থাকে। সেক্ষেত্রে পোর্টেবল অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারেন। এতে আপনাকে কোনো রেস্ট্রিকশনের ভেতর থাকতে হবে না।
কোনো বন্ধুর কম্পিউটার ব্যবহার করতে চাচ্ছেন, কিন্তু তার কম্পিউটারটি ভাইরাসে আক্রান্ত, সেক্ষেত্রে পোর্টেবল অপারেটিং সিস্টেম দিয়ে আপনি কম্পিউটারটি ব্যবহার করতে পারবেন এবং আপনার বন্ধুর কম্পিউটারের ভাইরাসগুলোকে রিমুভ করতে পারবেন। বেশ কিছু পোর্টেবল অপারেটিং সিস্টেম হচ্ছে Knoppix, DamnSmall Linux, Puppy Linux, Linux Mint ইত্যাদি।

রিকোভারি এনভায়রনমেন্ট

উইন্ডোজ এক্সপি অনেকেই ব্যবহার করেন কিন্তু ভাইরাসের কারণে অনেক সময় ফাইল মিসিং হয় এবং ফাইল বা ডিএলএল মিসিংয়ের কারণে অনেক সময় কম্পিউটার অন হয় না। সেক্ষেত্রে নতুন করে উইন্ডোজ সেটআপ দিয়ে থাকেন। কিন্তু পেনড্রাইভ দিয়ে আপনি এ সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। উইন্ডোজ এক্সপির রিকোভারি করার ফাইলগুলো পেনড্রাইভে নিয়ে খুব সহজে এক্সপি রিকোভারি অপশন থেকে রিকোভার করে নিতে পারেন। Bartpe এমন একটি গ্রাফিক্যাল রিকোভারি টুল।

All Tips: Computer Tips, Internet Tips, Printing Tips, Health Tips, Life Tips, Household Tips, Career Tips, Earn By Internet, Phone Tips, Photography Tips, Fashion Tips, Hair Tips, Summer Tips, Travel Tips, Winter Tips etc.

All Blog: All Travel Way, Recipe BD, All Health BD, Dhaka All, Bangla Poetry, Bird sanctuary bd, Wallpaper All Free, Free Treatment Bd etc.

Saturday, January 1, 2011

মোবাইল ফোন প্রজনন ক্ষমতা কমায়!

মোবাইল ফোন প্রজনন ক্ষমতা কমায়!

সম্প্রতি মার্কিন গবেষকরা জানিয়েছেন, মোবাইল ফোন ব্যবহারে পুরুষের প্রজনন ক্ষমতা কমে যায়। মোবাইল চালু করে প্যান্টের পকেটে রাখলে পুরুষের শুক্রাণুতে বড় ধরনের প্রভাব ফেলে এবং তা কমে প্রায় অর্ধেক হয়ে যায়। খবর টাইমস অব ইন্ডিয়ার।
সংবাদ মাধ্যমটির বরাতে জানা গেছে, মোবাইল ফোন ব্যবহারে প্রজনন ক্ষমতা হ্রাস পায় এ বিষয়টি নিয়ে সম্প্রতি সাতটি দেশে গবেষণা চালিয়েছেন গবেষকরা। আমেরিকা, চীন এবং অস্ট্রেলিয়ার গবেষকরা জানিয়েছেন, চালু থাকা মোবাইল ফোন প্যান্টের পকেটে হলে তা শুক্রাণু তৈরির পরিমাণ কমিয়ে দেয়।
নোবেল জয়ী মার্কিন গবেষক ডেভরা ডেভিস জানিয়েছেন, ‘বাবা হতে চাচ্ছেন এমন যুবকদের ক্ষেত্রে দেখা গেছে চার ঘণ্টা মোবাইল ফোন ব্যবহার করলে তার শুক্রাণু অর্ধেক হয়ে যায়।
তিনি আরও জানিয়েছেন, শুক্রাণুর ওপর মোবাইল ফোনের বিকিরণ প্রয়োগ করলে শুক্রাণু দুর্বল, চিকন এবং সাঁতারে অক্ষম হয়ে পড়ে। আর মোবাইল ফোন হলো এক ধরনের স্বল্প কম্পাঙ্কের তরঙ্গ প্রেরক যন্ত্র। এ তরঙ্গের অন্য নাম মাইক্রোওয়েভ।
জানা গেছে, ডেভিস তার ‘ডিসকানেক্ট : দ্য ট্রুথ অ্যাবাউট সেল ফোন রেডিয়েশন, হোয়াট দ্য ইন্ডাস্ট্রি হ্যাজ ডান টু হাইড ইট অ্যান্ড হাউ টু প্রটেক্ট ইওর ফ্যামিলি’ নামের বইটিতে এসব তথ্য জানিয়েছেন।
ডেভিস মোবাইল ফোন ব্যবহার বিষয়ে সতর্ক করে জানিয়েছেন, মোবাইল ফোনের এ বিকিরণ অনেক দীর্ঘমেয়াদি সমস্যার সৃষ্টি করবে। একটানা মোবাইল ফোন ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
অন্যদিকে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষক দল জানিয়েছে, মোবাইল ফোনের ব্যবহার মারাত্মক টিউমারের সৃষ্টি করে।

All Tips: Computer Tips, Internet Tips, Printing Tips, Health Tips, Life Tips, Household Tips, Career Tips, Earn By Internet, Phone Tips, Photography Tips, Fashion Tips, Hair Tips, Summer Tips, Travel Tips, Winter Tips etc.

All Blog: All Travel Way, Recipe BD, All Health BD, Dhaka All, Bangla Poetry, Bird sanctuary bd, Wallpaper All Free, Free Treatment Bd etc.

Tips Of All Sorts