নেটের ব্রাউজিং প্রায় ২৫ শতাংশ স্পিড বৃদ্ধি করুন
আমরা ইচ্ছে করলে উইন্ডোজ থেকে ইন্টারনেটের ব্রাউজিং স্পিড বাড়িয়ে নিতে পারি এবং এই বাড়ানোর পরিমাণ প্রায় ২৫ শতাংশ। এবার আসুন দেখি কীভাবে এই পদ্ধতি ব্যবহার করতে হয়:
— প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করে রান-এ যান এবং টাইপ করুন regedit. তারপর ড়শ ক্লিক করুন। রেজিস্ট্রি এডিটর চালু হবে।
— তারপর খুঁজুন HKEY_LOCAL_MACHINE
— এরপর যান software-এ। তারপর microsoft>windows এ যান। current version-এ যান। এরপর এখান থেকে explorer-এ যান। remote computer-এ যান। এরপর যান namespace শবু-তে।
— এবার দেখুন এই namespace শবু-এর মধ্যে দুটি ভ্যালু আছে
প্রথমটি “{2227A280-3AEA-1069-A2DE-08002B30309D}” যা remote computer-এর সঙ্গে প্রিন্টার শেয়ারিংয়ের জন্য ব্যবহৃত হয়।
দ্বিতীয়টি “{D6277990-4C6A-11cf-8D87-00AA0060F5BF}”. একে বলে শিডিউল রিমোট টাস্ক। আপনি এই দ্বিতীয় ভ্যালুটি ডিলেট করুন।
দেখবেন ইন্টারনেটের ব্রাউজিং স্পিড আগের চেয়ে বেড়েছে। আপনার যদি প্রিন্টার শেয়ারিং করার প্রয়োজন না হয়, তাহলে প্রথম ভ্যালুটি ডিলেট করে দিন তাহলে আরও স্পিড বাড়বে। আর ভ্যালু দুটি ডিলেট করার আগে export করে নিন। যখন প্রয়োজন পড়বে তখন আবার import করে নেবেন রেজিস্ট্রিতে। এভাবে ইচ্ছে করলে আপনি আপনার নেটের ব্রাউজিং স্পিড বাড়িয়ে নিতেন পারেন।
পুরো প্রসেস ছোট করলে দাঁড়ায় এরকম :
HKEY_LOCAL_MACHINE>Software>Microsoft>Windows>CurrentVersion>Explorer>remote computer>NameSpace>delete the seconed value.
All Tips: Computer Tips, Internet Tips, Printing Tips, Health Tips, Life Tips, Household Tips, Career Tips, Earn By Internet, Phone Tips, Photography Tips, Fashion Tips, Hair Tips, Summer Tips, Travel Tips, Winter Tips etc.
All Blog: All Travel Way, Recipe BD, All Health BD, Dhaka All, Bangla Poetry, Bird sanctuary bd, Wallpaper All Free, Free Treatment Bd etc.
আমরা ইচ্ছে করলে উইন্ডোজ থেকে ইন্টারনেটের ব্রাউজিং স্পিড বাড়িয়ে নিতে পারি এবং এই বাড়ানোর পরিমাণ প্রায় ২৫ শতাংশ। এবার আসুন দেখি কীভাবে এই পদ্ধতি ব্যবহার করতে হয়:
— প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করে রান-এ যান এবং টাইপ করুন regedit. তারপর ড়শ ক্লিক করুন। রেজিস্ট্রি এডিটর চালু হবে।
— তারপর খুঁজুন HKEY_LOCAL_MACHINE
— এরপর যান software-এ। তারপর microsoft>windows এ যান। current version-এ যান। এরপর এখান থেকে explorer-এ যান। remote computer-এ যান। এরপর যান namespace শবু-তে।
— এবার দেখুন এই namespace শবু-এর মধ্যে দুটি ভ্যালু আছে
প্রথমটি “{2227A280-3AEA-1069-A2DE-08002B30309D}” যা remote computer-এর সঙ্গে প্রিন্টার শেয়ারিংয়ের জন্য ব্যবহৃত হয়।
দ্বিতীয়টি “{D6277990-4C6A-11cf-8D87-00AA0060F5BF}”. একে বলে শিডিউল রিমোট টাস্ক। আপনি এই দ্বিতীয় ভ্যালুটি ডিলেট করুন।
দেখবেন ইন্টারনেটের ব্রাউজিং স্পিড আগের চেয়ে বেড়েছে। আপনার যদি প্রিন্টার শেয়ারিং করার প্রয়োজন না হয়, তাহলে প্রথম ভ্যালুটি ডিলেট করে দিন তাহলে আরও স্পিড বাড়বে। আর ভ্যালু দুটি ডিলেট করার আগে export করে নিন। যখন প্রয়োজন পড়বে তখন আবার import করে নেবেন রেজিস্ট্রিতে। এভাবে ইচ্ছে করলে আপনি আপনার নেটের ব্রাউজিং স্পিড বাড়িয়ে নিতেন পারেন।
পুরো প্রসেস ছোট করলে দাঁড়ায় এরকম :
HKEY_LOCAL_MACHINE>Software>Microsoft>Windows>CurrentVersion>Explorer>remote computer>NameSpace>delete the seconed value.
All Tips: Computer Tips, Internet Tips, Printing Tips, Health Tips, Life Tips, Household Tips, Career Tips, Earn By Internet, Phone Tips, Photography Tips, Fashion Tips, Hair Tips, Summer Tips, Travel Tips, Winter Tips etc.
All Blog: All Travel Way, Recipe BD, All Health BD, Dhaka All, Bangla Poetry, Bird sanctuary bd, Wallpaper All Free, Free Treatment Bd etc.
No comments:
Post a Comment