সোনামনির টুকিটাকি সেতু আহমেদ শিশুর সুস্থতা ও বেড়ে উঠার জন্য প্রয়োজন অনেক কিছুর। তার প্রয়োজনীয় সবকিছুই হাতের নাগালে রাখুন। এতে বাড়তি ঝামেলা পোহাতে হবে না।
বেবি ক্লথ : শিশুর ত্বক স্পর্শকাতর, তাই ক্লথ হতে হবে আরামদায়ক। উন্নতমানের কাপড় দিয়ে তৈরি বাহারি রং ও সাইজের ক্লথ পাওয়া যাচ্ছে। ব্র্যান্ডের দোকানগুলোতে প্রতিটি ভালো বেবি ক্লথের দাম ৩৫০ থেকে ৪০০ টাকার মধ্যে। আর একটু কমদামি ১৫০ থেকে ২০০ টাকা।
মশারি : মশা ও মাছি থেকে শিশুকে রক্ষা করতে মশারির জুড়ি নেই। এতে শিশুকে নিরাপদে ঘুমে রেখে ইচ্ছেমতো কাজ সারতে পারেন। দাম ২৫০ থেকে ৫০০ টাকা।
ফিডার : শিশুর দুধ খাওয়ার জন্য ফিডার খুব গুরুত্বপূর্ণ। তাই ভালো ব্র্যান্ডের ফিডার কিনবেন। ফিডারের দাম ২৫০ থেকে ৩০০ টাকা।
ডায়াপার : এখন খুব সহজেই ডায়াপার পরিয়ে শিশুকে নিয়ে বাইরে যেতে পারনে। কাপড় নষ্ট হওয়ার ভয় নেই। এক প্যাকেটে ১২ থেকে ৫০টা পর্যন্ত ডায়াপার থাকে। দাম ৪৫০ থেকে ১২০০ টাকা পর্যন্ত।
পিলো : শিশুরা যখন নড়াচড়া করতে শেখে তখন বিছানা থেকে গড়িয়ে যাতে নিচে না পড়ে, সে জন্য হেড পিলো ও সাইড পিলো ব্যবহার করতে পারেন। পিলোর দাম আকার ও তুলার ওপর নির্ভর করে। দাম ১০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত।
টাওয়াল : বেবি টাওয়ালগুলো খুব আরামদায়ক ও নরম হবে। দাম ৩৫০ থেকে ৫০০ টাকার মধ্যে। আর কমদামি ১৫০ থেকে ২০০ টাকা।
পটি : শিশুর বাথরুমের জন্য চাই পটি। বিভিন্ন রকমের পটি পাওয়া যায়। দাম ২৫০ থেকে ১০০০ টাকার মধ্যে।
বডি ক্যারিয়ার : শিশুর মায়ের জন্য প্রয়োজনীয়। বিশেষ করে কাজকর্মে সহজেই বডি ক্যারিয়ারে নিয়ে ছুটোছুটি করতে পারেন। দাম ৫০০ থেকে ১০০০ টাকা।
কার হিটার ওয়ারমার : ভ্রমণে শিশুকে গাড়িতে বসে হিটার ওয়ারমার দিয়ে শিশুকে দুধ গরম করে খাওয়াতে পারেন। দাম ৬০০ থেকে ১০০০ টাকা।
নোজ ক্লিনার : নাকের ময়লা পরিষ্কার করতে নোজ ক্লিনার ব্যবহার করুন। দাম ৩০ টাকা।
বেবি বিপ : দুধ খাওয়ার সময় যাতে গলার নিচে না লাগে সে জন্য বেবি বিপ প্রয়োজন। দাম ১৫০ থেকে ২০০ টাকা।
বেবি ইউরিন অ্যালার্ম : প্রস্রাব করেছে কি না বুঝতে বেবি ইউরিন অ্যালার্ম দরকারি। ইউরিন অ্যালার্ম দেওয়ার সঙ্গে সঙ্গে ডায়াপার পরিবর্তন করতে পারবেন। দাম ১০০০ থেকে ১৫০০ টাকার মধ্যে।
শিশুর প্রসাধনী অনেক গুরুত্বপূর্ণ বিষয়। শিশুর জন্য যা যা প্রয়োজন তা হলো-
শ্যাম্পু : চুলের জন্য মাইল্ড শ্যাম্পু ব্যবহার করতে পারেন। দাম ৩০০ থেকে ৬৫০ টাকা পর্যন্ত।
সাবান : সাবান হবে লিকুইড। দাম পড়বে ১৫০ থেকে ৩০০ টাকার মধ্যে।
নেপিরাস ক্রিম : ডায়াপারের কারণে র্যাশ অথবা অ্যালার্জি হলে নেপিরাস ক্রিম ব্যবহার করুন। দাম ১২০ থেকে ২৫০ টাকা পর্যন্ত।
বেবি ক্লোন : বেবি ক্লোন ব্যবহার করলে ঘামের দুর্গন্ধ দূর হবে।
দাম ১৫০ টাকা।
কোথায় পাবেন : গুলশানের মাদার কেয়ার, বসুন্ধরা সিটির প্রজাপতি, আলমাস সুপারশপ, ইনফিনিটি। এ ছাড়া নিউমার্কেটে বেশ কয়েকটি দোকোনে শিশুর প্রয়োজনীয় সব জিনিস পাবেন।
টিপস
* শিশুর চোখে যাতে শ্যাম্পু না ধরে সে জন্য নো মোর টিয়ারস শ্যাম্পু ব্যবহার করতে পারেন।
* ফিডার বিশুদ্ধকরণ মেশিন কিনতে পারেন।
* বেবি মেডিসিন ড্রপার কিনে ওষুধ খাওয়ান।
* নখ কাটার জন্য বিশেষ নেইল কাটার ব্যবহার করুন।
* বেবি রুমাল, কটন বাড রাখুন।
বাংলা কবিতা বিষয়ে আমার ওয়েবসাইট ও ব্লগ সমূহের এড্রেস এবং অন্যান্য
-
আমার তৈরী করা বাংলা কবিতা বিষয়ে ওয়েবসাইট ও ব্লগ সমূহের এড্রেস নীচে দেয়া হল:
১) www.banglapoetry.xyz ২) http://mypoembd.blogspot.com ৩)
http://haikuall.b...
No comments:
Post a Comment