Search This Blog

TIP'S CETAGORY WITH LANGUAGE

Tips 4 pc

Update Software

Sunday, September 19, 2010

এডোবি দিচ্ছে অনলাইনে ৫ গিগাবাইট ফ্রি স্পেস

এডোবি দিচ্ছে অনলাইনে ৫ গিগাবাইট ফ্রি স্পেস

অনলাইনে বিনামূল্যে দরকারি ফাইল ব্যাকআপ রাখার অনেক সাইট আছে। এবার এডোবি এক্রোবেট ডটকম দিচ্ছে তেমনই ৫ গিগাবাইট জায়গা। আর সঙ্গে দিচ্ছে ডেস্কটপ অ্যাপলিকেশন দ্বারা সহজেই ফাইল আপলোড এবং ডাউনলোড করার সুবিধা।
এর জন্য প্রথমে https://acrobat.com সাইটে গিয়ে রেজিস্ট্র্রেশন করতে হবে। এক্রোবেট ডটকমে লগইন করেও ফাইল আপলোড এবং ডাউনলোড করা যাবে। আর অনলাইনেই এসব ফাইল সম্পাদনা করা যাবে।
তবে ওয়েবসাইটে না গিয়ে ডেস্কটপ অ্যাপলিকেশন দ্বারা ফাইল আপলোড বা ডাউনলোড করতে হলে ক্লাউড ড্রাইভ নামের ১.৯ মেগাবাইটের এই অ্যাপলিকেশনটি http://www.driveoncloud.com থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। সফটওয়্যারটি উইন্ডোজ এক্সপি, ভিসতা এবং উইন্ডোজ ৭-এ চলবে। এবার ক্লাউড ড্রাইভ চালু করে লগইন করুন এবং ড্রাগ-ড্রপের মাধ্যমে বা আপলোড ডাউনলোড বাটনের মাধ্যমে সহজেই ফাইল ফোল্ডার আপলোড বা ডাউনলোড করতে পারেন।
গ্রন্থনা : এম হারুন অর রশিদ
Related Links:

Save your file in Internet


No comments:

Post a Comment

Tips Of All Sorts