ডাক্তার আসিবার পূর্বেদাঁতে ব্যথা হলে ঠাণ্ডা ও গরম খাবার এবং পানীয়তে দাঁতে শিরশির ভাব শুরু হলে বা ব্যথার অনুভূতি তৈরি হলে ধরে নিতে পারেন মাঢ়িতে প্রদাহ বা দাঁতে ক্ষয়রোগ (ক্যারিজ) শুরু হয়েছে। শুধু শিরশির ভাব থাকলে তা বাড়িতে বসে নিজে কিছু চিকিৎসা নিতে পারেন, কিন্তু দাঁতে ব্যথা হলে ডেন্টিস্টের কাছে যেতে হবে।
তবে তাঁর কাছে যাওয়ার আগে নিচের কয়েকটি পদ্ধতি অবলম্বন করে ব্যথা নিয়ন্ত্রণে রাখতে পারেন_
* দাঁত ব্যথার প্রাথমিক পর্যায়ে অ্যাসট্রিনজেন্ট-সমৃদ্ধ মাউথ ওয়াশ ব্যবহার করলে মাঢ়ির ফোলাভাব কমে যায়।
* কোনো কোনো ব্যথা ঠাণ্ডায় কমে যায়, সে ক্ষেত্রে বরফের সেক নিতে পারেন বা ফ্রিজের ঠাণ্ডা পানি কিছুক্ষণ মুখে ধরে রাখতে পারেন।
* ব্যথা কম রাখার জন্য প্যারাসিটামল, আইবুপ্রোফেন বা অ্যাসপিরিন-জাতীয় ওষুধ খেতে পারেন। তবে বয়স ষোলোর নিচে হলে অ্যাসপিরিন খাওয়া যাবে না। এ বয়সের নিচে অ্যাসপিরিন খেলে মারাত্দক ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া রেস সিনড্রোম হতে পারে।
* হাতের তালুতে একটু বরফ নিয়ে ঘষতে পারেন। সম্প্রতি কানাডিয়ান এক পরীক্ষায় দেখা গেছে, হাতের তালুতে বরফের টুকরো ঘষলে তা নার্ভ বা স্নায়ুতে যে পথে অনুভূতি তৈরি করে, দাঁতের ব্যথায়ও একই পথে অনুভূতি তৈরি হয়। তাই এ পদ্ধতিতে দাঁতের ব্যথা কম অনুভূত হয়।
* দাঁতের মাঢ়ি বা গোড়া ফুলে গেলে দেরি করবেন না। কারণ এই ফোলার ভেতরে থাকে পুঁজ। মুখমণ্ডলের অন্যত্র এ পুঁজ ছড়িয়ে গিয়ে মৃত্যুর কারণ হতে পারে।
ডা. মুজাহিদুল ইসলাম
ডেন্টাল সার্জন
বিএসএমএমইউ, ঢাকা
বাংলা কবিতা বিষয়ে আমার ওয়েবসাইট ও ব্লগ সমূহের এড্রেস এবং অন্যান্য
-
আমার তৈরী করা বাংলা কবিতা বিষয়ে ওয়েবসাইট ও ব্লগ সমূহের এড্রেস নীচে দেয়া হল:
১) www.banglapoetry.xyz ২) http://mypoembd.blogspot.com ৩)
http://haikuall.b...
No comments:
Post a Comment