Search This Blog

TIP'S CETAGORY WITH LANGUAGE

Tips 4 pc

Update Software

Friday, June 18, 2010

শিশুদের ওষুধ খাওয়াতে সাবধান

শিশুদের ওষুধ খাওয়াতে সাবধান

ডেস্ক রিপোর্ট
শিশুদের ওষুধ খাওয়ানোর ব্যাপারে সাবধান। বিশেষ করে পাঁচ বছরের কম বয়সী শিশুদের তরল ওষুধ খাওয়ানোর সময় খেয়াল রাখতে হবে সঠিক পরিমাণে ওষুধ দেয়া হচ্ছে কিনা। বাবা-মা বেশিরভাগ সময় বাচ্চাদের ওষুধ খাওয়ানোর ক্ষেত্রে ভুল করেন। ফার্মেসি থেকে ওষুধ কিনে এনেই রান্নাঘরে ব্যবহৃত চামচ দিয়ে মেপে ওষুধ খাওয়াতে গিয়ে কম-বেশি করে ফেলেন; হয় বেশি হয়, নয়তো কম হয়। খুব কম মা-বাবাই সঠিক পরিমাণে ওষুধ খাওয়াতে পারেন। বাচ্চাদের ওষুধের মাত্রায় হেরফের হলে তা মারাত্মক পরিণতি ঘটাতে পারে বলে হুশিয়ার করে দিয়েছেন অস্ট্রেলিয়ার চিকিত্সকরা। অভিভাকদের এই আচরণ ধরা পড়েছে সম্প্রতি অস্ট্রেলিয়ায় এক গবেষণায়। গবেষকরা ৯৭ জন মা-বাবার ওপর জরিপ চালিয়ে দেখেছেন, ৬১ শতাংশই ভুল পরিমাণ খাইয়েছেন; ১৭ শতাংশ খাইয়েছেন অতিরিক্ত ওষুধ, ৪৪ শতাংশ
নির্ধারিত পরিমাণের চেয়ে কম খাইয়েছেন এবং মাত্র ১৪ শতাংশ সঠিক মাত্রায় ওষুধ দিয়েছেন তাদের বাচ্চাদের। জরিপে দেখা গেছে, মায়েরা বাচ্চার গা গরম হলেই ওষুধ খাওয়ানো শুরু করেন। কতখানি টেম্পারেচার হলে জ্বরের ওষুধ খাওয়াতে হবে সে ব্যাপারে অনেকেরই সঠিক ধারণা নেই। জ্বর হলেই ভালো চিকিত্সকের পরামর্শ না নিয়ে ওষুধের দোকানে গিয়ে প্রচলিত জ্বরের কোনো সিরাপ এনে খাওয়ানো শুরু করে দেন। অনেকে ওষুধের সঙ্গে দেয়া চামচ ব্যবহার না করে ঘরের চা চামচ ব্যবহার করতে গিয়ে মাত্রা সঠিক রাখতে পারেন না। এ ব্যাপারে সতর্ক করে দিয়েছেন চিকিত্সা বিজ্ঞানীরা। তাদের মতে বাচ্চাদের বেশিরভাগ অসুস্থতা সঠিক পরিমাণে ওষুধ না খাওয়ানোর কারণে হতে পারে। তাই তরল ওষুধের চেয়ে ছোট আকারের ট্যাবলেট খাওয়ানো নিরাপদ বলে অনেকে মনে করেন। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পয়জন ইনফরমেশন সেন্টারের চিকিত্সকরা জানান, তাদের সেন্টারে সারা অস্ট্রেলিয়া থেকে চিকিত্সা সংক্রান্ত ইমার্জেন্সি কল আসে। শিশুদের নিয়ে যত ইমার্জেন্সি কল আসে তার বেশিরভাগই সঠিক ডোজে ওষুধ না খাওয়ানোর কারণে। অতিরিক্তি ওষুধ খাওয়ানোর ফলে অসুস্থ শিশুদের প্রায় ১৫ শতাংশকেই হাসপাতালে ভর্তি করতে হয়। তাই বাচ্চাদের ওষুধ খাওয়ানোর ব্যাপারে সাবধান। চিকিত্সকের পরামর্শমত ওষুধের বোতলের সঙ্গে দেয়া চামচ ব্যবহার করে আপনার বাচ্চাকে সঠিক পরিমাণে ওষুধ খাওয়ান। কম-বেশি হলে আপনার বাচ্চার ক্ষতি হতে পারে।

No comments:

Post a Comment

Tips Of All Sorts