Search This Blog

TIP'S CETAGORY WITH LANGUAGE

Tips 4 pc

Update Software

Thursday, August 19, 2010

খুশকি থেকে মুক্তি

খুশকি থেকে মুক্তি দেলওয়ার হোসেন লিটন, রূপ বিশেষজ্ঞ ও প্রকল্প ব্যবস্থাপক পারসোনা অ্যাডামস

ছেলেদের চুলে খুশকি থাকলে অস্বস্তিতে দিন কাটাতে হয়। শ্যাম্পু করলেও চুলে সেই ঔজ্জ্বল্য ভাবটা ফিরে আসে না। বর্ষায় খুশকি সমস্যা প্রকট আকার ধারণ করে। মাথা থেকে খুশকি দূর করতে কিছু নিয়ম মেনে চলতে হবে।
খুশকি দূর করার ঘরোয়া উপায়
হশ্যাম্পু করার আগে চুল ভিজিয়ে নিন এবং চুলে অল্প করে লবণ ঘষুন।
হমেথি সারারাত পানিতে ভিজিয়ে বেটে চুলের গোড়ায় লাগিয়ে আধঘণ্টা শিককাই শ্যাম্পু বা রিঠা দিয়ে চুল ধুয়ে ফেলুন।
হগোটা বিট সিদ্ধ করে সেই পানি দিয়ে প্রতিদিন চুলের গোড়ায় ম্যাসাজ করুন।
হরাতে শোয়ার আগে লেবুর রস ও আমলকীর রস মিশিয়ে মাথায় লাগান, সকালে শ্যাম্পু করুন।
হরাতে গরম নারিকেল তেল বা অলিভ অয়েল চুলের গোড়ায় ঘষে লাগান। সকালে পাতিলেবুর রসের সঙ্গে লবণ মিশিয়ে মাথায় আরো খানিকটা ঘষুন। এক ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন।
হটক দইয়ের সঙ্গে পাতিলেবুর রস ও নিমপাতার রস মিশিয়ে মাথায় লাগান। আধঘণ্টা পর শ্যাম্পু করুন। সপ্তাহে দুইবার করতে পারেন।
হনারিকেল তেল ও কর্পূর গরম করে মাথায় লাগান, এক ঘণ্টা পর শ্যাম্পু করুন।
হখুশকি দূর করতে সালফার খুব ভালো। পেঁয়াজে সালফার আছে। পেঁয়াজের রস মাথায় লাগান। এক ঘণ্টা পর শ্যাম্পু করুন। সালফারসমৃদ্ধ শ্যাম্পু দিয়ে সপ্তাহে একবার মাথা পরিষ্কার করতে পারেন।
হডিমের সাদা অংশের সঙ্গে অর্ধেক পাতিলেবুর রস, নিমপাতার রস ও আদার রস মিশিয়ে চুলের গোড়ায় লাগান। আধঘণ্টা পর শ্যাম্পু করুন।

No comments:

Post a Comment

Tips Of All Sorts