Search This Blog

TIP'S CETAGORY WITH LANGUAGE

Tips 4 pc

Update Software

Wednesday, July 14, 2010

ঘর সাজান চিত্রকর্মে

ঘর সাজান চিত্রকর্মে তাবাচ্ছুমা ফারজানা বারী ঘরবাড়ি পরিপাটি থাকলে বাড়ি ফিরে শান্তি লাগে, সহজেই ক্লান্তি কেটে যায়। সবাই নিজের ঘরের অন্দরমহলকে নিজস্ব রুচি অনুযায়ী সাজায়। শুধু চিত্রকর্ম, ফটোগ্রাফ দিয়ে আপনিও বাড়িটা সাজাতে পারেন। চলুন, জেনে নেওয়া যাক কিভাবে সাজাবেন।
ঢোকার মুখে
* ঘরে ঢোকার মুখের দেয়ালে চিত্রকর্ম ঝোলাতে পারেন। দেয়ালের আয়তন যদি বড় হয়, তাহলে বড় বড় পোস্টার পুরো দেয়ালে লাগাতে পারেন। আবার এসব পোস্টারের মধ্যে কোনো সুন্দর জায়গার দৃশ্য, গ্রামের দৃশ্য, বাগানের দৃশ্য বা ল্যান্ডস্কেপ টাঙিয়ে দিতে পারেন।
* এনট্রান্সের দেয়ালের আয়তন যদি ছোট ও সরু হয়, তবে চিত্রকর্মের আয়তনও ছোট হয়ে যাবে। এ ক্ষেত্রে বড় পোস্টার দেয়ালে টাঙাবেন না। কাচ দিয়ে বাঁধাই করা ছোট চিত্রকর্ম ভালো মানাবে।
বসার ঘর
* আপনার পছন্দ ও রুচি অনুযায়ী বসার ঘরের চিত্রকর্ম বেছে নিন। যদি আপনার বিমূর্ত ধরনের চিত্রকর্ম ভালো লাগে তাও ঝোলাতে পারেন।
* বসার ঘরে চিত্রকর্ম টাঙানোর সময় আলোর বিপরীতে টাঙানোর চেষ্টা করুন।
* বসার ঘরের আসবাব ও দেয়ালে রঙের সঙ্গে মিলিয়ে চিত্রকমের্র রং বেছে নিন।
* বড় বড় শিল্পীর আঁকা চিত্রকর্ম এ ঘরে রাখতে পারেন। আবার প্রিয় ব্যক্তির ছবিও বাঁধিয়ে দেয়ালে ঝোলাতে পারেন।
* বিশেষভাবে কোনো ছবিকে ফোকাস করতে চাইলে এর ওপরে একটা স্পট লাইট রাখতে পারেন।
শোবার ঘর
* এ ঘরে আপনার বিয়ের ছবিটাই বড় করে বাঁধাই করে রাখুন।
* বাইরে কোথাও ঘুরতে গিয়েছিলেন বা পারিবারিক আড্ডার মজার কোনো ছবিও এ ঘরটায় ভালো মানাবে।
* শোবার ঘরের দেয়ালে যে চিত্রকর্ম বা ছবি টাঙাবেন তা যেন হালকা রঙের হয়।
খাবার ঘর
* খাবার ঘরে চিত্রকর্ম হতে পারে সে ঘরের পরিবেশ অনুযায়ী। এ ক্ষেত্রে খাবার টেবিল বরাবর ফল বা সবজি আঁকা এমন ধরনের চিত্রকর্ম রাখতে পারেন। রাখতে পারেন টাইলসে আঁকা চিত্রকর্ম।
* খাবার ঘরের দেয়ালে খুব বেশি চিত্রকর্ম বেমানান হবে।
* রেফ্রিজারেটর যদি খাবার ঘরে হয় তাহলে তার ওপর কৃত্রিম ফলের ঝুড়ি রাখুন।
বাচ্চার ঘর
* যদি এটি মেয়ে শিশুর ঘর হয় তাহলে বারবি ডল, মেয়েদের পছন্দের কার্টুনের চরিত্রের বড় বড় রঙিন পোস্টার দিয়ে ঘরটা সাজাতে পারেন।
* এ ছাড়া মেয়ে শিশুর ঘরে পরি, সিনড্রেলার মতো চরিত্রের সুন্দর পেইন্টিংস টানাতে পারেন।
* ছেলে শিশুদের ঘরটাও একইভাবে মিকি মাউস, টম অ্যান্ড জেরি, সুপারম্যানের ছবি বা পোস্টার দিয়ে সাজাতে পারেন।
বারান্দা
বারান্দার চিত্রকর্মগুলো যেন একটা বাড়তি আকর্ষণ হয়। বিভিন্ন ফুল, প্রাকৃতিক দৃশ্য হলেই এটি বেশি দৃষ্টিনন্দন হবে।

No comments:

Post a Comment

Tips Of All Sorts