Search This Blog

TIP'S CETAGORY WITH LANGUAGE

Tips 4 pc

Update Software

Saturday, July 31, 2010

আস্ক বাংলাদেশের ছয়টি পোর্টাল

আস্ক বাংলাদেশের ছয়টি পোর্টাল

অংশ Bangladesh.Com Limited ৬টি ওয়েব পোর্টাল পরীক্ষামূলকভাবে উন্মুক্ত করেছে। এর মধ্যে www.itreel.com হচ্ছে একটি সার্চ ইঞ্জিন। এই সাইটটিতে পাওয়া যাবে বিশ্বের যে কোন বিষয় সম্পর্কিত সচিত্র তথ্য ও প্রতিবেদন।
ওয়েব পোর্টাল www.loginbd.com দিচ্ছে বাংলাদেশভিত্তিক পূর্ণাঙ্গ ওয়েব ডিরেক্টরি, যাতে থাকছে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এমনকি ব্যক্তি কিংবা ব্যক্তি মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ছবি, ঠিকানা ও বিস্তারিত তথ্য।
www.sromobazar.com ওয়েবসাইটটিতে থাকছে স্থানীয় ও আর্ন্তজাতিক চাকরি সম্পর্কিত তথ্য, শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় ও দূতাবাস সম্পর্কিত তথ্য। এছাড়াও রিক্রুটিং এজেন্টরা এখানে বিডিং পদ্ধতিতে তাদের পছন্দসই জনশক্তি পেতে পারেন।
www.itbidding.com ঠিকানার ওয়েবসাইটটি হচ্ছে আইটি সম্পর্কিত কর্মদাতা ও কর্মপ্রার্থীদের মধ্যে একটি ডিজিটাল সেতুবন্ধন। এই সাইটটির মাধ্যমে আইটি কর্মদাতারা বিস্তারিত তথ্যসহ তাদের প্রয়োজন অনুযায়ী কাজের নিলাম আহ্বান করতে পারেন এবং কর্মপ্রার্থীরা নিলামে অংশগ্রহণ করে তাদের যোগ্যতা অনুযায়ী কাজ পেতে পারেন।
www.askbazar.com সাইটটিতে যে কোনো আইটি কোম্পানি ও আইটি বিশেষজ্ঞরা তাদের উদ্ভাবিত ও বিক্রয়যোগ্য আইটি পণ্যগুলো এই সাইটের মাধ্যমে ক্রেতাসাধারণের কাছে উপস্থাপন করতে পারেন এবং ক্রেতারাও প্রয়োজনীয় পণ্যগুলো ক্রয় করতে পারেন।
www.dressbazar.com সাইটটিতে বাংলাদেশসহ গোটা বিশ্বের তৈরি পোশাক শিল্প ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সমন্বয় ঘটনো হয়েছে। এর ফলে তৈরি পোশাক শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা সহজেই উপকৃত হবে। এছাড়াও প্রথম বিনামূল্যে বাংলাদেশী ওয়েব মেইল সেবার জন্য www.akashmail.com সাইটটি নির্মাণাধীন রয়েছে বলে জানা গেছে। আরও বিস্তারিত জানা যাবে : www.askbangladesh.com সাইটে।
গ্রন্থনা : আহসান হাবিব

No comments:

Post a Comment

Tips Of All Sorts