গ্রাফিক ডিজাইনার
হাল সময়ের অন্যতম চাহিদাসম্পন্ন পেশা গ্রাফিক ডিজাইনার। ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার কেজি মুস্তাফা জানালেন, এ পেশায় মাসে ৩০-৪০ হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব। নির্ভর করবে দক্ষতার ওপর। গ্রাফিক ডিজাইনের চার মাস, ছয় মাস বা এক বছরের কোর্স আছে। গ্রাফিক ডিজাইনার হতে চাইলে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, কোয়ার্ক এক্সপ্রেস প্রভৃতি প্রোগ্রাম শিখতে হবে। সৃজনশীলতা যাঁর মধ্যে যত বেশি, এ পেশায় তাঁর সফল হওয়ার সম্ভাবনা তত বেশি। মুক্তভাবে কাজ করার আগে কোনো প্রতিষ্ঠানে কিছুদিন কাজ করার অভিজ্ঞতা থাকলে ভালো। গ্রাফিক ডিজাইন বিষয়ে প্রশিক্ষণ দেয় এমন কিছু প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো :
গ্রাফিক আর্টস ইনস্টিটিউট, সাতমসজিদ রোড, মোহাম্মদপুর, ঢাকা। ফোন : ৯১১৩৮৯৬।
সিস্টেক কম্পিউটার এডুকেশন
বাড়ি নং-২৫/বি, রোড নং-৯/এ, ধানমণ্ডি, ঢাকা।
হাইটেক প্রফেশনাল
৬৯২/বি বড় মগবাজার,
ঢাকা-১২১৭। ফোন : ৯৩৪৪৪১২-৩, ০১৭১১৫৯০১৭৪।
ছবি তোলা
মুক্ত পেশা হিসেবে অনেকেই ছবি তোলার কাজ বেছে নেন। কোন ছবি কোন অ্যাঙ্গেলে, কতটুকু আলোয় তুলতে হবে_এ বিষয়গুলো সম্পর্কে ধারণা না থাকলে ভালো ছবি তোলা সম্ভব নয়। ভালো ছবি তোলা জানলে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ তো রয়েছেই, নিজেরও থাকতে পারে একটি ফটো স্টুডিও। বিভিন্ন মিডিয়া ও বিজ্ঞাপনী সংস্থায়ও রয়েছে কাজ করার সুযোগ। আর বেশির ভাগ আলোকচিত্রীই মুক্তভাবে কাজ করে, জানালেন বেগ আর্ট ইনস্টিটিউট অব ফটোগ্রাফির পরিচালক ইমতিয়াজ আলম বেগ। ফটোগ্রাফি বিষয়ে প্রশিক্ষণ দেয় এমন কিছু প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো :
পাঠশালা, ১৬ শুক্রাবাদ, পান্থপথ, ঢাকা।
ফোন : ৯১২৯৮৪৭, ৯১৩৬৮৯৫।
বেগ আর্ট ইনস্টিটিউট অব ফটোগ্রাফি
৮৩ ল্যাবরেটরি রোড, ঢাকা। ফোন : ০১৭১৬৬৬৩৭৫৭।
ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়। ফোন : ০১৭১১৫৮৮১৪২।
চঞ্চল মাহমুদ ফটোগ্রাফি, বাড়ি নং-১, সড়ক নং-২, ধানমণ্ডি, ঢাকা। ফোন : ৯৬৬০৬৫১।
ঢাকা ফটোগ্রাফিক ইনস্টিটিউট, ২১৮
এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫। ফোন : ৯০১৪২১৩।
ভিডিওচিত্র ধারণ
এ পেশায় রয়েছে মুক্তভাবে কাজ করার বিশাল ক্ষেত্র। তবে এর জন্য শুধু ভিডিও ক্যামেরা হাতে তুলে নিলেই চলবে না, সেটি কিভাবে পরিচালনা করতে হবে, সেটিও জানতে হবে। মুক্ত ভিডিওগ্রাফার সৈকত দেব রায় জানালেন, ভিডিওগ্রাফার হতে চাইলে সবার আগে ভিডিও ক্যামেরা পরিচালনা জানতে হবে। ভিডিওগ্রাফির জন্য কালার ব্যালেন্স, লাইট ব্যালেন্স_অনেক কিছুই শিখতে হয়। এ জন্য কোনো প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিতে হবে। এ পেশায় দিন হিসেবে পারিশ্রমিক দেওয়া হয়। অর্থাৎ একজন ক্যামেরাম্যানকে প্রতিদিন ক্যামেরা চালানো বাবদ দেড় থেকে দুই হাজার টাকা সম্মানী দেওয়া হয়। ভিডিওচিত্র ধারণ বিষয়ে প্রশিক্ষণ দেয় এমন কিছু প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো :
নিমকো, ১২৫/এ দারুসসালাম, মিরপুর রোড,
ঢাকা-১২১৬, বাংলাদেশ। ফোন : ৯০০৭৪১০-৪।
তানভীর মোকাম্মেল ফিল্ম ইনস্টিটিউট, ১৬০ লেক সার্কাস (চতুর্থ তলা), কলাবাগান, মিরপুর রোড, ঢাকা। ফোন : ০১৭১১৯৪০১৬৩, ০১৭১২০৮৬১০২।
মোবাইল ফোনের ডাক্তার
বর্তমানে নিম্ন আয়ের মানুষের মুঠোয়ও শোভা পাচ্ছে মোবাইল ফোন। ব্যবহারকারীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মোবাইল ফোন মেরামতকারীর চাহিদাও। ঢাকার ইস্টার্ন প্লাজার সাইম টেলিকমের কর্ণধার ও মোবাইল যোগাযোগ বিশেষজ্ঞ মো. কামাল হোসেন জানালেন, মোবাইল ফোন মেরামত পেশায় আসতে চাইলে প্রথম শর্তই হচ্ছে আগ্রহ ও ধৈর্য থাকতে হবে। নূ্যনতম এসএসসি পাস হলে ভালো হয়। কোনো মোবাইল সার্ভিস সেন্টারে ছয় মাস শিক্ষানবিশ হিসেবে কাজ করলে পরবর্তী সময় সুবিধা হয়। মোবাইল ফোন মেরামত বিষয়ে প্রশিক্ষণ দেয় এমন কিছু প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো :
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, ইলেকট্রনিকস ডিপার্টমেন্ট, সাতরাস্তা মোড়, তেজগাঁও, ঢাকা। ফোন : ৯১১২২২৯।
সিয়াম টেলিকম, ৩২০ বড় মগবাজার, ঢাকা। ফোন : ৯৩৪৭৬৩৫, ০১৭১১৬৬০৫৮৭।
আপন টেলিকম, ১৮ বঙ্গবন্ধু স্কয়ার পাতাল সড়ক মার্কেট, গুলিস্তান, ঢাকা। ফোন : ৯৫৭২০০০, ০১৭১১৪৭৭২০৯।
কম্পিউটার সারাইয়ের কাজ
কম্পিউটার ব্যবহারকারীর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কম্পিউটার মেরামতকারীর চাহিদাও। এ পেশায় আসতে চাইলে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ ও সফটওয়্যার সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠান এ বিষয়ে তিন থেকে ছয় মাস তত্ত্বীয় ও এক বছর হাতে-কলমে কাজ করিয়ে থাকে। বলছিলেন বিসিএস কম্পিউটার সিটির কমট্রেড ও মাল্টিকনের প্রধান নির্বাহী মাহবুবুর রহমান মাসুম। তিনি আরো জানালেন, শুধু কোর্স করলেই হবে না, কোনো কম্পিউটার ফার্মে কয়েক মাস কাজ করতে হবে। এরপর নিজস্ব এলাকায় মুক্তভাবে কাজ শুরু করা যায়। কম্পিউটার মেরামত বিষয়ে প্রশিক্ষণ দেয় এমন কিছু প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো :
সফটেক কম্পিউটার, চ-১০০/১ নর্থ বাডডা, ঢাকা-১২০২। ফোন : ০১৮১৩১২০১৩০
স্মার্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ১ ইন্দিরা রোড, চৌরঙ্গী সুপার মার্কেট, ফার্মগেট, ঢাকা। ফোন : ৯১৩৪৬৯৬, ০১৭১১০৫৪৪০৪।
মুক্ত সাংবাদিকতা
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকে ঘিরে রয়েছে স্বাধীনভাবে কাজ করার অনেক সুযোগ; বিশেষ করে সংবাদপত্রের ফিচার বিভাগে প্রদায়ক হিসেবে কাজ করে অনেকেই মোটামুটি ভালো অঙ্কের টাকা রোজগার করেন। পত্রপত্রিকায় লেখালেখির পাশাপাশি অনুবাদ করেও আয় করা সম্ভব। রেডিও-টেলিভিশনেও রয়েছে মুক্তভাবে কাজ করার অনেক সুযোগ। বেসরকারি স্যাটেলাইট চ্যানেল বাংলাভিশনের কর্মী ও নাট্যকার ফজলুল হক আকাশ জানালেন, টিভি চ্যানেলগুলোতে ভিডিও এডিটিং, স্ক্রিপ্ট লেখা, নাটক লেখা ও পরিচালনাসহ অনেক কাজের সুযোগ রয়েছে। সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ দেয় এ রকম কিছু প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো :
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, ১২৫/এ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা। ফোন : ৯০০৭৪১০-৪।
বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেকট্রনিকস মিডিয়া, ২৫৭/৮ এলিফ্যান্ট রোড, কাঁটাবন ঢাল, ঢাকা। ফোন : ৮৬০৭৯১২।
প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি), ৩ সার্কিট হাউস রোড, ঢাকা। ফোন : ৯৩৩০০৮১-৪।
অদ্রি, ১৩ আজিজ সুপারমার্কেট, শাহবাগ, ঢাকা। ফোন : ০১৭১১৪০৭৪৯৫।
তৈরি, ২/৪ নবাব হাবিবুল্লাহ রোড, শাহবাগ, ঢাকা। ফোন : ০১৫৫২৪৪৯৯৪৭।
কল সেন্টার কর্মী
বর্তমানে চাকরি যেখানে প্রার্থী খুঁজে নেয়, এমন একটি পেশার নাম কল সেন্টার কর্মী। প্রার্থীর তুলনায় এখানে চাকরির সংখ্যাই বেশি। সম্ভাবনাময় এ পেশায় ভালো বেতনের পাশাপাশি রয়েছে দিন কিংবা রাতে কাজ করার স্বাধীনতা। এখানে কাজ করতে হলে অবশ্যই ইংরেজিতে ভালোভাবে কথা বলা জানতে হবে। একজন কল সেন্টার কর্মীকে দৈনিক চার থেকে পাঁচ ঘণ্টা সময় দিতে হয়। মাসিক হিসাবে তাঁদের বেতনের পরিমাণ ছয় থেকে বারো হাজার টাকা। কল সেন্টার কর্মী নিয়োগ করে এমন কিছু প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো :
ম্যাক্সসেল, বাড়ি-৪৪বি, রাস্তা-১১৬, গুলশান, ঢাকা। ই-মেইল-hr@mexcall.net
তাজ রোজ ভ্যালি রিসোর্ট, বাড়ি-২৮, নিউ ডিওএইচএস, মহাখালী, ঢাকা। ফোন : ৮৮৬১৩৬৩।
ইনস্টিটিউট অব কল সেন্টার টেকনোলজি
১৩বি সেন্টার পয়েন্ট, কনকর্ড (১১ তলা), ফার্মগেট, ঢাকা। ফোন : ৯১৩৯৬৩৩, ০৬৬৬-২৬১৭৭২৭, ০১৭৩৬৭১৩১১৬, ওয়েব : www.iectglobal.com
ওয়ান কল
বাড়ি-১২১ (তৃতীয় তলা), রোড নং-১৯/এ, ব্লক-ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন : ০১৭১৩১৯০০৪৫-৯।
হিরো মাইন্ডমাইন
ধানমণ্ডি শাখা_স্ট্যামফোর্ড ইনস্টিটিউট অব ক্যারিয়ার ডেভেলপমেন্ট, বাড়ি-৩৫/বি, রোড-৯/এ, ধানমণ্ডি, ঢাকা। ফোন : ৯১৪৫১৩৮-৩৯।
উত্তরা শাখা_বাংলাদেশ আউটসোর্সিং সেন্টার, ২৫ সোনারগাঁ জনপথ, সেক্টর-৯, উত্তরা, ঢাকা। ফোন : ০১৮২০২২২২১১।
ডেটা সংরক্ষণ
'আমাদের মতো পাঁচ থেকে ছয় হাজার প্রোভাইডার আছে, যারা ডেটা এন্ট্রির কাজ দিয়ে থাকে।' বলছিলেন মাল্টিওয়ে ইনফো সিস্টেমের পরিচালক মশিউর রহমান। তিনি জানান, ডেটা এন্ট্রি শিল্পে প্রধানত অনলাইন ও অফলাইনভিত্তিক দুটি উপায়ে কাজ করার সুযোগ রয়েছে। অনলাইনভিত্তিক ডেটা এন্ট্রির কাজে ইন্টারনেটের মাধ্যমে সরাসরি ডেটাগুলো দিতে হয় এবং অফলাইনে দেওয়া ডেটাগুলো নির্দিষ্ট সময় অনুযায়ী সম্পাদন করতে হয়। মাইক্রোসফট ওয়ার্ড ও এক্সেল এবং ইংরেজিতে দক্ষতা থাকাটা এ পেশার জন্য খুবই দরকারি। ডেটা সংরক্ষণের কাজ করে এমন কিছু প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো :
বিনিময় টেলিসফট, ৫৩/এ সাউথ খুলশী, চট্টগ্রাম। ফোন : ০১৭১৬১৪২৪২৯।
রিলায়েন্স আইটি, ৭৮ ইন্দিরা রোড (তৃতীয় তলা), ফার্মগেট, ঢাকা। ফোন : ০১৭১১৭৬৪৩৭৯।
ঘরে বসেই বিদেশি মুদ্রা
আউটসোর্সিংয়ের মাধ্যমে সহজেই দেশে বসে বিদেশি মুদ্রা আয় করতে পারেন। এর জন্য প্রয়োজন ইন্টারনেট সংযোগসহ কম্পিউটার। আউটসোর্সিংয়ের কাজ করেন এমন একজন আল-আমিন জানালেন, কাজ বুঝে উঠতে সময় লাগে, তাই এর জন্য ধৈর্য ধরে কাজ করতে হবে। আউটসোর্সিংয়ে প্রোগ্রামিং, গেম ডেভেলপিং, ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট, আর্টিকেল রাইটিং, মার্কেটিং, সফটওয়্যার টেস্টিং, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ভিডিও প্রজেক্ট তৈরি প্রভৃতি বিষয়ের ওপর অনেক কাজের সুযোগ রয়েছে। ব্লগ লিখেও এখানে মুক্তভাবে অনেক টাকা আয়ের সুযোগ রয়েছে। আউটসোর্সিংয়ের কোনো সাইটে নিবন্ধন করার আগে নিয়মকানুন ও শর্তগুলো ভালোভাবে জেনে নিতে হবে। মুক্তভাবে আউটসোর্সিংয়ের কাজ করতে চাইলে ঘুরে আসতে পারেন নিচের ওয়েবসাইটগুলোতে_
www.rentacoder.com
www.getacoder.com
www.odesk.com
www.joomlancer.com
বিদেশি ভাষা শিখেই নানা কাজ
বিদেশি ভাষা শিখেও সাজিয়ে নিতে পারেন আপনার পেশাজীবনকে। ইংরেজি, ফরাসি, জার্মান, রুশ, জাপানি, চীনা, কোরিয়ান ইত্যাদি কোনো ভাষা যদি আপনার জানা থাকে, তাহলে অনেক ক্ষেত্রেই আপনি মুক্তভাবে কাজ করতে পারেন। বিভিন্ন অনুবাদকেন্দ্রে বিদেশি ভাষা জানা এমন লোকের অনেক চাহিদা রয়েছে।
এ ছাড়া ট্যুরিস্ট গাইড হিসেবেও পর্যটনশিল্পে মুক্তভাবে কাজ করতে পারেন। বিভিন্ন বিদেশি ভাষা শেখা যায় এমন কিছু প্রতিষ্ঠানের ঠিকানা_
আধুনিক ভাষা ইনস্টিটিউট
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকা।
ফোন : ৯৬৬৭৯০০ এক্স-৮৫২১।
আধুনিক ভাষা ইনস্টিটিউট
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ফোন : ৭০৩১-৭১৬৫৫২,
এক্স-৪৩৪৪।
ভাষা শিক্ষা কেন্দ্র
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা।
ফোন : ০১৭৩৮৪২৮০৬।
ঢাকা ল্যাঙ্গুয়েজ ক্লাব
রোড-১০, বাড়ি-২৫, ব্লক-ই, বনানী, ঢাকা।
মোবাইল : ০১৭১৬-৫০০২৩০
একুশে
রোড-১১, বাড়ি-১/২, ১১/এ, মিরপুর, ঢাকা।
মোবাইল : ০১৭১৬০২০৯০৯।
All Tips: Computer Tips, Internet Tips, Printing Tips, Health Tips, Life Tips, Household Tips, Career Tips, Earn By Internet, Phone Tips, Photography Tips, Fashion Tips, Hair Tips, Summer Tips, Travel Tips, Winter Tips etc.
All Blog: All Travel Way, Recipe BD, All Health BD, Dhaka All, Bangla Poetry, Bird sanctuary bd, Wallpaper All Free, Free Treatment Bd etc.
All Blog: All Travel Way, Recipe BD, All Health BD, Dhaka All, Bangla Poetry, Bird sanctuary bd, Wallpaper All Free, Free Treatment Bd etc.
No comments:
Post a Comment