Search This Blog

TIP'S CETAGORY WITH LANGUAGE

Tips 4 pc

Update Software

Saturday, July 31, 2010

বিআইএর ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট কোর্স

প্রশিক্ষণবিআইএর ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট কোর্স ফরহাদ হোসেন
বাংলাদেশে জীবন বীমা এবং সাধারণ বীমা দুই ধরনের বীমা প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে কাজ করছে অনেক বীমাকর্মী। প্রায় প্রতিদিনই নতুন নতুন লোক নিয়োগ করা হচ্ছে এসব প্রতিষ্ঠানে। বীমা সেক্টরের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে যাঁরা দক্ষতা অর্জন করতে চান তাঁদের জন্য বাংলাদেশ ইনস্যুরেন্স একাডেমী আয়োজন করেছে এমনই এক প্রশিক্ষণ কোর্সের।
বীমা প্রতিষ্ঠানে চাকরি একটি চ্যালেঞ্জিং পেশা। দুই ধরনের বীমা পরিচালনায় কিছু কিছু দক্ষতা অপরিহার্য হয়ে পড়ে। যেমন_অর্থায়ন ও হিসাব ব্যবস্থাপনা। তাই এ দুটি বিষয় সম্পর্কিত যাবতীয় কৌশল শেখানো হবে কোর্সটিতে।

যাঁরা অংশ নিতে পারবেন
বিভিন্ন বীমা প্রতিষ্ঠানে জুনিয়র/মিডলেভেল/সিনিয়র অফিসার বা যারা এ সম্পর্কিত পদে ফাইন্যান্স, অ্যাকাউন্টিং বা অডিট ডিপার্টমেন্টে যাঁরা কর্মরত, মূলত তাঁদের জন্যই কোর্সটি আয়োজন করা হয়েছে। যাঁরা এ বিষয়ে কাজ করতে এসে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাঁদের সমস্যা সমাধানের জন্য কোর্সটি বেশ কার্যকর। এ ছাড়াও যাঁরা বীমা প্রতিষ্ঠানে ফাইন্যান্স বা অ্যাকাউন্টিং ব্যবস্থাপনায় কাজ করতে চান তাঁরাও অংশগ্রহণ করতে পারবেন। এ ক্ষেত্রে নূ্যনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে।

কোর্সের বিষয়
যেসব বিষয় সম্পর্কে ধারণা দেওয়া হবে সেসব বিষয়ের মধ্যে অন্যতম কয়েকটি হলো_অর্থায়ন ব্যবস্থাপনায় বর্তমান সময়ে বিভিন্ন নিয়ম, ইনস্যুরেন্স কম্পানির ব্যবহৃত বিভিন্ন হিসাবসংক্রান্ত নিয়ম, বিভিন্ন অর্থনৈতিক প্রতিবেদন তৈরি এবং হিসাব শাখায় ব্যবহৃত বিভিন্ন ফরমেট, বিভিন্ন ধরনের হিসাবের বৈশিষ্ট্য, নীতি, রেকর্ড বইয়ে ব্যবহৃত_পেটি ক্যাশ বুক, ব্যাংক বুক, সাধারণ লেজার বুক, সাবসিডিয়ারি লেজার বুক, জার্নাল রেজিস্টার, প্রিমিয়ার রেজিস্টার, বিল রেজিস্টার ইত্যাদি এবং ক্যাশ ভাউচার, ব্যাংক ভাউচার, মানি রিসিট, ডিপোজিট স্লিপ, এডজাস্টমেন্ট জার্নাল, ডিপোজিট প্রিমিয়াম, আউটস্ট্যান্ডিং প্রিমিয়াম ইত্যাদি।

কোর্সের সময়কাল
সাত দিনব্যাপী কোর্সটি ২ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত চলবে। ক্লাস হবে বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত। ছুটির দিন বাদে সপ্তাহের অন্যান্য দিন ক্লাসগুলো চলবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৯ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে। সর্বোচ্চ ৩০ জন প্রার্থী অংশগ্রহণ করতে পারবেন। কোর্স শেষে আনুষ্ঠানিকভাবে সনদ প্রদান করা হবে।

ভর্তি পদ্ধতি ও কোর্স ফি
আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠানের মহাপরিচালক বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে কোর্স ফি বাবদ জনপ্রতি দুই হাজার টাকা জমা দিতে হবে। কোর্স ফি নগদে অথবা ক্রসড চেকের মাধ্যমে যেকোনো ব্যাংকের শাখা থেকে 'মহাপরিচালক, বাংলাদেশ ইনস্যুরেন্স একাডেমী ঢাকা'র অনুকূলে জমা দিতে হবে।

প্রশিক্ষক হিসেবে যাঁরা থাকছেন
কোর্সটিতে প্রশিক্ষক হিসেবে থাকছেন ড. মোশাররফ হোসেন এফসিএ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স; মেজবাহ উদ্দিন, যুগ্ম পরিচালক, বাংলাদেশ ব্যাংক; সগীর হোসেন খন্দকার, সহযোগী অধ্যাপক, জাতীয় বিশ্ববিদ্যালয়; পি কে রায়, এমডি, রূপালী ইনস্যুরেন্স; আবদুল হাশেম এফসিএ, ডিএমডি, ফেডারেল ইনস্যুরেন্স; সাইফুল ইসলাম সিএ, কো-সেক্রেটারি, জনতা ইনস্যুরেন্স; হাসান খান, কো-সেক্রেটারি, সিটি ইনস্যুরেন্স। এ ছাড়াও আরো আমন্ত্রিত প্রশিক্ষক থাকবেন।

যোগাযোগ
কোর্সবিষয়ক বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন
এস এম ইব্রাহিম হোসাইন
কোর্স কো-অর্ডিনেটর ও ফ্যাকাল্টি মেম্বার (ইনচার্জ)
ফোন : ৯৮৯৯১৩৬, ৯৮৯৯২৯২-৩, মোবাইল : ০১১৯৮-০৭৩১১১,
বাংলাদেশ ইনস্যুরেন্স একাডেমী, ৫৩ মহাখালী, ঢাকা-১২১২।

No comments:

Post a Comment

Tips Of All Sorts