যত্নআত্তি : মোবাইলের যত্ন
মোবাইল ফোন একটি প্রয়োজনীয় অনুষঙ্গ। প্রতিদিনই এর ব্যবহার হয়ে থাকে। প্রয়োজনীয় এই ইলেকট্রনিক ডিভাইসটির যত্নের বিষয়েও খেয়াল রাখতে হবে। বৃষ্টির দিনে মোবাইলের বিশেষ যত্নের প্রয়োজন। মোবাইল সুন্দর রাখতে অনেকেই কভার ব্যবহার করে থাকি। এ সময়টায় লেদারের কভার ব্যবহার করা ভালো। লেদারের কভার ব্যবহার করলে মোবাইলে বৃষ্টির পানি প্রবেশ করতে পারে না। কখনো যদি আপনার মোবাইল ফোনটি পানিতে পড়ে, তবে সঙ্গে সঙ্গে ব্যাটারি খুলে ফেলুন। আর পরিষ্কার সুতি কাপড় দিয়ে পানি মুছে ফেলুন। এখানে খেয়াল রাখতে হবে, মোবাইল ফোনের পানি শুকাতে কখনই ড্রায়ার বা ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহার করা যাবে না। এছাড়া অনেকেই টাচস্ক্রিন মোবাইল ব্যবহার করেন। তাদের সব সময় খেয়াল রাখতে হবে, ভেজা হাতে মোবাইল ব্যবহার না করাই ভালো।
সার্বক্ষণিক যত্ন
০০ মোবাইল ফোন ঘন ঘন চার্জ দেওয়া ঠিক নয়।
০০ সারারাত ধরে মোবাইল চার্জ দিবেন না।
০০ চার্জ ফুল হয়ে গেলে চার্জার খুলে ফেলবেন।
০০ মোবাইলে চার্জ লো দেখালেও দীর্ঘক্ষণ কথা বলা ঠিক নয়।
০০ ব্যাটারির চার্জ পুরোপুরি শেষ হলেই চার্জ দিন।
সার্বক্ষণিক যত্ন
০০ মোবাইল ফোন ঘন ঘন চার্জ দেওয়া ঠিক নয়।
০০ সারারাত ধরে মোবাইল চার্জ দিবেন না।
০০ চার্জ ফুল হয়ে গেলে চার্জার খুলে ফেলবেন।
০০ মোবাইলে চার্জ লো দেখালেও দীর্ঘক্ষণ কথা বলা ঠিক নয়।
০০ ব্যাটারির চার্জ পুরোপুরি শেষ হলেই চার্জ দিন।
No comments:
Post a Comment