আ মা র স ন্তা ন : আপনার সন্তানের স্কুল প্রস্তুতি
মিজানুর রহমান মিথুন
আধুনিক সমাজব্যবস্থায় নয়, প্রাচীনকাল থেকেই সন্তানকে মানুষ করার দায়িত্ব একজন মায়ের। তাই তো মাকে বলা হয় সন্তানের প্রাথমিক শিক্ষক। বর্তমান নাগরিক ব্যস্ত জীবন ধারায় সন্তানকে মানুষ করতে মায়ের বিকল্প শুধুই মা। অনেক মা পুরুষের সঙ্গে কাজ করছেন সমানতালে। তার পরও সন্তানের সবকিছুর দেখভাল করার দায়িত্ব তারই। সন্তানকে স্কুলে যেতে এবং তার লেখাপড়ার খোঁজখবর নেয়ার জন্য জরুরি কিছু কথা জেনে নিন।
অধিক রাত করে সন্তানকে ঘুমাতে যাওয়ার অভ্যেস থেকে বিরত রাখুন। এ জন্য প্রয়োজন বোধে বড়রা রাত জেগে টেলিভিশন দেখা বন্ধ করে দিন। কারণ টেলিভিশন চলতে থাকলে আপনার সন্তান কখনও ঘুমাতে যেতে চাইবে না। অধিক রাত করে ঘুমালে সকালে জাগতে সমস্যা হয়। অনেক সময় নিজেও সময়মত ঘুম থেকে জাগতে পারবেন না; ফলে সন্তানের স্কুলে যাওয়া বা পরীক্ষা দেয়া বন্ধ হতে পারে।
ঘুমাতে যাওয়ার আগে আগামীকালের সব পড়া তৈরির খোঁজখবর নেয়ার পাশাপাশি লক্ষ্য করুন পেন্সিল, খাতা, কলম ঠিক আছে কিনা। এগুলো সাজিয়ে-গুছিয়ে তার স্কুল ব্যাগের মধ্যে রাখুন। নইলে সকালে স্কুলে যাওয়ার সময় এগুলো খুঁজতে তাড়াহুড়া লেখা যাবে এবং সময় নষ্ট হবে। খেয়াল করুন তার ইউনিফর্ম পরিষ্কার আছে কিনা। স্কুলে পানি নেয়ার বোলটি নোংরা বা পরিষ্কার আছে কিনা লক্ষ্য করে নিন। ওটাকেও পানিভর্তি করে আপনার হাতের নাগালে রাখুন।
স্কুলে যাওয়ার আগে আপনার সন্তান যে খাবার খেতে পছন্দ করে সেই খাবার তাকে খেতে দিন। অন্য কোনো খাবার নিতে তার সঙ্গে জোরাজুরি একদম করবেন না; এতে তার মন খারাপ হয়ে যাবে। ক্লাসে তার মন বসবে না।
আপনার সন্তানের সঙ্গে স্কুল টিফিন দিয়ে দিন, নইলে তার স্কুলে খোলা খাবারের দিকে আকৃষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যাবে।
আপনার সন্তানের যদি স্কুলবাস/ভ্যান না থাকে তাহলে তাকে ঠিক ছুটির মুহূর্তে স্কুল গেট থেকে আনতে যাওয়ার অভ্যাস করুন। কারণ তাকে আনতে দেরি করে ফেললে স্কুলের সহপাঠীদের সঙ্গে অন্য কোনোভাবে ঝামেলায় জড়িয়ে পড়তে পারে।
বাসায় এসে আপনার সন্তানের ইউনিফর্ম খুলে কিছুক্ষণ বিশ্রাম দিয়ে গোসল করিয়ে দিন। এরপর পছন্দমত খাবার খাইয়ে হালকা বিশ্রাম দিয়ে হোম ওয়ার্ক বা বাড়ির কাজে বসিয়ে দিন। যদি টিউটর থাকে তাহলে আপনার সন্তানকে প্রস্তুত রাখুন যাতে টিউটর আসা মাত্রই সে তার টিউটরের কাছে পড়তে বসতে পারে। টিউটর আসার পর পড়ার প্রস্তুতি নিতে গেলে এতে তার মূল্যবান সময় নষ্ট হয়ে যাবে।
আপনার সন্তানকে তার টিউটরের কাছে এমন জায়গায় পড়াতে বসাবেন, যেখানে কোনো মেহমান বা পরিবারের অন্য সদস্যদের আনাগোনা না থাকে, কারণ এতে তার পড়তে বসার মনোযোগ নষ্ট হয়ে যাবে।
All Tips: Computer Tips, Internet Tips, Printing Tips, Health Tips, Life Tips, Household Tips, Career Tips, Earn By Internet, Phone Tips, Photography Tips, Fashion Tips, Hair Tips, Summer Tips, Travel Tips, Winter Tips etc.
All Blog: All Travel Way, Recipe BD, All Health BD, Dhaka All, Bangla Poetry, Bird sanctuary bd, Wallpaper All Free, Free Treatment Bd etc.
অধিক রাত করে সন্তানকে ঘুমাতে যাওয়ার অভ্যেস থেকে বিরত রাখুন। এ জন্য প্রয়োজন বোধে বড়রা রাত জেগে টেলিভিশন দেখা বন্ধ করে দিন। কারণ টেলিভিশন চলতে থাকলে আপনার সন্তান কখনও ঘুমাতে যেতে চাইবে না। অধিক রাত করে ঘুমালে সকালে জাগতে সমস্যা হয়। অনেক সময় নিজেও সময়মত ঘুম থেকে জাগতে পারবেন না; ফলে সন্তানের স্কুলে যাওয়া বা পরীক্ষা দেয়া বন্ধ হতে পারে।
ঘুমাতে যাওয়ার আগে আগামীকালের সব পড়া তৈরির খোঁজখবর নেয়ার পাশাপাশি লক্ষ্য করুন পেন্সিল, খাতা, কলম ঠিক আছে কিনা। এগুলো সাজিয়ে-গুছিয়ে তার স্কুল ব্যাগের মধ্যে রাখুন। নইলে সকালে স্কুলে যাওয়ার সময় এগুলো খুঁজতে তাড়াহুড়া লেখা যাবে এবং সময় নষ্ট হবে। খেয়াল করুন তার ইউনিফর্ম পরিষ্কার আছে কিনা। স্কুলে পানি নেয়ার বোলটি নোংরা বা পরিষ্কার আছে কিনা লক্ষ্য করে নিন। ওটাকেও পানিভর্তি করে আপনার হাতের নাগালে রাখুন।
স্কুলে যাওয়ার আগে আপনার সন্তান যে খাবার খেতে পছন্দ করে সেই খাবার তাকে খেতে দিন। অন্য কোনো খাবার নিতে তার সঙ্গে জোরাজুরি একদম করবেন না; এতে তার মন খারাপ হয়ে যাবে। ক্লাসে তার মন বসবে না।
আপনার সন্তানের সঙ্গে স্কুল টিফিন দিয়ে দিন, নইলে তার স্কুলে খোলা খাবারের দিকে আকৃষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যাবে।
আপনার সন্তানের যদি স্কুলবাস/ভ্যান না থাকে তাহলে তাকে ঠিক ছুটির মুহূর্তে স্কুল গেট থেকে আনতে যাওয়ার অভ্যাস করুন। কারণ তাকে আনতে দেরি করে ফেললে স্কুলের সহপাঠীদের সঙ্গে অন্য কোনোভাবে ঝামেলায় জড়িয়ে পড়তে পারে।
বাসায় এসে আপনার সন্তানের ইউনিফর্ম খুলে কিছুক্ষণ বিশ্রাম দিয়ে গোসল করিয়ে দিন। এরপর পছন্দমত খাবার খাইয়ে হালকা বিশ্রাম দিয়ে হোম ওয়ার্ক বা বাড়ির কাজে বসিয়ে দিন। যদি টিউটর থাকে তাহলে আপনার সন্তানকে প্রস্তুত রাখুন যাতে টিউটর আসা মাত্রই সে তার টিউটরের কাছে পড়তে বসতে পারে। টিউটর আসার পর পড়ার প্রস্তুতি নিতে গেলে এতে তার মূল্যবান সময় নষ্ট হয়ে যাবে।
আপনার সন্তানকে তার টিউটরের কাছে এমন জায়গায় পড়াতে বসাবেন, যেখানে কোনো মেহমান বা পরিবারের অন্য সদস্যদের আনাগোনা না থাকে, কারণ এতে তার পড়তে বসার মনোযোগ নষ্ট হয়ে যাবে।
All Tips: Computer Tips, Internet Tips, Printing Tips, Health Tips, Life Tips, Household Tips, Career Tips, Earn By Internet, Phone Tips, Photography Tips, Fashion Tips, Hair Tips, Summer Tips, Travel Tips, Winter Tips etc.
All Blog: All Travel Way, Recipe BD, All Health BD, Dhaka All, Bangla Poetry, Bird sanctuary bd, Wallpaper All Free, Free Treatment Bd etc.
No comments:
Post a Comment