Search This Blog

TIP'S CETAGORY WITH LANGUAGE

Tips 4 pc

Update Software

Wednesday, September 22, 2010

সুগন্ধি

সোহরাব শান্ত

সুন্দর। সুন্দরের পূজারী সবাই। আমাদের মন ও মেজাজ সব সময় সবকিছুকে সুন্দর ও আকর্ষণীয় রূপে দেখতেই ভালোবাসে। ভালোবাসে সুন্দরের মাঝে নিজেকে আবদ্ধ রাখতে। সৌন্দর্য সম্পর্কে মানবেন্দ্রিয় সচেতন সব সময়। চোখ, কান কিংবা নাক সৌন্দর্যপিপাসু প্রতিটি ইন্দ্রিয়। সচেতন চারপাশের গন্ধ সম্পর্কেও। সুমিষ্ট কোনো গন্ধ যেমন নিমিষেই যে কারও মন ভালো করে দিতে পারে, তেমনি যে কোনো উত্কট, পচা গন্ধ পারে কাউকে অসহ্য করে তুলতে। ব্যক্তিগত, ফ্যাশন, পারিবারিক-সামাজিক বা ধর্মীয় আচার-অনুষ্ঠান প্রতি ক্ষেত্রেই রয়েছে সুগন্ধির ব্যবহার। হালে যা আমাদের কাছে বিভিন্ন কোম্পানির বোতল বা মোড়কজাত পারফিউমে রূপ নিয়েছে।
পারফিউম বা সুগন্ধি ব্যবহারের দিক থেকে নারীরা এগিয়ে—এ কথা নিয়ে তর্ক করার কোনো যুক্তি নেই। বিভিন্ন দেশের নারীদের ওপর চালানো এক সমীক্ষায় দেখা গেছে, ফ্যাশন সচেতন নারী যারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছেন, তাদের ওয়ারড্রবে অন্তত ছয় ধরনের পারফিউম থাকে। এর মধ্যে কিছু সাধারণ নিত্যদিন ব্যবহার করা হয়। আর কিছু ব্যবহার করা হয় বিশেষ বিশেষ দিনে। যেমন জন্মদিন, বিয়েবার্ষিকী, ধর্মীয় ও অন্যান্য বিশেষ দিবস। তবে ভালোবাসা দিবসে এর স্পেশাল ব্যবহার রয়েছে। অবশ্য এই ব্যবহারকারীদের অধিকাংশই বিত্তবান।
শুধু যে নারীরাই পারফিউম ব্যবহার করে তাই নয়। পুরুষদের মধ্যে যারা ফ্যাশন সচেতন এবং নিজেকে অন্যদের কাছে উত্তমরূপে উপস্থাপন করতে চান তারাও পারফিউম ব্যবহার করেন। দিন দিন এই সংখ্যা বেড়েই চলেছে। পারফিউম ছাড়া আধুনিক লাইফস্টাইল চিন্তাও করা যায় না। অনেক উচ্চশিক্ষিত বৃদ্ধ যারা তরুণ বয়সে পারফিউম ব্যবহারে অভ্যস্ত, তারা শেষ বয়স পর্যন্ত তা ব্যবহার অব্যাহত রাখেন। সামগ্রিকভাবে তরুণ-তরুণী এবং নারীরাই এর প্রতি আসক্ত।
ঢাকার বসুন্ধরা সিটি মার্কেটের একটি পারফিউমের দোকানে পারফিউম কিনছিলেন শায়ের ও বিউটি। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তারা। একে অপরের বন্ধু। শায়েরের জন্মদিনে তাই ভালো একটি পারফিউম কিনে দিতে এসেছেন বিউটি। উপহার দেয়ার মতো আরও অনেক উপকরণ থাকতে পারফিউম কেন? এই প্রশ্নের জবাবে বিউটি বললেন—‘ভালো কোনো পারফিউম ব্যবহারে মনটা যে রকম ভালো হয় অন্য কোনো কিছুতেই এমনটা হওয়ার নয়। কারণ যে কোনো ভালো উপহার প্রথম দেখাতে ভালো লাগে, কিন্তু সব সময় এটাতে মনোযোগ আকৃষ্ট হয় না। এদিক থেকে পারফিউমের আবেদনটা একটু আলাদা। কারণ প্রায় প্রতিদিনই আমরা পারফিউম ব্যবহার করি। আর প্রতিবার ব্যবহারেই তা এক অন্যরকম প্রশান্তি ও ভালোলাগা এনে দেয়। এ প্রসঙ্গে শায়ের বলেন—‘যে কোনো ভালো পারফিউম বদলে দিতে পারে মনের গতিধারা। কোনো কারণে যদি মন খুব খারাপ থাকে, ভালো কোনো পারফিউমের সংস্পর্শে তা নিমিষেই দূর হয়ে যেতে পারে।’
আজকাল ফ্যাশন সচেতন সব তরুণ-তরুণীই পারফিউম ব্যবহার করছেন। একেকজনের কাছে ব্যবহারের ধরন ও কারণ একেক রকম হলেও প্রায় সবারই উদ্দেশ্য প্রায় অভিন্ন। সবাই চায় পারফিউম ব্যবহার করে প্রফুল্ল থাকতে। সেই সঙ্গে অযাচিত দুর্গন্ধের হাত থেকে রক্ষা পেতে।
মানবেতিহাসে সুগন্ধির ব্যবহারের ইতিহাস বেশ পুরনো। কয়েক হাজার বছর আগে থেকেই মানুষের সুগন্ধি ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এদিক থেকে মিসর এগিয়ে। মূলত ধর্মীয় ও মমি সংরক্ষণের কাজে তারা সুগন্ধির ব্যবহার করত। পরে আরবরা এক্ষেত্রে বেশ অগ্রসর হয়। তাদের হাতেই সুগন্ধির মান বেশ উন্নত হয়। উন্নত এই সুগন্ধি সেখানে ‘আতর’ নামে পরিচিতি পায়। উনিশশ’ শতকে রসায়ন বিজ্ঞানের জ্ঞানচর্চা বাড়ার সঙ্গে সঙ্গে পারফিউমেরও নতুন নতুন সংস্করণ তৈরি হতে থাকে। এ সময় সিনথেটিক পারফিউমের ব্যবহার বাড়তে থাকে। আরবরা মূলত প্রাকৃতিক ফুল ও লতাপাতাকে প্রক্রিয়াজাত করে পারফিউম তৈরি করে। উনিশশ’ শতকে সিনথেটিক পারফিউমের ব্যবহারের পাশাপাশি এর উন্নয়নেও নেয়া হয় বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা। যা বর্তমানে এক যুগান্তকারী অবস্থানে এসে দাঁড়িয়েছে। জানা যায়, ২০০৮ সালে সারা বিশ্বে দশ বিলিয়ন ডলারের পারফিউম বিক্রি হয়েছে। ভারতীয় উপমহাদেশে মূলত মোগল আমলে পারফিউম বা সুগন্ধির ব্যবহার ব্যাপক হারে শুরু হয়। এ সময় স্থানীয়ভাবে গোলাপ এবং এজাতীয় ফুল থেকে সুগন্ধি তৈরি শুরু হয়।
সুগন্ধি কেন ব্যবহার করবেন : বর্তমান শতাব্দীতে ব্যাপক হারে বেড়েছে পারফিউমের ব্যবহার। বর্তমান লাইফস্টাইলের অন্যতম অনুষঙ্গ হিসেবে বিবেচিত হচ্ছে এটি। আধুনিক জীবনে সুগন্ধি আমাদের প্রতিনিয়ত মানসিক প্রশান্তি, নবউদ্যম সৃষ্টির মাধ্যমে ত্বরান্বিত করছে জীবনের গুণগত মান। পারফিউম ব্যবহারে দেহ-মনে ফিরে আসে এক ধরনের সতেজতা, প্রচণ্ড আত্মবিশ্বাস ও মানসিক প্রশান্তি। এছাড়া প্রাকৃতিক কারণে মানুষের শরীরে সৃষ্ট ঘাম ও তার দুর্গন্ধ থেকে রক্ষা করতেও এর জুড়ি নেই। মিসর থেকে আরব এবং আরব থেকে রোম হয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে পারফিউম।
আধুনিক বিশ্বের পারফিউম আমাদের অনেক দিক দিয়ে উপকৃত করে যাচ্ছে। কারণ তা আমাদের সব সময় আরামদায়ক মনোভাব নিয়ে নবউদ্যমে কাজ করার প্রেরণা জোগায়। ব্যক্তিগত পরিচ্ছন্নতা থেকে শুরু করে ধর্মীয় ও সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে পারফিউম যোগ করে এক ভিন্নমাত্রা। বর্তমানে তা ফ্যাশনের অংশ। কারণ এর ব্যবহারে নিজের সম্পর্কেই ভালো ধারণা জন্মায়। ফিরে পাওয়া যায় মানসিক শক্তি। এর ব্যবহার যে কোনো লোককেই করে তোলে আরও স্মার্ট ও সুন্দর।
কোন সুগন্ধি ব্যবহার করবেন : বডি স্প্রের জন্য পরিচিত ডু-ইট, এ-এক্স-ই ইত্যাদি। এগুলোর মূল্য ১২০ থেকে ৩৫০ টাকার মধ্যে। ছেলেদের সুগন্ধি হলো জৌলুস, প্লেবয়, জোহান, ডেভিড বেকহ্যাম, নাটিকা এ্যাডিডাস জ্যাটাক, এক্য প্রভৃতি ব্রান্ডের। এর দাম ৩০০ থেকে ৩০০০ টাকার মধ্যে। আমাদের দেশেও সুগন্ধি প্রস্তুত করা হয়। এগুলোর মূল্য কম। কিছু সুগন্ধি আছে খুব পরিচিত এবং দামেও বেশি যেমন—আরমানি হুগোবস, ডানহিল, বালফ্, বোনজো প্রভৃতি ব্র্যান্ড। এসব সুগন্ধি সারাদিন আপনাকে সতেজ রাখবে। এগুলোর দাম একটু বেশি—৩০০০ থেকে ৭০০০ টাকার মধ্যে।
কোথায় পাবেন : ব্রান্ডের সুগন্ধি পাবেন বসুন্ধরা, গুলশান, আলমাস সুপারশপ নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, মতিঝিল চকবাজার ইত্যাদি স্থানে।
তথ্য সহযোগিতায় : তারেক হায়দার

All Tips: Computer Tips, Internet Tips, Printing Tips, Health Tips, Life Tips, Household Tips, Career Tips, Earn By Internet, Phone Tips, Photography Tips, Fashion Tips, Hair Tips, Summer Tips, Travel Tips, Winter Tips etc.

All Blog: All Travel Way, Recipe BD, All Health BD, Dhaka All, Bangla Poetry, Bird sanctuary bd, Wallpaper All Free, Free Treatment Bd etc.

No comments:

Post a Comment

Tips Of All Sorts