Search This Blog

TIP'S CETAGORY WITH LANGUAGE

Tips 4 pc

Update Software

Friday, September 24, 2010

গা ছা গা ছা লি : ঘরের সৌন্দর্য

গা ছা গা ছা লি : ঘরের সৌন্দর্য

সম্রাট চৌধুরী
গাছের কথা ভাবতেই প্রথমে যার কথা মনে আসে তিনি হচ্ছেন জগদীশ চন্দ্র বসু। গাছের যে প্রাণ আছে তার এই সৃষ্টিশীল আবিষ্কার বর্তমান সময়ে নান্দনিক সৌন্দর্যে যে রসদ সৃষ্টি করেছে, তা গাছ ও মানুষের প্রাণকে একীভূত করেছে। গাছের ফুল, ফল, সৌন্দর্য হাওয়ায় বেড়ে ওঠায় আমরাও যেন গাছকে নিবিড় করে নিয়েছি। গাছের নিচে শীতল স্পর্শে মনেপ্রাণে যে শান্তি আসে, তা অন্যসব কর্মব্যস্ততাকে ছাপিয়ে যায়। গাছই কি তবে আমাদের মনেপ্রাণে শান্তি বয়ে আনে, যা আমরা সমগ্র পৃথিবীতে শত কিছু অর্জন করেও পাই না। তবে কি মানুষ সে সন্ধান খুঁজে পায় গাছের প্রাণে?
এমনই কিছু অগোচরে লুকিয়ে থাকা প্রশ্নের বাগবিতণ্ডায় না গিয়ে সত্যরূপে প্রাপ্য প্রশান্তিতেই আমরা গাছকে খুব আপন করে নিয়েছি। ‘গাছ লাগান পরিবেশ বাঁচান’ এমন স্লোগানে আমরা আমাদের অস্তিত্ব রক্ষার হাতিয়ার হিসেবে গাছকে চিহ্নিত করি এবং গাছের প্রাণই আমাদের জীবনচক্রের প্রাণ। জীবন-সচেতন মানব তাই প্রাণের তাগিদেই প্রাণকে নান্দনিকভাবে জীবনসম্মত করে নিয়েছে নিজের কাছেই নিজের ঘরে। দালানসমেত কাঠামোতে জায়গার সংকুলানে ও মানুষের প্রাণকে মানুষ তার জীবন থেকে বিচ্ছিন্ন রাখতে পারেনি। আর তাই ইট-কাঠের এই শক্ত কাঠামোতেও মানুষ গাছকে আপন করে নিয়েছে একটু ছোট পরিসরেই। কেউ কেউ জায়গা করে নিয়েছে ঘরের সামনে পড়ে থাকা অবহেলিত কিছু জায়গা, কেউ কেউ ঘরের ছাদ আবার বেঁধে দেয়া পাথুরে জীবনে একেবারেই নিজের কাছে করে নিয়েছে বারান্দা কিংবা প্রতিটি কক্ষের আনাচে কানাচে। জি হ্যাঁ, আমি ছোট পরিসরে ছোট বৃক্ষের কথাই বলছি। জীবনের কেন্দ্রগামিতা আসলে আমাদের এই ছোট পরিসরেই আবদ্ধ করে ফেলেছি। তাই বেঁচে থাকার তাগিদেই আমরাও আবদ্ধ করছি গাছকে আমাদের মতো করে। আমরা আমাদের সুবিধামত রাখছি ঝুলন্ত টবে কিংবা নিচের টবে। ঘর সাজানোর এই রূপমণ্ডলে যে যেভাবে পারেন তা গুছিয়ে নেন। তবে আমাদের সেই বৃক্ষের পরিচয়ে যদি জানার কমতি থাকে, তবে জেনে নিই আর্থিক সীমার মধ্যে।
ঝুলন্ত টব উপযোগী গাছ : গ্রিল লিপ অর্কিড জ্যাট প্লান্ট, মানিক প্লান্ট, কুঞ্জলতা, বিল্ডিং হার্ট লতা, গ্যালমোনিয়া লতা, সাদা বটা, অর্কিড ও অগ্নিশার।
অন্যান্য টব উপযোগী গাছ : রঙ্গন, বেলী, জবা, জুঁই, হাসনাহেনা, টগর, চাইনিজ বাঁশ, বাঁশপাতা, সাইগাস, বাগানবিলাস, মচুমদা, গাঁদা, গোলাপ, চাইনিজ টগর, কামরাঙ্গা, বড়ই, পেয়ারা, ডালিম, সবেদা, কমলা, জলপাই, কাগজী লেবু, বারমাসি আম ও সালভিয়া।
দরদামের বাজারে উপযোগী গাছ
১. মানিক প্লান্ট ২০ থেকে ১৫০ টাকা
২. কুঞ্জলতা ৫০০ থেকে ১০০০ টাকা
৩. গ্যালভানিয়া লতা ৫০ থেকে ১৫০ টাকা
৪. অপরাজিতা ২০ থেকে ১০০ টাকা
৫. অর্কেডিয়া পাম ৭০০ থেকে ৮০০ টাকা
৬. বেলী ৪০ থেকে ৫০ টাকা
৭. রঙ্গন ১০০ থেকে ১৫০ টাকা
৮. ধোপাটি ১৫০ থেকে ১৭০ টাকা
৯. জিনিয়া ১০০ থেকে ১৫০ টাকা
১০. লঙ্কা ৩০ টাকা
১১. চাইনিজ বাঁশ ৪০ থেকে ৫০ টাকা
১২. সেলফিয়া ১০০ থেকে ১৫০ টাকা
১৩. চন্দ্রমল্লিকা ৪০ থেকে ১৫০ টাকা
১৪. ডালিয়া ৭০ থেকে ৮০ টাকা
১৫. কামিনী ২০০ থেকে ২৫০ টাকা
১৬. নাইন ক্লো ১০ থেকে ২০ টাকা
১৭. জুঁই ৫০ থেকে ৬০ টাকা
১৮. গাঁদা ১০ থেকে ২০ টাকা (পলিব্যাগ), ১০০ টাকা (টব)
১৯. গোলাপ ২০ থেকে ৫০০ টাকা
২০. বাগান বিলাস ১০,০০০ থেকে ৪০,০০০ টাকা
২১. চাইনিজ পাম ৮,০০০ থেকে ১২,০০০ টাকা
২২. থাই অর্কিড ৬০,০০০ থেকে ৭০,০০০ টাকা
২৩. বিল্ডিং হার্ট লতা ১০,০০০ থেকে ১২,০০০ টাকা
২৪. সাইপ্রাম ১০,০০০ থেকে ১২,০০০ টাকা
২৫. গ্রিল লিপ অর্কিড ৬০,০০০ থেকে ৭০,০০০ টাকা
২৬. মধুমালতী ৪০০ থেকে ৮০০ টাকা
উপরোক্ত টবের গাছ-গাছালির সন্ধান পেতে পারেন আগারগাঁওর ২নং গেটসংলগ্ন অনেক নার্সারিতে। উচ্চ দামসমৃদ্ধ লতাগুলো বিদেশ থেকে আগত বিধায় এসব নার্সারিতে না পাওয়া গেলেও আপনি পেতে পারেন সাভারের রাশেদ নার্সারিতে কিংবা আগারগাঁওর রাশেদ নার্সারি বা অন্য নার্সারিগুলোয় খোঁজ নিয়ে আপনি সঠিক সন্ধান পেতে পারেন। বৃক্ষাদির সন্ধান পাওয়া গেলেও তার পরিচর্যা কিংবা স্থাপনে টব কিংবা গাছের গুঁড়ি, ডাল, শিকড়, বাঁশমুড়া দিয়ে তৈরিকৃত টব বেশ নজর কাড়ে খোদাই করাতে। এগুলোর সন্ধান আপনি আগারগাঁওর ২নং গেটসংলগ্ন নার্সারিগুলোতেই পাবেন। এবার জানা যাক এগুলোর দরদামের বাজারের একটি আনুমানিক সীমারেখা—
১. মাটির টব র্৮র্ -২০ টাকা, ১র্০র্ -৩০ টাকা, ১র্২র্ -৪০ টাকা, ১র্৪র্ -৭০ টাকা, ১র্৬র্ -১০০ টাকা, ১র্৮র্ -১৫০ টাকা ও ২র্০র্ -২০০ টাকা।
২. মাটির খোদাই করা ঝুলন্ত টব ১০০ থেকে ৮০০ টাকা
৩. গাছের শিকড় ও বাঁশের নালির টব ৪০০ থেকে ১০০০ টাকা
গাছের পরিচর্যার জন্য এবং গাছকে জীবাণুর হাত থেকে বাঁচানোর জন্য যেসব কীটনাশক ব্যবহৃত হয়, তার নাম কিছুটা ভুলরূপে জনমুখে সমাদৃত—
লিম্পার, হিলথিয়ন, পারথকথিয়ন, আইয়ুব গ্যাজানিয়া, সিমকেয়ার, পিক্সাল সুপার, টিএসপি, ইউরিয়া, ফসফেট, পটাশ, শক্তি বৃদ্ধিকারক রূপে ব্যবহৃত হয় বাউল চাপা।

All Tips: Computer Tips, Internet Tips, Printing Tips, Health Tips, Life Tips, Household Tips, Career Tips, Earn By Internet, Phone Tips, Photography Tips, Fashion Tips, Hair Tips, Summer Tips, Travel Tips, Winter Tips etc.

All Blog: All Travel Way, Recipe BD, All Health BD, Dhaka All, Bangla Poetry, Bird sanctuary bd, Wallpaper All Free, Free Treatment Bd etc.

No comments:

Post a Comment

Tips Of All Sorts