Search This Blog

TIP'S CETAGORY WITH LANGUAGE

Tips 4 pc

Update Software

Monday, January 11, 2010

এবার ইন্টারনেটেই ব্যক্তিগত তথ্য সংরক্ষণ

এবার ইন্টারনেটেই ব্যক্তিগত তথ্য সংরক্ষণ

ব্যক্তিগত তথ্য নিরাপদে রাখার সবচেয়ে ভালো জায়গা কোনটি? ব্যক্তিগত কম্পিউটার, বহনযোগ্য হার্ডডিস্ক নাকি মেমোরি কার্ড? অনেকেই বলবেন ব্যক্তিগত কম্পিউটার কিংবা হার্ডডিস্কের কথা। কিন্তু না, যুগ বদলেছে। আমার ব্যক্তিগত তথ্য আমার কাছেই থাকবে ... এমন চিন্তা করে ঘরের কম্পিউটারে কিংবা পকেটের পেন ড্রাইভের তথ্য রাখা আর বুঝি নিরাপদ নয়। এসব ডিস্ক যখন তখন নষ্ট হতে পারে, হারিয়ে যেতে পারে কিংবা চুরিও হতে পারে। আর তাই হালের ট্রেন্ড, কম্পিউটার সার্ভারে, সহজ কথায় ইন্টারনেটে তথ্য জমা রাখার। এখন নাকি খুব কম খরচেই বিভিন্ন ইন্টারনেট নিভর্র কম্পিউটার সার্ভারে জায়গা ভাড়া পাওয়া যায়। ব্যাক্তিগত তথ্য জমা রাখার জন্য। শুধু তাই নয়, রয়েছে ইন্টারনেটে সুরক্ষার খাতিরে তথ্যের ব্যাক আপ রাখারও ব্যবস্থা। তবে তথ্য সুরক্ষায় কতটা নিরাপদ এগুলো? ‘‘ফিজিক্যাল স্টোরেজ তথা হার্ডডিস্ক বা মেমোরি কার্ডের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এগুলো পুরনো হয়ে যায় এবং হারিয়েও যেতে পারে, বলছিলেন অনলাইন ম্যাগাজিন নেত্সভেল্ট এর সাংবাদিক স্ট্রাহিনয়া জুলিয়েভিচ। তার মতে, অনলাইনে ব্যক্তিগত তথ্য জমা রাখলে তা হারানোর বা নষ্ট হওয়ার ঝুঁকি নেই। আরেকটি বড় সুবিধা হচ্ছে, অনলাইনে রাখা তথ্য যে কোন সময় ব্যবহার করা যায়। আর তাই বড় বড় কর্পোরেট হাউস থেকে শুরু করে ব্যক্তিগত পর্যায়ের কম্পিউটার ব্যবহারকারীরা এখন তথ্য সংরক্ষণে বেছে নিচ্ছে অনলাইন সার্ভার। এতে খরচও নাকি কম। আর গুগল জানাচ্ছে অদূর ভবিষ্যতে অনলাইন নির্ভর কম্পিউটার অপারেটিং সিস্টেম বাজারে আনবে তারা। যেখানে সব তথ্য জমা হবে ইন্টারনেটে।
গুগল নিউজ অবলম্বনে এম. হারুন অর রশিদ

No comments:

Post a Comment

Tips Of All Sorts