Search This Blog

TIP'S CETAGORY WITH LANGUAGE

Tips 4 pc

Update Software

Friday, November 5, 2010

ল্যাপটপের যত্ন-আত্তি

ল্যাপটপের যত্ন-আত্তি
এম. হারুন অর রশিদ

প্রযুক্তির চলমানতায় ল্যাপটপ এখন হাতের নাগালে। আমাদের দেশে এখন অনেক কম দামে ল্যাপটপ মিলছে। যারা ল্যাপটপে কাজ করেন তারা নিজেকে অনেক বেশি স্মার্ট ভাবার পাশাপাশি সহজে কাজও সম্পাদন করেন অনেক বেশি। সুবিধামত যেখানে ইচ্ছে এর ব্যবহার উত্কর্ষতাকে বাড়িয়ে দিয়েছে অনেকগুণ।
যারা ল্যাপটপ ব্যবহার করেন তাদের অনেকেই এটির যত্ন-আত্তি সম্পর্কে থাকেন উদাসীন। অনেকে গুরুত্ব না বুঝে যাচ্ছেতাই ল্যাপটপ ব্যবহারের ফলে নানা সমস্যায় পড়েন। ল্যাপটপের প্রতি যত্নবান হলে অনেকাংশে সমস্যামুক্ত থাকা যায়। তার জন্য কিছু নিয়ম-কানুন জানা থাকাটাও জরুরি। তাই কেনার পর সাধারণত কীভাবে আপনার ল্যাপটপটিকে যত্নের সঙ্গে নিরাপদে রাখবেন তার জন্য কিছু দরকারী বিষয় নিয়ে আলোচনা করা হলো :
—ল্যাপটপে আপনার প্রয়োজন অনুযায়ী অপারেটিং সিস্টেম ইন্সটল করে নিতে পারেন। তবে পরামর্শ হচ্ছে এক্ষেত্রে উইন্ডোজ ২০০০ কিংবা উইন্ডোজ এক্সপি ইন্সটল করুন। যা অনেকাংশেই নিরাপদ।
—ল্যাপটপে পূর্ব সতর্কতা হিসেবে আলাদা কী-বোর্ড ও মাউস লাগাতে পারেন। প্রায় প্রত্যেকটি ল্যাপটপেই আলাদা কী-বোর্ড ও মাউস লাগানোর পোর্ট থাকে। কেননা অতিরিক্ত ব্যবহারে ল্যাপটপে ব্যবহৃত মাউস হিসেবে যে টাচপ্যাড কিংবা পয়েন্টার বাটন থাকে তার ক্ষমতা হ্রাস পেতে পারে। সতকর্তা না নিলে সমস্যা হতে পারে।
—ব্যক্তিগত ব্যবহারকারীরা ল্যাপটপ ব্যবহারের ক্ষেত্রে অন্যের নাগাল থেকে রক্ষা পেতে পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন। এতে যাচ্ছেতাই ব্যবহার রোধ করা যায়, ল্যাপটপও থাকে নিরাপদ। পাসওয়ার্ডের জন্য Starl>Settings>Control Panel>User and Passwords অপশনে গিয়ে User must enter a password and name to use the computer অপশনের পাশে চেকমার্ক দিন। User for this computer অপশনের আওতায় ব্যবহারকারীদের তালিকা দেখা যাবে। এখান থেকে Administrator নির্বাচন করে Set Password ট্যাবে ক্লিক করে New Password এবং confirm new password সংযোজন করতে পারেন।
—আমরা ল্যাপটপের যে সফটওয়্যার ব্যবহার করি তার অধিকাংশই কপিরাইড। তাই ভাইরাসের কারণে উইন্ডোজ পুনারায় ইন্সটল করার দরকার হলে বারবার ভেন্দরদের কাছে যেতে হবে। তাই যাতে ভাইরাস আক্রমন না করতে পারে এদিকে গুরুত্ব দিতে হবে।
— ল্যাপটপে সবসময় চেষ্টা করবেন কম ফাইল পত্র বা প্রোগ্রাম রাখতে। কেননা ল্যাপটপের হার্ডডিস্কের ধারণক্ষমতা সাধারণত কম থাকে। তবে ফাইল কম্প্রেস করণে কিংবা বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে অল্প জায়গায় বড় ফাইল রাখা যায়।
— বিদেশ ভ্রমনে ল্যাপটপ ব্যবহারের ক্ষেত্রে উক্ত দেশের ভোল্টেজ মাত্রা সম্পর্কে নিশ্চিত হওয়া ভালো, এজন্য কনভার্টার ব্যবহার করা যেতে পারে। এর জন্য ব্যবহার নির্দেশিকা কিংবা অ্যাডাপ্টরের গায়ের লেখা পড়ে দেখুন।
— ল্যাপটপের ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারে সতর্ক থাকুন। বিশেষ ভাইরাসযুক্ত ইমেইল গ্রহন ও প্রেরণ থেকে বিরত থাকুন।
— আপনার ল্যাপটপটিকে সব সময় ধুলামুক্ত স্থানে রাখুন। ল্যাপটপ গাড়ীতে, বাড়ীতে কিংবা সর্বত্রই ব্যবহারে সতর্কতা অবলম্বন করুন- যাতে জোরে ধাক্কা না লাগে কিংবা মাটিতে পড়ে না যায়।

All Tips: Computer Tips, Internet Tips, Printing Tips, Health Tips, Life Tips, Household Tips, Career Tips, Earn By Internet, Phone Tips, Photography Tips, Fashion Tips, Hair Tips, Summer Tips, Travel Tips, Winter Tips etc.

All Blog: All Travel Way, Recipe BD, All Health BD, Dhaka All, Bangla Poetry, Bird sanctuary bd, Wallpaper All Free, Free Treatment Bd etc.

No comments:

Post a Comment

Tips Of All Sorts