Search This Blog

TIP'S CETAGORY WITH LANGUAGE

Tips 4 pc

Update Software

Friday, November 5, 2010

ডাটা ব্যাকআপ রাখুন অনলাইনে

ডাটা ব্যাকআপ রাখুন অনলাইনে

ব্যাকআপ ডাটার প্রয়োজনীয়তার কথা নতুন করে আর বলার কিছু নেই। তবে এর সাথে এটাও নিশ্চিত করা প্রয়োজন আপনার ডাটাগুলো কোথায় ব্যাকআপ হিসেবে থাকছে প্রাইমারী ডাটা থেকে। এই হিসেবে একটি দুর্ঘটনা কখনই দুই জায়গাকে আক্রমণ করবে না। সাশ্রয়ী স্টোরেজ এবং পরিব্যাপক ব্রডব্যান্ড আপনাকে দিতে পারে অফসাইট স্টোরেজ, যা সহজেই ফুলফিল করা যায়। বর্তমানে অনেক অনলাইন সার্ভিস রয়েছে যার মাধ্যমে কনজু্যমাররা অনলাইন স্টোরেজ ব্যবহার করতে পারছেন। তবে এর মূল কথাটি হচ্ছে অনলাইন স্টোরেজ এবং অফসাইট কপিতে ডাটা রাখার জন্য আপনার মানসিক শান্তি। আপনি যদি ডাটা শেয়ার করতে চান তবে এটি হতে পারে আপনার জন্য উত্তম পন্থা। কিন্তু এক্ষেত্রে কোন পদ্ধতি অনুসরণ করবেন তা নির্ভর করবে আপনি অনলাইন স্টোরেজ সার্ভিসে কোন ধরনের সার্ভিস চাচ্ছেন তার উপর। ছয়টি জনপ্রিয় অনলাইন স্টোরেজ সার্ভিসের মধ্যে রয়েছে : এক্সড্রাইভ, মিডিয়া ম্যাক্স, আই ড্রাইভ-ই, অমনি ড্রাইভ, বক্স ডট নেট, কার্বোনিট এবং মজি। প্রতিটি সার্ভিসেই রয়েছে ফ্রি ট্রায়াল যাতে সাইন আপের জন্য কোন ক্রেডিট কার্ড লাগে না।

এক্স ড্রাইভ

এক্স ড্রাইভ হচ্ছে এওএল সার্ভিস। যা অফার করে ৫ জিবি ফ্রি অনলাইন স্টোরেজ স্পেস কোন ক্যাশ ছাড়া। এর সাথে অনলাইন স্টোরেজ শেয়ারিংও করা যাবে রিয়েল ব্যাকআপ সলু্যশন হিসেবে। অনলাইন ইন্টারফেস প্রোভাইড করছে বেসিক ইনডিভিজু্যয়াল ফাইল আপলোড। সাথে মাল্টিপল ফাইল আপলোডের জন্য টুল তো থাকছেই। এক্ষেত্রে আপনার ফাইল যদি অডিও ফরমেট হয় তবে ফাইলগুলো পেস্ন করার জন্য অনলাইন মিডিয়া পেস্নয়ার পাবেন। ছবির জন্য আলাদা টুল পাবেন যার মাধ্যমে গ্রুপ অ্যালবাম তৈরি করে সস্নাইড শো দেখতে পারবেন। এতে এক্সড্রাইভ শো নামে একটি ফিচার রয়েছে যার মাধ্যমে ছবি তৈরি করে মিউজিকের সাথে টাইমলাইনের উপর সম্পূর্ণ প্রেজেন্টেশন এডিট করতে পারবেন। অনলাইন কনটেন্ট শেয়ার করার জন্য আপনার বন্ধুকেও এক্সড্রাইভে সাইনআপ করতে হবে। এর ডেস্কটপ ডাউনলোড এপিস্নকেশন সম্পূর্ণ ব্যাকআপ নির্ভর। লোকাল পিসির জন্য এটা একটি ম্যাপড ড্রাইভ তৈরি করে (এক্স ড্রাইভ এখানে ডিফল্ট)। তাই আপনি সহজেই ফাইল ড্রাগ করে আপলোডের জন্য ড্রাগ করতে পারবেন। নিয়মিতভাবে শিডিউল ব্যাকআপের জন্য রয়েছে ব্যাকআপ রুটিন। এর দুর্বলতা হচ্ছে ব্যান্ডওয়াইডথ কন্ট্রোল। এক্সড্রাইভ ডেস্কপট ব্যাকআপ স্পিড সনাক্ত করতে পারে না। ব্যাকআপ ফ্রিকোয়েন্সি ঠিকমত শিডিউল না করতে পারলে এখানে নিশ্চিতভাবেই রিস্ক থেকে যাবে। ৫ জিবি পর্যন্ত ফ্রি হলেও এখানে টাকার বিনিময়ে ৫০ জিবি পর্যন্ত স্টোরেজ কিনতে পারবেন। তবে এটা একটি কঠিন আপার লিমিট যা সবার জন্য পর্যাপ্ত নাও হতে পারে।

মিডিয়া ম্যাক্স

এক্স ড্রাইভের মতই অনেকটা মিডিয়া ম্যাক্স। তবে এটা ২৫ জিবি ফ্রি অনলাইন স্টোরেজ দেয় কোন স্ট্রিং এ্যাটাচ বা ক্রেডিট কার্ড ছাড়া। এটাই সর্বোচ্চ ফ্রি স্পেস। রয়েছে অডিও ফাইল আপলোডের সুবিধা। এখানে প্রসেসিং টাইমের কোন সুনির্দিষ্ট সময় নেই। এক ঘটনায় দেখা গেছে ২ এমবি এমপিইজি ফাইল প্রসেস হতে সময় লেগেছে ১০ মিনিট। একই সাথে ২৬ এমবি কুইক টাইম ফাইল প্রসেস হতে সময় লেগেছে ১৫ মিনিট।

আই ড্রাইভ-ই

প্রো সফটনেট কর্পোরেশনের আইড্রাইভ-ই হচ্ছে আরেকটি অনলাইন স্টোরেজ অপশন। এখানে অনলাইন ওয়েব বেসড ইন্টারফেসের সাথে রয়েছে রিমোট স্টোরেজের জন্য ক্লায়েন্ট সাইড ডেস্কটপ ইন্টারফেস। অনলাইন ইন্টারফেসটি আই ড্রাইভে একটিভ ব্যাকআপের চাইতে ফাইল শেয়ারিং ম্যাকানিজমে বেশি কাজ করে। রয়েছে আইড্রাইভ-এস-একাউন্ট ম্যানেজমেন্ট এবং ১টি ডাটা রিকভারি টুল। আইড্রাইভ এস ওয়েব ভিত্তিক ইন্টারফেস এর মাধ্যমে ইউজারদেরকে ওয়েব ভিত্তিক ইন্টারফেসের মাধ্যমে ফাইল আপলোড অনুমোদন করে। ফাইল শেয়ার করাও সহজ। বিপদে পড়লে এখানে কোন হেল্প বাটন নেই বা টেলিফোন, ইমেইল এর সুবিধা নেই এবং আইড্রাইভ-ই স্বয়ংক্রিয়ভাবে ফাইল ও ফোল্ডার রিকগনাইজ ও ব্যাকআপ দিতে পারে। এমনকি ১০ মিনিট আগে আপডেট করা ফাইলও।

অমনি ড্রাইভ

বেটা অমনি ড্রাইভে রয়েছে কিছু চমৎকার অনলাইন স্টোরেজ সার্ভিস। তবে অনলাইন ইন্টারফেস অন্যদের মতো তার নিজের রিফ্লেক্ট দ্রুত আপডেট করতে পারে না লোকাল ক্লায়েন্ট এপিস্নকেশন থেকে। অমনি ড্রাইভকে ব্যাকআপ সলু্যশন হিসেবে ব্যবহার করার চেয়ে অনলাইন স্টোরেজ এবং ফাইল শেয়ারিং এপিস্নকেশন ব্যবহার অধিক সুফল পাবেন। উলেস্নখযোগ্য একটি ফিচার হচ্ছে অমনি ড্রাইভ জোহো কোম্পানির সাথে একত্রিত হয়ে অনলাইনে ওয়ার্ড এবং এক্সেল ডকুমেন্টকে ওপেন এবং এডিট করার সুবিধা দিচ্ছে। অডিও ফাইলের ক্ষেত্রে বিল্টইন মিউজিক পেস্নয়ার।

কার্বোনিট

কার্বোনিট হচ্ছে সহজ এবং সাধারণ ব্যাকআপ অনলাইন স্টোরেজ সার্ভিস। শেয়ারিং বা মিডিয়া স্ট্রিমিং এর জন্য নয়। যদিও এতে অনলাইন একাউন্ট এরিয়া আছে তবে তা বেসিক একাউন্ট ম্যানেজমেন্ট টাস্কের জন্য। এর মূল আকর্ষণ হচ্ছে ডাউনলোডেবল ক্লায়েন্ট এপিস্নকেশন। এতে আছে মাই ডকুমেন্টস এবং ডেস্কটপ বা ম্যানুয়াল সিলেকশন ব্যাকিং আপের সুযোগ। উইন্ডোজ শেলের সঙ্গে কোন ইন্টিগ্রেশন নেই। যে ফাইলটি ব্যাকআপ রাখতে চান সেখানে রাইট বাটন ক্লিক করে কার্বোনাইট সিলেক্ট করে এবং ব্যাক দিস আপ-এ ক্লিক করুন। ব্যাকআপ স্ট্যাটাস অনুসারে আপনার ফাইল ও ফোল্ডারে কালার ডট যোগ করতে পারবেন। সবুজ ডট মানে ব্যাকআপ হয়ে গেছে। হলুদ মানে পেনডিং অবস্থায় আছে আর কোন ডট নেই মানে কোন ব্যাকআপও নেই। লোকাল পিসি অনুযায়ী পুরো ব্যাপারটিই সিনক্রোনাইজড।

বক্স ডট নেট

এটা এক্সড্রাইভ ও অমনি ড্রাইভ এর মতই ব্যাকআপ সিস্টেম। পিউর ব্যাকআপের চেয়ে এটাকে স্টোরেজ এর ক্ষেত্রেই বেশি ফোকাস করা হয়েছে। ডাউনলোড করার জন্য এখানে ক্লায়েন্ট এপিস্নকেশন নেই। স্টোরেজ এর পুরো ব্যাপারটিই ঘটে অনলাইনে। অন্যদের চেয়ে এর বিশেষত্ব হচ্ছে এর মাধ্যমে আপনি স্টোরেজ ইউজ তৈরি করতে পারবেন এবং আপনার বস্নগে ফাইল পোস্ট করতে পারবেন। আর এসএস এর মাধ্যমে ইউজাররা ট্রাক খুঁজে পাবেন যে এখানে কিভাবে আপলোড করা যাবে।

মজি

মজি সম্পূর্ণই অনলাইন স্টোরেজ সলু্যশন। যখন আপনি মজি ক্লায়েন্ট ইনস্টল করবেন তখন একটি অপশন দেখবেন যেখানে অন্যকোন সার্ভিস ইনস্টলেশন অংশের জন্য প্রোভাইড করা হয়নি। কি এর মাধ্যমে মর্জি ইউজারদেরকে এনক্রিস্টেড ডাটার জন্য নিজস্ব কী তৈরি করতে সাহায্য করবে। এর মাধ্যমে শুধুমাত্র আপনিই ডাটাগুলো ডিক্রিপ্ট করতে পারবেন। তবে এই কী হারিয়ে গেলে মজি আপনাকে আর সাহায্য করতে পারবে না।

হলোগ্রাফিক স্টোরেজ

হলোগ্রাফিক স্টোরেজের কল্যাণে অল্প জায়গায় অনেক তথ্য সংরক্ষণ করা সম্ভব হবে। কেননা এতে টুডি স্টোরেজের পরিবর্তে থ্রিডি বা ত্রিমাত্রিকতায় তথ্য সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। বর্তমানে হার্ডডিস্কগুলোতে তথ্য যে স্থানে রাখা হয় তার শুধু দুটি মাত্রা রয়েছে, এক্স এবং ওয়াই। কিন্তু এই রকম ডিভাইসে একটি তৃতীয় মাত্রা যুক্ত হয়ে যার নাম জেড অক্ষর। হলোগ্রাফিক স্টোরেজের নাম শুনে অনেক ক্ষেত্রে একে সাইন্স ফিকশনের গল্প মনে হতে পারে। আসলে কিছু কিছু ক্ষেত্রে আমাদের হলোগ্রাফিক স্টোরেজ এমনি। এর ভবিষ্যত সম্ভাবনার ক্ষেত্রে এটি খুবই উজ্জ্বল। কিন্তু এর বাণিজ্যিক ডেভেলপমেন্টে এখনি এটি বহু দূরে রয়েছে। যদিও কিছু হলোগ্রাফিক স্টোরেজ ডিভাইস বাজারে পাওয়া যায়। যেমন ইনপেইজ টেকনোলজিস ইনক এর টেপেস্ট্রা ৩০০আর যদিও এই হার্ডড্রাইভটির দাম পড়ে ১৮ হাজার মার্কিন ডলার অন্যদিকে বর্তমানে যেসব হার্ডড্রাইভ পাওয়া যায় সেগুলোর মধ্যে ৭২০০ আরপিএম এবং ১.৫৫ মি.মি. পুরো হার্ডড্রাইভের দাম পড়ে ১৮০ মার্কিন ডলার।

All Tips: Computer Tips, Internet Tips, Printing Tips, Health Tips, Life Tips, Household Tips, Career Tips, Earn By Internet, Phone Tips, Photography Tips, Fashion Tips, Hair Tips, Summer Tips, Travel Tips, Winter Tips etc.

All Blog: All Travel Way, Recipe BD, All Health BD, Dhaka All, Bangla Poetry, Bird sanctuary bd, Wallpaper All Free, Free Treatment Bd etc.

No comments:

Post a Comment

Tips Of All Sorts