Search This Blog

TIP'S CETAGORY WITH LANGUAGE

Tips 4 pc

Update Software

Thursday, April 29, 2010

দেশীয় ধাঁচে ঘর সাজাতে যাত্রা

দেশীয় ধাঁচে ঘর সাজাতে যাত্রা

শানজিদ রশিদ অর্ণব
দেশীয় উপকরণ এবং ডিজাইন ব্যবহার করে তৈরি ঘর সাজানোর এবং নিত্যব্যবহার্য সামগ্রীর এক বৈচিত্র্যময় ও বিশাল সম্ভার পাওয়া যায় ‘যাত্রা’-তে। বাংলা ব্যান্ডখ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী আনুশেহ ‘যাত্রা’র কর্ণধার। প্রায় ১২ বছর আগে পথচলা শুরু করে ‘যাত্রা’। যাত্রার অন্যতম বৈশিষ্ট্য বিভিন্ন ব্যবহার্য বস্তুতে ভিন্ন ধরনের পেইন্টিং। ‘বাংলা ফোক, রিকশা পেইন্ট এবং ঢালিউড পেইন্ট—এই তিন ধরনের বিশেষ পেইন্টিং আমরা ব্যবহার করি। এসব পেইন্টিংই আমাদের নিজস্ব শিল্পীরা করে থাকেন’—জানালেন যাত্রার মাহ্মুদ হোসেন শিমুল।
এসব পেইন্টিং করা কাঠের বিভিন্ন সাইজের বক্স পাওয়া যাবে ২০০-১২০০ টাকায়। মাটির পাত্র পাওয়া যাবে ২০০-১১০০ টাকায়। লাইট শেড পাওয়া যায় অসংখ্য ডিজাইনের। বাঁশ, বেত, পাট, কাঠ, কাপড় ইত্যাদি দিয়ে তৈরি ল্যাম্প ঘরের আবহই বদলে দিতে পারে। এখানে আছে বিভিন্ন সাইজ, রং ও আকর্ষণীয় ডিজাইনের মোম, দাম পড়বে ৩৫-৫০০ টাকা, মাটির নকশা করা পাত্রে মোমবাতি পাবেন ১৬৫ টাকায়, মেটাল মোমদানি আছে ১৫০-২০০ টাকায়, যাত্রায় আছে বিচিত্র ধরনের ব্যাগ। পাটের তৈরি দেশীয় ডিজাইনের ব্যাগ পাওয়া যায় ১৩৫-৩৫০ টাকায়। কাপড়ের ব্যাগ আছে ২৫০-৫৩৫ টাকায়। এছাড়া বাংলা সিনেমার ছবি দিয়ে তৈরি প্লাস্টিকের ব্যাগ পাওয়া যায় ২৫০-৫৮০ টাকায়। যাত্রায় আছে ব্রোঞ্জের তৈরি কারুকাজময় শো-পিস। আছে হাতি, কুমির, পেঁচা, ঘোড়া, রাধাকৃষ্ণ, বুদ্ধ ইত্যাদি বিভিন্ন ব্রোঞ্জের ভাস্কর্য। এছাড়া যাত্রায় পাবেন রিসাইকলিং প্রোডাক্ট। ছেঁড়া কাপড়, কাগজ, তুলা ইত্যাদি ব্যবহার করে যাত্রা তৈরি করছে নান্দনিক ডিজাইনের সামগ্রী। এখানে খাবার ঘরের সাজসজ্জার জন্য পাবেন বাঁশের ডাইনিং টেবিল। দাম ২৪ হাজার টাকা। বেতের তৈরি ডাইনিং ম্যাট ও মাটির তৈজসপত্র, টেবিলক্লথ, ন্যাপকিন, প্লেস ম্যাট। বাঁশের তৈরি বিছানা পাবেন ২১ হাজার ৮শ’ টাকায়। বেড কভার পাওয়া যাবে ১০০-২২০০ টাকায়। কুশন কভার ৪৮০ টাকায়। কাপড় আর বাঁশের তৈরি ‘প্যাচ ওয়ার্ক’ করা রুম ডিভাইডার আছে ৮৫০০ টাকায়। পর্দা পাবেন ৭৫০ টাকায়।
ঢালিউড পেইন্টিংয়ের হারিকেন, পাবেন ৪১৫ টাকায়। কাঠের জলচকি ৬৫০-৮৫০ টাকায়।
ঘর সাজানোর জন্য যাত্রায় পাবেন বিভিন্ন ধরনের শোপিস। মাটির পট, পাটের শিকা, মাটির পাত্র, একতারাসহ নানা মেটাল শো পিস। যাত্রায় আছে কাঠ এবং পিতলের কারুকাজময় অর্নামেন্ট বক্স, পিতলের তৈরি রাজকীয় পানের বাটা
ছাড়াও যাত্রায় আছে মাটি ও কাঠের তৈরি বাটি, চামচ, ট্রে ইত্যাদি। আছে পাটের তৈরি ফাইল হোল্ডার ১৮০-২৫০ টাকা, মাটির তৈরি পেন হোল্ডার ২৪৬ টাকায়। এছাড়া মানিব্যাগ, অ্যাশ ট্রে, চাবির রিং, চুড়ি, মালা, ব্রেসলেট, বাঁশের ঝুড়ি ইত্যাদি নানা সামগ্রী।
যাত্রায় শিশুদের জন্য আছে ব্যাগ ৩০০-৫০০ টাকায়। পাপেট পাবেন ১৭৫-৪০০ টাকায়। যাত্রার ড্রেস কর্নারে পাবেন জামা-কাপড়, শাল ও হাল ফ্যাশনের ‘ব্যাপারী শার্ট’। বেত, পাট, বাংলা সিনেমর ছবি দিয়ে তৈরি স্যান্ডেলের দাম পড়বে ৩০০-৬০০ টাকা। দেশীয় ডিজাইনে এবং একটু ভিন্নভাবে ঘর সাজাতে চাইলে আপনি অবশ্যই যাত্রার ধানমন্ডি ২৭ এবং বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ-এর শো-রুমে ঘুরে আসতে পারেন।

No comments:

Post a Comment

Tips Of All Sorts