হটমেইল থেকেই দেখা যাবে জিমেইল, ইয়াহু
ই-মেইল ঠিকানা নিয়ে অনেককেই ভুগতে দেখা যায়। বিশেষ করে একেকজনের রয়েছে একাধিক ঠিকানা। তাই, কখন, কোন ঠিকানায়, কে ইমেইল পাঠালো তা নিয়মিত দেখতে বেশ সময় ব্যয় হয়। মোটের ওপর পাসওয়ার্ড মনে রাখাও বেশ ঝামেলার ব্যাপার।
ই-মেইল নিয়ে এমন ঝামেলার একটি সহজ সমাধান আছে। তাহলো, একই ইনবক্সে সব ই-মেইল দেখা। সেক্ষেত্রে, বিভিন্ন সাইটে গিয়ে গিয়ে ই-মেইলে প্রবেশ করতে হবে না। তাই সময় যেমন বাঁচবে, বাঁচবে একাধিক পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা।
এই কাজ আবার খুব একটা সহজ নয়। কেননা, ই-মেইল সেবাদাতাদের মধ্যে রয়েছে প্রতিদ্বনি্দ্বতা। বিজ্ঞাপনের নানা হিসেব নিকেশ। তাই, এতদিন হটমেইলের ইনবক্সে অন্য কোন সেবাদাতার ই-মেইল দেখার সুযোগ ছিল না। কিন্তু হঠাত্ই বুঝি বোধ উদয় হলো সংস্থাটির। তারা ঘোষণা করলো, এখন থেকে হটমেইলেই দেখা যাবে অন্য যেকোন সংস্থা মানে জিমেইল, ইয়াহু্থর মেইল। তাই যারা হটমেইল ব্যবহারকারী, তারা চাইলে এই সেবা বিনা খরচায় নিতে পারবেন। এতে করে ব্যবহারকারীর সময়ও বাঁচবে।
হটমেইল জানাচ্ছে, ইনবক্সে এই সেবা যোগ করা খুবই সহজ। শুধু অপশনে গিয়ে খানিকটা পরিবর্তন করতে হবে, যোগ করে অন্যান্য ঠিকানা এবং পাসওয়ার্ড। এরপর যখনই আপনি হটমেইলে প্রবেশ করবেন, সঙ্গে সঙ্গে অন্যান্য ই-মেইল ঠিকানাও কার্যকর হবে। এবং চাইলে যেকোন ঠিকানা থেকেই ই-মেইল করা যাবে। উইন্ডোজ লাইভ হটমেল এর প্রোগ্রাম ম্যানেজার ডিক ক্যারাডক এই তথ্য জানিয়ে বলেছেন, হটমেইলের অন্যান্য ফিচার অপরিবর্তিতই থাকছে।
জিমেইল ব্যবহারকারীদের জন্য হটমেইলের এই সেবা নতুন নয়। কেননা, গুগলের এই মেইল সেবা অনেক আগেই চালু করেছিল অন্যান্য ই-মেইল দেখার সুবিধা। কিন্তু দেরিতে হলেও এই পথে আসায় একেবারে ক্ষতি হচ্ছে না হটমেইলের। বাজার বিশেষজ্ঞদের মত, এর ফলে এই ই-মেইল ব্যবহারকারীরা একটু বেশিই উত্সাহিত হবেন। আর ই-মেইলের ব্যবহার বাড়লে, সঙ্গে বিজ্ঞাপন থেকে আয় বাড়ারও সুযোগ রয়েছে।
উল্লেখ্য, ই-মেইল ব্যবহারের দিক দিয়ে বর্তমানে জিমেইল এর চাহিদা সবচেয়ে বেশি। তাদের পরই অবস্থান হটমেইলের। তৃতীয় অবস্থানে রয়েছে ইয়াহু।
All Tips: Computer Tips, Internet Tips, Printing Tips, Health Tips, Life Tips, Household Tips, Career Tips, Earn By Internet, Phone Tips, Photography Tips, Fashion Tips, Hair Tips, Summer Tips, Travel Tips, Winter Tips etc.
All Blog: All Travel Way, Recipe BD, All Health BD, Dhaka All, Bangla Poetry, Bird sanctuary bd, Wallpaper All Free, Free Treatment Bd etc.
ই-মেইল নিয়ে এমন ঝামেলার একটি সহজ সমাধান আছে। তাহলো, একই ইনবক্সে সব ই-মেইল দেখা। সেক্ষেত্রে, বিভিন্ন সাইটে গিয়ে গিয়ে ই-মেইলে প্রবেশ করতে হবে না। তাই সময় যেমন বাঁচবে, বাঁচবে একাধিক পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা।
এই কাজ আবার খুব একটা সহজ নয়। কেননা, ই-মেইল সেবাদাতাদের মধ্যে রয়েছে প্রতিদ্বনি্দ্বতা। বিজ্ঞাপনের নানা হিসেব নিকেশ। তাই, এতদিন হটমেইলের ইনবক্সে অন্য কোন সেবাদাতার ই-মেইল দেখার সুযোগ ছিল না। কিন্তু হঠাত্ই বুঝি বোধ উদয় হলো সংস্থাটির। তারা ঘোষণা করলো, এখন থেকে হটমেইলেই দেখা যাবে অন্য যেকোন সংস্থা মানে জিমেইল, ইয়াহু্থর মেইল। তাই যারা হটমেইল ব্যবহারকারী, তারা চাইলে এই সেবা বিনা খরচায় নিতে পারবেন। এতে করে ব্যবহারকারীর সময়ও বাঁচবে।
হটমেইল জানাচ্ছে, ইনবক্সে এই সেবা যোগ করা খুবই সহজ। শুধু অপশনে গিয়ে খানিকটা পরিবর্তন করতে হবে, যোগ করে অন্যান্য ঠিকানা এবং পাসওয়ার্ড। এরপর যখনই আপনি হটমেইলে প্রবেশ করবেন, সঙ্গে সঙ্গে অন্যান্য ই-মেইল ঠিকানাও কার্যকর হবে। এবং চাইলে যেকোন ঠিকানা থেকেই ই-মেইল করা যাবে। উইন্ডোজ লাইভ হটমেল এর প্রোগ্রাম ম্যানেজার ডিক ক্যারাডক এই তথ্য জানিয়ে বলেছেন, হটমেইলের অন্যান্য ফিচার অপরিবর্তিতই থাকছে।
জিমেইল ব্যবহারকারীদের জন্য হটমেইলের এই সেবা নতুন নয়। কেননা, গুগলের এই মেইল সেবা অনেক আগেই চালু করেছিল অন্যান্য ই-মেইল দেখার সুবিধা। কিন্তু দেরিতে হলেও এই পথে আসায় একেবারে ক্ষতি হচ্ছে না হটমেইলের। বাজার বিশেষজ্ঞদের মত, এর ফলে এই ই-মেইল ব্যবহারকারীরা একটু বেশিই উত্সাহিত হবেন। আর ই-মেইলের ব্যবহার বাড়লে, সঙ্গে বিজ্ঞাপন থেকে আয় বাড়ারও সুযোগ রয়েছে।
উল্লেখ্য, ই-মেইল ব্যবহারের দিক দিয়ে বর্তমানে জিমেইল এর চাহিদা সবচেয়ে বেশি। তাদের পরই অবস্থান হটমেইলের। তৃতীয় অবস্থানে রয়েছে ইয়াহু।
All Tips: Computer Tips, Internet Tips, Printing Tips, Health Tips, Life Tips, Household Tips, Career Tips, Earn By Internet, Phone Tips, Photography Tips, Fashion Tips, Hair Tips, Summer Tips, Travel Tips, Winter Tips etc.
All Blog: All Travel Way, Recipe BD, All Health BD, Dhaka All, Bangla Poetry, Bird sanctuary bd, Wallpaper All Free, Free Treatment Bd etc.
No comments:
Post a Comment