Search This Blog

TIP'S CETAGORY WITH LANGUAGE

Tips 4 pc

Update Software

Wednesday, December 8, 2010

অনলাইনে জিডি করা

অনলাইনে জিডি করা

০০ কাদের বাবু ০০

আপনার দলিল, সার্টিফিকেট, পরিচয়পত্র ইত্যাদি হারানো, চুরি, ছিনতাই সংক্রান্ত তথ্য জানিয়ে বাসায় বসেই নিরাপদে অনলাইনে জিডি করতে পারেন। সিটিজেন হেল্প রিকোয়েস্ট বা 'ও পুলিশ বন্ধু আমার (বন্ধু পুলিশ)' প্রকল্পের মাধ্যমে জরুরি নয় বা তাৎক্ষণিক সাড়ার প্রয়োজন নেই এমন সব বিষয়ে সাধারণ ডায়েরি বা জিডি করার অনুরোধসহ আইনি সহায়তা পেতে পারেন। জরুরি নয় বা তাৎক্ষণিক সাড়ার প্রয়োজন নেই, এমন সব বিষয়ে প্রবাসীরাও পুলিশ হেডকোয়ার্টার্স, বাংলাদেশ পুলিশ, ঢাকায় প্রবাসী কল্যাণ ডেস্ক-এর সাথে যোগাযোগের জন্য এ ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন।

জরুরি নয় এমন কিছু বিষয় হলো

০০ পাসপোর্ট, পরিচয়পত্র, ব্যাংকের চেকবই, সার্টিফিকেট বা অন্য যে কোনো গুরুত্বপূর্ণ দলিল হারানো গেলে।

০০ বখাটে মাদকসেবী বা অপরাধীদের আড্ডাস্থল বা অন্য কোনো অবৈধ সমাবেশ সম্পর্কে তথ্য (তাৎক্ষণিক সাড়ার প্রয়োজন হলে মোবাইল বা অন্য কোনো মাধ্যমে সরাসরি ডিউটি অফিসার বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলতে হবে।

০০ ছিনতাইয়ের শিকার ব্যক্তি যখন নিরাপদ অবস্থানে বা তার আবাসস্থলে আছেন (ছিনতাইকারী গ্রেপ্তার বা মালামাল উদ্ধারের আশায় জরুরি বা তাৎক্ষণিক পুলিশি সাড়ার প্রয়োজন হলে ডিউটি অফিসার বা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে সরাসরি ফোনে কথা বলতে হবে।

০০ জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিঘি্নত হওয়ার আশঙ্কা আছে এমন কোনো অবৈধ সমাবেশ সম্পর্কে আগাম তথ্য।

০০ গৃহ পরিচারিকা নিয়োগ, দারোয়ান, কেয়ারটেকার নিয়োগ, নৈশপ্রহরী নিয়োগ (বা পলায়ন) সম্পর্কে তথ্য।

০০ নতুন বা পুরাতন ভাড়াটিয়া সম্পর্কে তথ্য এসব বিষয়ে আপনি জিডি করতে পারেন।

যেভাবে জিডি করবেন

প্রথমেই অনলাইনে িি.িফসঢ়.মড়া.নফ ওয়েবসাইটে গেলে যে পাতাটি পাবেন সেখানে পড়সঢ়ষধরহফ নামে ফোল্ডারে গিয়ে ঈরঃরুবহং যবষঢ় ৎবয়ঁবংঃ-এ যাবেন। এখানে নানা বিষয়ের তথ্য দেয়া আছে। ইভটিজিং, ছিনতাইসহ যে বিষয়ে আপনি জিডি করতে চান সেখানে ক্লিক করে তথ্য সনি্নবেশিত করুন। যেমন- ইভটিজিং বিষয়ে জিডি করতে চাইলে সেখানে ক্লিক করলেই চলে আসবে তথ্যবক্স। এখানে নাম ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য, ঘটনাটি কবে ঘটেছে তারিখসহ পূর্ণ বিবরণ, দরকারি ডাটা বা ছবি থাকলে তা সংযুক্ত করে সাবমিট করলেই হয়ে গেল আপনার অনলাইন জিডি। এরপর ঢাকা মেট্রোপলিটন পুলিশ আপনার সহায়তায় এগিয়ে আসবে। জেনে রাখা ভালো এই সেবা বর্তমানে শুধুমাত্র ঢাকার জন্য প্রযোজ্য। জনসাধারণের ভালো সাড়া পাওয়া গেলে এবং কোনো রকম জটিলতা দেখা না গেলে পর্যায়ক্রমে সারাদেশে তা বিস্তৃত করা হবে বলে বাংলাদেশ পুলিশ তথ্য সূত্রে জানা গেছে।

All Tips: Computer Tips, Internet Tips, Printing Tips, Health Tips, Life Tips, Household Tips, Career Tips, Earn By Internet, Phone Tips, Photography Tips, Fashion Tips, Hair Tips, Summer Tips, Travel Tips, Winter Tips etc.

All Blog: All Travel Way, Recipe BD, All Health BD, Dhaka All, Bangla Poetry, Bird sanctuary bd, Wallpaper All Free, Free Treatment Bd etc.

No comments:

Post a Comment

Tips Of All Sorts