Search This Blog

TIP'S CETAGORY WITH LANGUAGE

Tips 4 pc

Update Software

Friday, December 10, 2010

একফালি বাকল থেকেঃ

একফালি বাকল থেকেঃ

সভ্যতার প্রথম স্মারক গ্রিস। গ্রিক সভ্যতায় প্রথম নগর জীবনের উন্মেষ ঘটে পৃথিবীতে। এথেন্স নগররাষ্ট্রে অভিজাত এবং সাধারণ নাগরিকের জীবনশৈলীতে উলেস্নখযোগ্য ব্যবধান ছিল। পম্পেইয়ের ধ্বংসাবশেষ খুঁড়ে পাওয়া প্রাচীন সভ্যতার বেল্টের ব্যবহার ছিল বলে জানা যায়। নগর সভ্যতায় উত্তরণের প্রাথমিক পর্বের পোশাকে কোমরবন্ধী ছিল একটি অত্যাবশ্যকীয় উপকরণ। গ্রিক ও রোমান সভ্যতার আলো ইউরোপে পেঁৗছতে লেগে যায় কয়েকশ' বছর। এ সময় তাদের আর্থসামাজিক অবকাঠামোর বৈপস্নবিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে পোশাকের ক্ষেত্রেও নতুন ধারা সূচিত হয়। সে আমলে ফ্যাশনের ধারণা সীমাবদ্ধ ছিল মূলত অভিজাতদের মাঝে। সাধারণ খেটে খাওয়া মানুষকে তখনো উদয়াস্ত পরিশ্রম করেই জীবন টিকিয়ে রাখতে হতো। কিন্তু ইউরোপে শিল্প বিপস্নবের পর গোটা পৃথিবীতে জীবনের সর্বক্ষেত্রে নবজাগরণ ঘটে। জ্ঞান-বিজ্ঞান, শিল্প-সাহিত্য, অর্থনীতি-রাজনীতির মধ্য দিয়ে এসব পরিবর্তন আমাদের সামনে হাজির হয়। মোটা সুতি কাপড়ের পাশাপাশি যান্ত্রিক প্রযুক্তি কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের সিনথেটিক পোশাকে বাজার ছেয়ে যায়। পোশাকের পাশাপাশি উদ্ভাবিত হয় নানা অ্যাকসেসরিজ- হাতের বালা, কানের দুল, ব্রেসলেট ইত্যাদি। অষ্টাদশ শতক নাগাদ সমাজের সর্বস্তরের মানুষের কাছে আদরণীয় হয়ে ওঠে বেল্ট। প্রয়োজন এবং ফ্যাশনের রকমফেরে একেক অঞ্চলে একেক ধরনের বেল্টের ব্যবহার দেখা যায়। টেক্সাসের কাউবয় বেল্টের সঙ্গে পদাতিক সৈনিকের বেল্টের পার্থক্য রয়েছে। পার্থক্য রয়েছে অফিসের কেরানির বেল্টের সঙ্গে ফ্যাশনদুরস্ত ফুলবাবুর বেল্টের। সপ্তদশ শতকের আগে মেয়েদের পোশাকে বেল্ট অত্যাবশ্যকীয় ছিল না। কিন্তু বিংশ শতকে ফিগার সচেতনতার সঙ্গে সঙ্গে বেল্ট আমাদের পোশাকের একটি অত্যাবশ্যকীয় অনুষঙ্গ হিসেবে আবিভর্ূত হয়। নির্মাণশৈলীতে আসে বৈচিত্র্য। চামড়া ছাড়াও রেক্সিন কাপড়, মেটাল ইত্যাদি নানা মাধ্যমের বেল্ট বাজারে চলে আসে। ঐতিহ্য অনুসন্ধানীরা বিভিন্ন লোকজ উপকরণ দিয়ে বেল্ট তৈরি করতে শুরু করে। এসব বেল্ট দ্রুতই মানুষের নজর কেড়ে নিতে সক্ষম হয়। আজকের দিনে ছেলেমেয়ে সবার জন্য চাই বেল্ট। ঝকঝকে ফ্যাশনদুরস্ত। তা হতে পারে চওড়া বা হতে পারে সরু ফলির মতো। এমন একটি বেল্ট যা আমাদে দেহের ভরকেন্দ্র, কোমরকে শক্ত করে এঁটে ধরতে পারে। আবার এর বিপরীত ধারাও আছে। আপনার বেল্টটি হতে পারে ঢিলেঢালা ধরনের- স্টাইল যার শেষ লক্ষ্য। স্মার্টনেসের সঙ্গে বেল্টের বিশেষ কোনো সম্পর্ক না থাকলেও স্বীকার করতেই হবে, বেল্ট আমাদের ফিগারকে ঋজু রাখে। আমাদের চলাফেলার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবশেষে একটি অর্থহীন প্রশ্ন: আপনার আশপাশে এমন একটি মানুষ কি আপনি দেখাতে পারবেন, যার কোমরে কোনো না কোনো ধরনের একটি বৈশিষ্ট্যপূর্ণ বেল্ট শোভা পাচ্ছে না?

All Tips: Computer Tips, Internet Tips, Printing Tips, Health Tips, Life Tips, Household Tips, Career Tips, Earn By Internet, Phone Tips, Photography Tips, Fashion Tips, Hair Tips, Summer Tips, Travel Tips, Winter Tips etc.

All Blog: All Travel Way, Recipe BD, All Health BD, Dhaka All, Bangla Poetry, Bird sanctuary bd, Wallpaper All Free, Free Treatment Bd etc.

No comments:

Post a Comment

Tips Of All Sorts