Search This Blog

TIP'S CETAGORY WITH LANGUAGE

Tips 4 pc

Update Software

Tuesday, December 7, 2010

ইমেইল ঠিকানা অনলাইনে নিরাপদে রাখার উপায়

ইমেইল ঠিকানা অনলাইনে নিরাপদে রাখার উপায়

এম. হারুন অর রশিদ
ধরেন, আপনি নেটে ঘাঁটাঘাঁটি করতে করতে এমন একটি সাইট পেলেন যেখানে আপনি ইন্টারেস্টিং কোনো অফার পেলেন, যা আপনি খুঁজতে ছিলেন। হতে পারে তা কোনো লাইসেন্সসহ ফ্রি সফটওয়্যার অথবা ফ্রি ইবুক ইত্যাদি। অফারটা সহজ—আপনি আপনার ইমেইল ঠিকানা দেবেন তারা আপনাকে ডাউনলোড লিংক দেবে।
হয়তো তারা বলে দেবে যে, তারা যে কোনো পক্ষের কাছে ইমেইল ঠিকানা বিক্রি বা শেয়ার করবে না। তারপরও আপনার মনে সন্দেহ কাজ করবে একটা অপরিচিত ওয়েব সাইটে আপনার ব্যক্তিগত ইমেইল ঠিকানা দেয়ার জন্য। তখন আপনি কী করবেন?
আপনার মেইল বক্স স্প্যামে ভরে যাওয়ার আশঙ্কায় তাদের অফারটা বাদ দেবেন? না বাদ দেয়ার কোনো কারণ নেই। এক্ষেত্রে আপনি ডিস্পোজেবল অথবা টেম্পরারি ইমেইল ঠিকানা ব্যবহার করতে পারেন। যা কয়েক মিনিট, ঘণ্টা অথবা দিন পরে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। নেটে এ রকম বেশকিছু সার্ভিস আছে কিন্তু আমার পছন্দ http://www.10minutemail.com/।
এর জন্য আপনাকে কিছুই করতে হবে না, শুধু তাদের সাইট ভিজিট করলেই আপনি একটি ইমেইল ঠিকানা ১০ মিনিটের জন্য পেয়ে যাবেন। ১০ মিনিট শেষ হয়েছে? গেলে আবার অতিরিক্ত ১০ মিনিটের জন্য অনুরোধ করতে পারবেন। ১০ মিনিট শেষে এমনিতেই ডিলিট হয়ে যাবে।
এটা আপনি আপনার ব্যক্তিগত ইমেইল ঠিকানার মতোই যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন।
যখন টেম্পরারি ইমেইল যথেষ্ট না, তখন
আপনি অনলাইন সার্ভে, বিভিন্ন ফোরামে রেজিস্ট্রেশন, কমেন্ট ইত্যাদি ক্ষেত্রে টেম্পরারি ইমেইল ঠিকানা ব্যবহার করতে পারেন কিন্তু যখন কোনো পাবলিক সাইটে যেমন : ফেসবুক, টুইটার ইত্যাদিতে ইমেইল ঠিকানা শেয়ার করবেন তখন কি করবেন? কারণ, টেম্পরারি ইমেইল ঠিকানা অটোমেটিক ডিলিট হয়ে যায়।
দুশ্চিন্তার কিছু নেই, আপনার হাতে কয়েকটি উপায় আছে :
১. http://scr.im/ ইমেইল ঠিকানাকে লিংকে পরিণত করার সাইট। স্ক্রিম আপনার ইমেইল ঠিকানাকে একটি ছোট টজখ-এ পরিণত করবে। কেউ যদি আপনার ইমেইল ঠিকানা পেতে চায়, তাহলে তাকে একটি ক্যাপচা টেস্ট দিয়ে পাস করতে হবে, তাছাড়া ইমেইল ঠিকানা দেখতে পারবে না।
২. আপনার ইমেইল ঠিকানাকে স্প্যাম থেকে রক্ষার জন্য এ রকম আরেকটি সার্ভিস হলো reCAPTCHA। এটাতেও কেউ যদি আপনার ইমেইল ঠিকানা পেতে চায়? তাহলে তাকে একটি ক্যাপচা সমস্যা সমাধান করতে হবে, তাছাড়া ইমেইল ঠিকানা পাবে না।
৩. স্প্যাম বক্স (http://spambox.us) উপরের দুটি থেকে ভিন্ন সার্ভিস। এটি একটি টেম্পরারি ইমেইল ঠিকানা প্রদানকারী সাইট, যা এক বছর পর্যন্ত থাকে। স্প্যাম বক্সের ঠিকানায় পাঠানো যে কোনো মেইল স্প্যাম বক্স আপনার মূল ইমেইল ঠিকানায় ফরওয়ার্ড করে। যদি আপনি দেখেন যে তারপরও আপনি স্প্যাম পাচ্ছেন, তাহলে আপনার স্প্যাম বক্স ঠিকানা বন্ধ করে দিতে পারবেন।
৪. http://whspr.me/ আরেকটি সেবা যেটা ব্যবহার করে আপনি আপনার ইমেইল ঠিকানা একটি ওয়েব ফরমে রূপান্তরিত করতে পারবেন। কেউ যদি আপনাকে মেইল করতে চায় তবে ওয়েব ফরমে লিখে সেন্ড করলেই হবে। আপনি ইচ্ছা করলে নিজেই তা ডিলিট করতে পারবেন অথবা অটো ডিলিট সেট করতে পারবেন, তাহলে ‘হ’ দিন পরে তা ডিলিট হয়ে যাবে।
হ=১,২,৩ ৃৃযে কোনো দিন।
৫. অথবা labelgen ব্যবহার করে আপনি আপনার ইমেইল ঠিকানাকে একটি ইমেজে রূপান্তরিত করতে পারেন। যেখানে যে কোনো মানুষ সহজেই ক্যাপচা পরীক্ষা দিয়ে ইমেইল ঠিকানা পেতে পারে, সেখানে স্প্যাম বট জটিল ক্যাপচা পরীক্ষা দিতে পারে না।

No comments:

Post a Comment

Tips Of All Sorts