Search This Blog

TIP'S CETAGORY WITH LANGUAGE

Tips 4 pc

Update Software

Wednesday, December 8, 2010

ক্যামেরার যত্ন

ক্যামেরার যত্ন

০০ খালেদ আহমেদ ০০

আনন্দঘন মুহূর্তকে ধরে রাখতে ক্যামেরার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছবি তোলার জন্য আগে যেসব ক্যামেরা ব্যবহার হতো, তা এখন সময়ের বিবর্তনে হারিয়ে যাচ্ছে। ফিল্মের ব্যবহার করে অ্যানালগ ক্যামেরার দিন প্রায় শেষ। প্রযুক্তির কল্যাণে বর্তমানে ডিজিটাল ক্যামেরার জয়জয়কার সর্বত্র। সেই সাথে ডিজিটাল ক্যামেরায় আমরা পাচ্ছি বাড়তি কিছু সুবিধা। কিন্তু এসব ক্যামেরা স্পর্শকাতর হওয়ায় এর ব্যবহারে সাবধানতা অবলম্বন করতে হয়। ক্যামেরা বিশেষজ্ঞদের মতে, ক্যামেরার ব্যবহার যত বেশি, এর ক্ষতির আশংকাও তত বেশি। তবে সাবধান থাকলে ক্যামেরা নিয়ে চিন্তা করতে হবেন। আর মনে রাখতে হবে, ডিজিটাল ক্যামেরা একটু এদিক-ওদিক হলেই বিড়ম্বনা দেখা দিতে পারে। ক্যামেরার যত্ন নিয়ে আমরা কথা বলেছি কয়েকজন বিশেষজ্ঞ ও বিক্রেতাদের সাথে। তাদের পরামর্শ নিয়ে আপনাদের জন্য উপস্থাপন করা হলো ডিজিটাল ক্যামেরার যত্ন সম্পর্কে।

০০ ক্যামেরার প্রধান শত্রু হলো পানি। তাই পানির সংস্পর্শ থেকে ক্যামেরাকে দূরে রাখুন।

০০ ক্যামেরাকে সবসময় ধুলাবালিহীন ঠান্ডা স্থানে রাখতে হবে।

০০ ডিজিটাল ক্যামেরা বহনের ক্ষেত্রে উপযুক্ত ব্যাগ ব্যবহার করতে হবে।

০০ পেশাদারি কাজে ব্যবহারের জন্য দূরে বহন করতে হলে ক্যামেরার সঙ্গে নরম কাপড় পেঁচিয়ে ব্যাগে রাখতে হবে। এতে কোনো কারণে ক্যামেরায় আঘাত লাগলেও ক্ষতি থেকে রেহাই পাবে।

০০ লেন্স সব সময় নরম কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে।

০০ ক্যামেরার লেন্স ব্যবহারের ক্ষেত্রে এক লেন্স থেকে অন্য লেন্স বদলাতে কম সময় নিতে হবে। যাতে ধুলাবালি প্রবেশ করতে না পারে।

০০ ক্যামেরা ব্যবহারের পর ব্যাটারি খুলে রাখতে হবে।

০০ মেমোরি কার্ড থেকে যত তাড়াতাড়ি সম্ভব ছবি স্থানান্তর করতে হবে। কেননা, ভাইরাসের জন্য ছবি মুছে যেতে পারে।

০০ কম্পিউটারে ছবি নেওয়ার সময় কার্ড রিডার ব্যবহার না করে ক্যামরার সাথে থাকা ক্যাবল ব্যবহার করা উত্তম।

০০ ক্যামেরায় কোনো ত্রুটি দেখা দিলে দ্রুত সার্ভিস সেন্টারে দেখাতে হবে।

০০ ক্যামেরায় ব্যাটারি চার্জ কম দেখালে তা ব্যবহার না করা ভালো।

All Tips: Computer Tips, Internet Tips, Printing Tips, Health Tips, Life Tips, Household Tips, Career Tips, Earn By Internet, Phone Tips, Photography Tips, Fashion Tips, Hair Tips, Summer Tips, Travel Tips, Winter Tips etc.

All Blog: All Travel Way, Recipe BD, All Health BD, Dhaka All, Bangla Poetry, Bird sanctuary bd, Wallpaper All Free, Free Treatment Bd etc.

No comments:

Post a Comment

Tips Of All Sorts