Search This Blog

TIP'S CETAGORY WITH LANGUAGE

Tips 4 pc

Update Software

Monday, October 11, 2010

মুক্ত থাকুন অটোরান ভাইরাস থেকে

মুক্ত থাকুন অটোরান ভাইরাস থেকে

মনিরুল হক ফিরোজ
কম্পিউটারে দৈনন্দিন নানা কাজে আমাদের স্টোরেজ ডিভাইস ব্যবহার করতে হয়। এর মধ্যে পেনড্রাইভ অন্যতম। এই পেনড্রাইভের মাধ্যমে মূলত যে ভাইরাসটি বেশি ছড়ায় তা হচ্ছে Autorun.inf ভাইরাস। এই ভাইরাসটি মূলত অটো-প্লে হয় বলে সবার কম্পিউটারে নিজে নিজেই ছড়িয়ে যায়। এই ভাইরাসের কারণে মূলত যেসব সমস্যা হয় তা হলো, কোনো কারণ ছাড়া কম্পিউটার রিস্টার্ট নেয়া, চলতি কোনো প্রোগ্রাম হঠাত্ করে বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি। এছাড়া আরও নানা সমস্যা।

কীভাবে বাঁচবেন এসব সমস্যা থেকে
এসব সমস্যা থেকে পরিত্রাণ পেতে আপনি যদি আপনার কম্পিউটারের অটোরান প্লে অপশন বন্ধ করে দেন, তাহলে কিছুটা হলেও এ সমস্যা থেকে মুক্ত হওয়া যাবে। এর জন্য রয়েছে কিছু সমাধান—

পরামর্শ ১.
এই সমস্যা সমাধানের জন্য প্রথমে start/setting/ control panel/performence & maintenence/administrative tools/ service/shell hardware detection/Gi properties-এ যান। startup type-disable করে service status stop করে ড়শ করে বের হয়ে আসুন। এর ফলে আপনার কম্পিউটারকে আর autorun.inf ভাইরাস attack করবে না.

অথবা
পরামর্শ ২.
Start মেন্যু থেকে জঁহ কমান্ডে যান। সেখানে গিয়ে টাইপ করুন gpedit.msc এবং Ok চাপুন। Group Policy Editor উইন্ডো প্রদর্শিত হবে। তার মধ্যে User Configuration-এ ডাবল ক্লিক করুন; Administrative Templates-এ ডাবল ক্লিক করুন; System-এ ডাবল ক্লিক করুন; Turn Off Autoplay ডাবল ক্লিক করুন; Tu Turn off Autoplay Properties ডায়ালগ বক্স প্রদর্শিত হবে; Enabled-এ ক্লিক করুন; Turn off Autoplay on বক্স হতে All drives সিলেক্ট করে Apply Button চেপে Ok করুন। দেখা যাবে আর পেনড্রাইভ অটোপ্লে হচ্ছে না। এই অপশনটি বন্ধ করলে কোনো সিডি, পেনড্রাইভ, ডিভিডি অটোপ্লে হবে না। Autoplay Off করার পর autorun ভাইরাসটি ক্লিন করার জন্য আপনাকে নিচের পদক্ষেপ নিতে হবে—
My Computer থেকে Tools-এ গিয়ে Folder option-এ ক্লিক করুন। এবার View-তে গিয়ে Hidden File and Folder থেকে Show Hidden File and Folder-এ ক্লিক করুন এবং নিচে Hide Extension for known types এবং Hide Protected Operating-এ টিক চিহ্ন দিয়ে Ok করুন। এরপর Folder Option-এ গিয়ে Pendrive খুলুন এবং অস্পষ্ট ফাইল ও Autorun.inf ভাইরাসটি মুছে ফেলুন। (আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে, যেন মুছতে গিয়ে ডাবল ক্লিক হয়ে না যায়, তাহলে ভাইরাসটি আপনা আপনি ইনস্টল হয়ে যাবে)।

পরামর্শ ৩.
আপনি কীভাবে বুঝবেন যে আপনার কম্পিউটারে ভাইরাস আছে? এর জন্য প্রথমে My Computer-Tool-Folder Option View-(Show Hidden File সিলেক্ট করুন (My Computer-Tool-Folder Option-View) Show Hidden File চিহ্ন তুলে দিন, এরপর দেখুন আপনার কম্পিউটারে যেসব ঐরফফবহ ফাইল আছে তা দেখাচ্ছে কি না। তাহলে বুঝবেন যে আপনার কম্পিউটারে ভাইরাস আছে।

পরামর্শ ৪.
আপনি যেভাবে ভাইরাসগুলো মুছে ফেলবেন :
যদি আপনি ডরহফড়ংি ঢচ ইনস্টল করতে পারেন, তাহলে NTFS/FAT পদ্ধতিতে কম্পিউটার Format এবং Setup করে আপনার কম্পিউটারের Show Hidden File সিলেক্ট করুন- C/: Drive ছাড়া অন্য সব Drive Explore করে খুলুন, দেখবেন অনেক Hidden/অস্পষ্ট ফাইল দেখাচ্ছে। যেমন—Autorun/Recycler/Thumbs । এগুলো সিলেক্ট করে Keyboard-G Shift Delete চাপুন। এরপর Yes to all চাপুন। দেখবেন আপনার কম্পিউটারের সব ভাইরাস মুছে গেছে।

যেভাবে পেন ড্রাইভ ব্যবহার করবেন
যে কোনো পেন ড্রাইভ বা মেমোরি কার্ড ওপেন করতে হলে প্রথমে Tools-এ গিয়ে Folder Option Select করে How Hidden File On করুন। তারপর পেন ড্রাইভ বা মেমোরি কার্ডের ড্রাইভের xci মাউসের Right Button চেপে Explorer-করুন এবং সব Open অস্পষ্ট ফাইল মুছে ফেলুন। তারপর বাকি কাজ করুন। দেখবেন আপনার কম্পিউটারে সহজে পেন ড্রাইভ থেকে ভাইরাস প্রবেশ করছে না। এছাড়া আপনি যদি কোনো এন্টি ভাইরাস সফটওয়্যার ব্যবহার করেন তাহলে কম্পিউটার সম্পূর্ণ নিরাপদে থাকবে।

All Tips: Computer Tips, Internet Tips, Printing Tips, Health Tips, Life Tips, Household Tips, Career Tips, Earn By Internet, Phone Tips, Photography Tips, Fashion Tips, Hair Tips, Summer Tips, Travel Tips, Winter Tips etc.

All Blog: All Travel Way, Recipe BD, All Health BD, Dhaka All, Bangla Poetry, Bird sanctuary bd, Wallpaper All Free, Free Treatment Bd etc.

No comments:

Post a Comment

Tips Of All Sorts