এক চিলতে সবুজ
০০ লিমন আহমেদ ০০
মডেল শখ ছবি সাফাওয়াত খান সাফু
সবুজ প্রকৃতি ঘেরা দেশের অধিবাসী হিসেবে আমাদের বরাবরই সবুজের প্রতি একটা টান রয়েছে। সবুজ আমাদের বিমোহিত করে বার বার। এক চিলতে সবুজের ছোঁয়া আমাদের জীবনকে প্রশান্তিতে ভরে তুলে। বাইরের পাশাপাশি ঘরেও যদি থাকে সবুজের সমারোহ তবে জীবনটা হয়ে উঠবে আরও সি্নগ্ধতার। তাই আজকাল অনেকেই বাসগৃহকে রাঙিয়ে নিতে চান সবুজে। এ জন্য প্রথমেই ভাবা যেতে পারে ড্রইং রুমের কথা। ড্রইংরুম বা বসার ঘরে গাছপালা সজীবতা দানে দারুন মানিয়ে যায়। আপনি চাইলে টবে মানিপস্ন্যান্ট, দুধরাজ, ডেসিনার, রক্তচন্দন প্রভৃতি গাছে ড্রইংরুমটা সাজিয়ে নিতে পারেন। বর্গাকৃতির ঘরে বিপরীতমুখী সোফা স্থাপন করে সোফার দুই পাশে রাখতে পারেন টবগুলো। ঘরের কোনায় কোনায় সাজিয়ে রাখতে পারেন কসমস জাতীয় গাছ। জানালার পাশে রাখতে পারেন লতানো কোনো গাছ। মুগ্ধ হবেন আপনি, সেই সাথে অতিথিদেরও দেবে অন্যরকম সজীবতার ছোঁয়া। যদি বসার ঘরটা হয় ছোট তবে বনসাই ব্যবহার করে সাজিয়ে নিতে পারেন সেন্টার টেবিলটি। ঘরে সবুজায়ন আনতে দেয়ালে ব্যবহার করুন অফ হোয়াইট বা গোলাপী জাতীয় কোন হালকা কালার। চাইলে ঘরের ভিতরে সিঁড়ির ধাপে ধাপেও মোজাইকের টপে ক্যাকটাস লাগিয়ে রাখতে পারেন। তাছাড়া আপনার ঘরটিকে সাজানোর ক্ষেত্রে সৌখিনতার পরিচয় দিতে চাইলে একজন ইন্টেরিয়র ডিজাইনারের পরামর্শ নিতে পারেন। ঘর সাজানোর জন্য চারাগাছ সংগ্রহ করতে যেতে পারেন শাহবাগ। খামার বাড়ি, শেরেবাংলানগরসহ ঢাকা শহরের বিভিন্ন নার্সারিতে। এইসব নার্সারিতে পাবেন ৫০ থেকে ৫০০০ টাকা দামের টবসহ গাছ। আর যদি ভাবেন যে মাটির টবে ঘর সাজাবেন_তবে শিশু একাডেমী, সাভার মৃৎশিল্প উন্নয়নকেন্দ্র সহ দেশীয় বিভিন্ন মেলায় যেতে পারেন। পেয়ে যাবেন বিভিন্ন নান্দনিক ডিজাইন আর কারুকার্য খচিত আপনার পছন্দের মাটিরটবসহ গাছ। টবগুলো সাজানোর ক্ষেত্রে লক্ষ্য রাখুন হাঁটাচলায় যেন কোন ব্যাঘাত না ঘটে। পাশাপাশি আলো বাতাস বেশি আছে এমন জায়গায় টব রাখুন। এমন গাছ নির্বাচন করবেন না যা আপনার ঘরের সৌন্দর্য নষ্ট করতে পারে।
মডেল শখ ছবি সাফাওয়াত খান সাফু
All Tips: Computer Tips, Internet Tips, Printing Tips, Health Tips, Life Tips, Household Tips, Career Tips, Earn By Internet, Phone Tips, Photography Tips, Fashion Tips, Hair Tips, Summer Tips, Travel Tips, Winter Tips etc.
All Blog: All Travel Way, Recipe BD, All Health BD, Dhaka All, Bangla Poetry, Bird sanctuary bd, Wallpaper All Free, Free Treatment Bd etc.
All Blog: All Travel Way, Recipe BD, All Health BD, Dhaka All, Bangla Poetry, Bird sanctuary bd, Wallpaper All Free, Free Treatment Bd etc.
No comments:
Post a Comment